নিজেকে সেরা ফুটবলার ঘোষণা, লিওনেল মেসিকে খাটো করে দেখালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!
গত দুই দশকে বিশ্বের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বুধবার ৪০ বছর পূর্ণ করলেন সৌদি প্রো লিগের দল আল-নাসরের তারকা রোনাল্ডো। এই বিশেষ দিনে তিনি নিজেকেই সেরা ফুটবলার বলে দাবি করেছেন।
৪০ বছর বয়স পূর্ণ করে নিজেকেই বিশ্ব ফুটবলের ইতিহাসে সেরা খেলোয়াড় বলে দাবি করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি বলেছেন, ‘আমার মনে হয়, আমিই সর্বকালের সবচেয়ে কমপ্লিট ফুটবলার। অনেকে হয়তো মেসি, মারাদোনা, পেলেকে পছন্দ করতে পারে। আমি ওদের মতামতকে শ্রদ্ধা করি। তবে আমিই সবচেয়ে কমপ্লিট ফুটবলার।’
210
জন্মদিনে পেলে-মারাদোনা-মেসিকে খাটো করে দেখাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো স্বীকার করেছেন, অনেকেই তাঁর চেয়ে লিওনেল মেসিকে এগিয়ে রাখেন। কিন্তু তিনি পেলে, দিয়েগো মারাদোনা, লিওনেল মেসিকে নিজের চেয়ে পিছিয়েই রাখছেন।
310
স্পেনের সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজেকে সর্বকালের সেরা বলে দাবি করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেছেন, ‘আমিই ফুটবলের ইতিহাসে সেরা খেলোয়াড়। ফুটবলের ইতিহাসে আমার চেয়ে ভালো কাউকে দেখিনি। আমি হৃদয় থেকে এই সত্য কথা বলছি।’
410
লিওনেল মেসির সঙ্গে কোনওদিনই সম্পর্ক খারাপ ছিল না, দাবি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দাবি করেছেন, গত ১৫ বছরে লিওনেল মেসির সঙ্গে তাঁর সম্পর্ক কোনওদিনই খারাপ ছিল না।
510
মাঠের বাইরে লিওনেল মেসিকে সাহায্য করেছেন, গোপন কথা জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
লিওনেল মেসি সম্পর্কে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেছেন, ‘আমার সঙ্গে মেসির কোনওদিনই খারাপ সম্পর্ক ছিল না। আমরা ১৫ বছর ধরে বিভিন্ন পুরস্কার ভাগ করে নিয়েছি। আমরা ভালোভাবেই কথা বলেছি। আমার মনে আছে, ওর বক্তব্য ইংরাজিতে অনুবাদ করে দিতাম। তা মজার ব্যাপার ছিল।’
610
লিওনেল মেসির সঙ্গে কোনওদিন একই দলে খেলেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বরাবর তাঁদের লড়াই হয়েছে
লিওনেল মেসি সম্পর্কে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আরও বলেছেন, ‘ও নিজের ক্লাবের হয়ে লড়াই করত, আমি নিজের দলকে রক্ষা করার চেষ্টা করতাম। ও নিজের জাতীয় দলের খেলে আর আমি আমার। আমরা একে অপরের সম্পর্কে মতামত প্রকাশ করেছি। একসময় সব প্রতিযোগিতায় খেলতে চাইত ও। আমিও সেটাই চাইতাম। আমাদের মধ্যে স্বাস্থ্যকর লড়াই হত।’
710
আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোল করা নিয়ে গর্বিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
নিজেকে সেরা বলে দাবি করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেছেন, ‘কিছু বিষয়ের কোনও অর্থ থাকে না। গোলদাতা অর্থ কী? যে গোলে বল পাঠায়।’
810
নিজেকে কেন সর্বকালের সেরা ফুটবলার বলছেন, তা ব্যাখ্যা করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বলেছেন, ‘আমিই সবচেয়ে কমপ্লিট ফুটবলার। আমি ফুটবলের সবকিছুই করি। আমি ভালো হেড দিই। আমি ভালো ফ্রি-কিক নিই। আমার বাঁ পা ভালো চলে, ডান পা ভালো চলে। আমি শক্তিশালী।’
910
নিজেকে সেরা বললেও, এখনও বিশ্বকাপ জিততে পারেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
পেলে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপ জিতেছেন। দিয়েগো মারাদোনা ১৯৮৬ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতেন। লিওনেল মেসি ২০২২ সালে আর্জেন্টিনাকে তৃতীয়বার বিশ্বকাপ জেতান। কিন্তু ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এখনও বিশ্বকাপ জিততে পারেননি।
1010
২০২৬ সালে বিশ্বকাপ খেলেই হয়তো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
২০২২ সালের বিশ্বকাপে পর্তুগালের তৎকালীন প্রধান কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে বর্তমান কোচের সঙ্গে কোনও সমস্যা নেই। ফলে ২০২৬ সালের বিশ্বকাপে খেলতে পারেন এই তারকা ফুটবলার।