সংক্ষিপ্ত
দেড় দশকেরও বেশি সময় ধরে বিশ্ব ফুটবলে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রাজত্ব দেখা গিয়েছে। কিন্তু এবার তাঁদের রাজপাট শেষ হয়ে গেল। বিশ্ব ফুটবলে নতুন যুগ শুরু হচ্ছে।
এবার ব্যালন ডি'অরের প্রাথমিক তালিকায় নেই লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২০০৩ সালের পর প্রথমবার ব্যালন ডি'অরের প্রাথমিক তালিকায় এই দুই ফুটবলার নেই। ২০২৩ সালে অষ্টমবার ব্যালন ডি'অর জেতেন মেসি। কিন্তু এবার তিনি ৩০ জনের তালিকাতেই জায়গা পেলেন না। ২০১৭ সালে শেষবার ব্যালন ডি'অর জেতেন রোনাল্ডো। পর্তুগালের এই তারকা ২০০৪ থেকে ২০২২ পর্যন্ত প্রতিবারই ব্যালন ডি'অরের প্রাথমিক তালিকায় ছিলেন। ২০২৩ সালে তিনি প্রথমবার ব্যালন ডি'অরের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েন। এবার মেসিও ব্যালন ডি'অরের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়লেন। ২০০৬ সালে প্রথমবার ব্যালন ডি'অরের প্রাথমিক তালিকায় জায়গা পান মেসি। এরপর থেকে তিনি ২০২৩ পর্যন্ত নিয়মিত এই পুরস্কার জেতার দৌড়ে ছিলেন। কিন্তু এবার তিনিও বাদ পড়লেন। ২ দশকেরও বেশি সময় পরে মেসি-রোনাল্ডোকে ছাড়াই বিশ্ব ফুটবলের সেরা পুুরস্কার প্রদান অনুষ্ঠান হতে চলেছে।
কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েও বাদ মেসি
গত কয়েক বছরে আর্জেন্টিনার হয়ে অসাধারণ সাফল্য পেয়েছেন মেসি। ২০২১ সালে কোপা আমেরিকা জেতার পর ২০২২ সালে বিশ্বকাপ জেতেন এই তারকা। তিনি এবার ফের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছেন। কিন্তু তারপরেও ব্যালন ডি'অরের প্রাথমিক তালিকায় নেই মেসি। তাঁর বাদ পড়া আশ্চর্যজনক ঘটনা। রোনাল্ডোর বাদ পড়াও খুব একটা সঙ্গত নয়। সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন রোনাল্ডো। তিনি গত মরসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৫৪ গোল করেছেন। কিন্তু তারপরেও বিশ্বসেরা ফুটবলারদের মধ্যে নেই রোনাল্ডো।
ব্যালন ডি'অর জিতবেন এমবাপে?
এবার ব্যালন ডি'অরের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপে, টনি ক্রুস, ভিনিসিয়াস জুনিয়র, আর্লিং হ্যালান্ডের মতো তারকারা। ফলে এবার ব্যালন ডি'অরের লড়াই অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Ballon d'Or 2023: অষ্টম ব্যালন ডি'অর, সবার ধরাছোঁয়ার বাইরে লিওনেল মেসি
Ronaldinho Gaúcho: পরের বিশ্বকাপে খেলতে পারবেন মেসি-রোনাল্ডো, আশাবাদী রোনাল্ডিনহো