ইংরাজি নতুন বছরেও অসাধারণ ফর্ম অব্যাহত, গোল করে আল-নাসরকে জেতালেন রোনাল্ডো

Published : Jan 11, 2025, 01:49 AM IST

নতুন বছরের প্রথম গোলের মাধ্যমে ফুটবল ইতিহাসে এক অভূতপূর্ব রেকর্ড গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি প্রো লিগে আল-আখদৌদের বিপক্ষে আল-নাসরের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।

PREV
17
ইংরাজি নতুন বছরের শুরুটা দুর্দান্তভাবে করলেন আল-নাসরের তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সৌদি প্রো লিগে আল-আখদৌদের বিপক্ষে ৩-১ গোলে জয়ের পর আনন্দ প্রকাশ করেছেন কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ইনস্টাগ্রামে ৩৯ বছর বয়সী এই তারকা লিখেছেন, “নতুন বছর শুরু করার সেরা উপায়।”

27
পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল-নাসরের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন

আল-নাসরের অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জন্য নতুন বছরের শুরুটা দারুণ হল। আল-আখদৌদের বিপক্ষে ৩-১ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল-নাসরকে ২-১ গোলে এগিয়ে নিয়ে যান এই তারকা।

37
আল-নাসরের হয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশাপাশি অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন সাদিও মানে

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোল এবং সাদিও মানের জোড়া গোলের সুবাদে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে আল-নাসর। ১৪ ম্যাচে আল-নাসরের পয়েন্ট ২৮।

47
এবারের সৌদি প্রো লিগে খেতাবের লড়াই জমে উঠেছে, উপরের দিকেই আছে আল-নাসর

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, সাদিও মানে আল-নাসরকে সৌদি প্রো লিগ চ্যাম্পিয়ন করার লক্ষ্যে।

57
পেশাদার কেরিয়ারে পরপর ২৪ বছর গোল, অভিনব রেকর্ড ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

নতুন বছরের প্রথম গোলের মাধ্যমে ফুটবল ইতিহাসে এক অভূতপূর্ব রেকর্ড গড়লেন রোনাল্ডো। টানা ২৪-তম বছরে গোল করলেন ৩৯ বছর বয়সি এই তারকা।

67
২০০২ সাল থেকে এখনও পর্যন্ত যত ক্লাবের হয়ে খেলেছেন, প্রতি বছরই গোল করেছেন রোনাল্ডো

২০০২ সালে স্পোর্টিং লিসবনের হয়ে মোরেইরেন্সের বিপক্ষে জোড়া গোল করেছিলেন রোনাল্ডো। এরপর থেকে প্রতি বছরই গোল করে আসছেন তিনি।

77
চলতি সৌদি প্রো লিগে সর্বাধিক গোল করার দৌড়ে আছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

চলতি সৌদি প্রো লিগে ১৩ ম্যাচে ১১ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর আগে আছেন আল-হিলালের আলেকজান্ডার মিত্রোভিচ। তিনি ১২ গোল করেছেন।

click me!

Recommended Stories