৩৩ বছর পর সিরি এ খেতাব দিয়েগো মারাদোনার ক্লাবের, নেপলসে চলছে উৎসব

সারা বিশ্বে নেপলস শহর ও এসএসসি নাপোলির একমাত্র পরিচয় প্রয়াত দিয়েগো মারাদোনার ক্লাব হিসেবে। মারাদোনার জন্যই সাফল্য ও পরিচিতি পেয়েছিল নাপোলি। সেই ক্লাব ৩ দশক পর ইটালির লিগ সিরি এ চ্যাম্পিয়ন হল। এই সাফল্যে উচ্ছ্বসিত সমর্থকরা।

Web Desk - ANB | Published : May 5, 2023 4:16 AM IST
110
১৯৯০ সালের পর প্রথমবার ইটালির লিগ সিরি এ চ্যাম্পিয়ন হল এসএসসি নাপোলি

উদিনিজের সঙ্গে ১-১ ড্র করে ইটালির ফুটবল লিগ সিরি এ চ্যাম্পিয়ন হল প্রয়াত দিয়েগো মারাদোনার ক্লাব এসএসসি নাপোলি। ৩৩ বছর পর সিরি এ চ্যাম্পিয়ন হল নাপোলি। ক্লাবের এই সাফল্যে উচ্ছ্বসিত সারা নেপলস শহর, চলছে উৎসব।

210
লাজিওর চেয়ে ১৬ পয়েন্টে এগিয়ে, ৫ ম্যাচ বাকি থাকতেই সিরি এ চ্যাম্পিয়ন নাপোলি

চলতি সিরি এ-তে ৩৩ ম্যাচ খেলে নাপোলির পয়েন্ট ৮০। দ্বিতীয় স্থানে থাকা লাজিও ৩৩ ম্যাচ খেলে ৬৪ পয়েন্ট পেয়েছে। ফলে ৫ ম্যাচ বাকি থাকতেই সিরি এ চ্যাম্পিয়ন হল নাপোলি।

310
এসএসসি নাপোলির ইতিহাসে তৃতীয়বার এল সিরি এ খেতাব, উচ্ছ্বসিত সমর্থকরা

প্রয়াত দিয়েগো মারাদানো ক্লাবে যোগ দেওয়ার পর ১৯৮৭ সালে প্রথমবার সিরি এ চ্যাম্পিয়ন হয় এসএসসি নাপোলি। ১৯৯০ সালে ফের লিগ আসে। ৩৩ বছর পর তৃতীয় সিরি এ খেতাব এল নেপলসে। এই সাফল্যে উচ্ছ্বসিত নাপোলির সমর্থকরা।

410
উদিনিজের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ দেখতে গিয়েছিলেন ১৬ হাজারেরও বেশি নাপোলি সমর্থক

অ্যাওয়ে ম্যাচ দেখতে উদিন শহরে গিয়েছিলেন ১৬ হাজারেরও বেশি নাপোলি সমর্থক। স্টেডিয়ামে ঢোকার টিকিট পেয়েছিলেন ১১ হাজার সমর্থক। বাকিরা স্টেডিয়ামের বাইরে ছিলেন। ম্যাচ শেষ হতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা।

510
নেপলস শহরে দিয়েগো মারাদোনার নামাঙ্কিত স্টেডিয়ামে চলছে নাপোলি সমর্থকদের উৎসব

নেপলস শহরে স্টাডিও দিয়েগো আর্মান্দো মারাদোনায় বিশাল স্ক্রিনে উদিনিজের বিরুদ্ধে নাপোলির ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে ম্যাচ দেখতে গিয়েছিলেন ৫০ হাজারেরও বেশি নাপোলি সমর্থক। ম্যাচ শেষ হতেই শুরু হয়ে যায় উৎসব।

610
সিরি এ লিগের ইতিহাসে পঞ্চমবার কোনও দল ৫ ম্যাচ বাকি থাকতে চ্যাম্পিয়ন হল

১৯৪৭-৪৮ মরসুমে টোরিনো, ১৯৫৫-৫৬ মরসুমে ফিওরেন্টিনা, ২০০৬-০৭ মরসুমে ইন্টার মিলান এবং ২০১৮-১৯ মরসুমে জুভেন্টাস ৫ ম্যাচ বাকি থাকতেই সিরি এ চ্যাম্পিয়ন হয়। এবার সেই নজির স্পর্শ করল নাপোলি। 

710
উদিনিজের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ড্র করে লিগ চ্যাম্পিয়ন হল এসএসসি নাপোলি

উদিনিজের বিরুদ্ধে এই ম্যাচে পিছিয়ে পড়েছিল নাপোলি। ৫২ মিনিটে সমতা ফেরান চলতি সিরি এ-র সর্বাধিক গোলদাতা ভিক্টর ওসিমহেন। এরপর এই ম্যাচে আর কোনও দল গোল করতে পারেনি। ১-১ ড্র করেই চ্যাম্পিয়ন হল নাপোলি।

810
ইটালির ফুটবল মহলের সবাইকে চমকে দিয়ে তৃতীয় সিরি এ খেতাব এসএসসি নাপোলির

এবারের সিরি এ শুরু হওয়ার আগে ফেভারিট হিসেবে ধরা হয়নি নাপোলিকে। কারণ, প্রাক্তন অধিনায়ক লরেঞ্জো ইনসিনিয়ে, ক্লাবের ইতিহাসে রেকর্ড গোলদাতা দ্রিয়েজ মার্টেন্স, ডিফেন্ডার কলিদু কুলিবালি দল ছাড়েন। তারপরেও চ্যাম্পিয়ন হল নাপোলি।

910
কোচ লুসিয়ানো স্প্যালেত্তির হাত ধরে ৩৩ বছর পর সিরি এ চ্যাম্পিয়ন নাপোলি

নাপোলির কোচ লুসিয়ানো স্প্যালেত্তি এর আগে এ এস রোমা ও ইন্টার মিলানের দায়িত্বে ছিলেন। তিনি রাশিয়ার ক্লাব জেনিট সেন্ট পিটার্সবার্গের হয়ে ২ বার লিগ জিতেছেন। এবার নাপোলিকেও লিগ জেতালেন স্প্যালেত্তি। 

1010
লুসিয়ানো স্প্যালেত্তির কোচিংয়ে খেলেছেন উদিনিজের কোচ আন্দ্রিয়া সট্টিল

২ দশক ধরে কোচিং করাচ্ছেন লুসিয়ানো স্প্যালেত্তি। তাঁর কোচিংয়ে খেলেছেন বর্তমানে উদিনিজের কোচ আন্দ্রিয়া সট্টিল। গুরু-শিষ্যর লড়াইয়ের ফল অমীমাংসিত থাকল। 

Share this Photo Gallery
click me!

Latest Videos