বিশ্ব ফুটবলে ৯০০ গোল তাঁর দখলে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরে উদযাপন এবং বিশেষ সম্মান

Published : Sep 14, 2024, 07:30 PM IST
Cristiano Ronaldo

সংক্ষিপ্ত

রেকর্ড আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) যেন একে অপরের পরিপূরক। সম্প্রতি বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ৯০০টি গোল করে কার্যত মাইলস্টোন স্পর্শ করেছেন পর্তুগিজ কিংবদন্তী।

রেকর্ড আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo) যেন একে অপরের পরিপূরক। সম্প্রতি বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে ৯০০টি গোল করে কার্যত মাইলস্টোন স্পর্শ করেছেন পর্তুগিজ কিংবদন্তী।

আর এরপর তিনি যাত্রা শুরু করেছেন ১০০০ গোলের দিকে। আন্তর্জাতিক জার্সিতে ফুল ফোটানোর পর, ক্লাব ফুটবলে এক অভিনব সংবর্ধনা অপেক্ষা করে ছিল রোনাল্ডোর (Ronaldo) জন্য। আল নাসেরের হয়ে মাঠে ফেরার সঙ্গে সঙ্গেই একেবারে রাজকীয় আতিথেয়তা পেলেন তিনি।

প্রসঙ্গত, সৌদি আরবের ক্লাব আল নাসেরের জার্সিতেও অসংখ্য গোল করেছেন রোনাল্ডো। বলা যায়, তাঁর আগমনের সূত্র ধরেই সৌদি ফুটবলে একের পর এক ইউরোপীয় তারকাদের আগমন ঘটেছে। ইতিমধ্যেই সৌদি প্রো-লিগের (Saudi Pro-League) লড়াইতে নেমে পড়েছে রোনাল্ডো এবং তাঁর দল।

এরই মাঝে আন্তর্জাতিক ফুটবলে পর্তুগালের (Portugal) জার্সিতে নামেন তিনি। সেখানেই ৯০০ তম গোলটি করে ইতিহাস গড়েন ‘সিআর৭’ (CR7)। তবে আল আহলির বিরুদ্ধে এই ম্যাচে জয় পায়নি আল নাসের। প্রথমে যদিও কেসির গোলে এগিয়ে গিয়েছিল আল আহলি।

কিন্তু একেবারে শেষমুহূর্তে আত্মঘাতী গোলে সমতা ফেরায় আল নাসের। একাধিক গোলমুখী শট মারতে থাকেন তারা। আর তাতেই বাজিমাৎ। যদিও গোল পাননি রোনাল্ডো।

এদিকে আল নাসেরের হয়ে মাঠে নামতেই তাঁর হাতে তুলে দেওয়া হয় একটি বিশেষ জার্সি। যেখানে লেখা ছিল ‘GOAT’। সাধারণত যার অর্থ হল, Greatest of All Time বা সর্বকালের সেরা। আর ঠিক তার নিচে লেখা ৯০০ গোল।

কিন্তু তাতেই শেষ নয়, গ্যালারিতেও ছিল রোনাল্ডোর জন্য টিফো। সেখানেও কিংবদন্তী ফুটবলারের সঙ্গে ঐতিহাসিক ৯০০ গোলের কৃতিত্বের কথা বলা হয়েছে। এ যেন সত্যিই রাজকীয় সংবর্ধনা। কারণ, তিনি রোনাল্ডো।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?