খুশির খবর 'এলএম১০' ভক্তদের জন্য, গোড়ালির চোট সারিয়ে মাঠে ফিরছেন লিওনেল মেসি

Published : Sep 14, 2024, 06:59 PM IST
Lionel Messi Argentina

সংক্ষিপ্ত

মাঠে ফিরছেন মেসি (Messi)। চোট সারিয়ে প্রায় ২ মাস পর মাঠে ফিরতে চলেছেন লিওনেল মেসি (Lionel Messi)।

মাঠে ফিরছেন মেসি (Messi)। চোট সারিয়ে প্রায় ২ মাস পর মাঠে ফিরতে চলেছেন লিওনেল মেসি (Lionel Messi)।

কলম্বিয়ার বিরুদ্ধে কোপা আমেরিকা ফাইনালে (Copa America Final) গোড়ালিতে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন আর্জেন্টিনা (Argentina) অধিনায়ক। তবে পুনরায় তাঁর মাঠে ফেরার কথা আগেই জানান ইন্টার মায়ামির (Inter Miami FC) কোচ জেরার্ডো মার্টিনো।

জানা যাচ্ছে, চোট সারিয়ে পুরোপুরি ম্যাচ ফিট হয়ে গেছেন মেসি। বৃহস্পতিবার থেকে স্বাভাবিক অনুশীলনও শুরু করেছেন ক্লাবের সতীর্থদের সঙ্গে। উল্লেখ্য শনিবার, মায়ামির খেলা রয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে।

সেই ম্যাচে মেসিকে খেলানোর পরিকল্পনা রয়েছে কোচের। সবকিছু ঠিকঠাক চললে সেটাই হতে চলেছে। শুক্রবার, সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মিয়ামি কোচ জানিয়েছেন, “এইমুহূর্তে মেসি একদম ঠিক আছে। ও আমাদের শনিবারের পরিকল্পনাতেই রয়েছে। তবে মেসিকে ঠিক কীভাবে ব্যবহার করা হবে, সেটা ম্যাচের আগে আমরা ভাবব। তবে ও মাঠে নামার জন্য সম্পূর্ণ প্রস্তুত।”

গত ১৪ জুলাই, কোপা আমেরিকা ফাইনালে চোট পেয়েছিলেন মেসি। এরপর মাঠ থেকে বেরিয়ে বেঞ্চে বসে তাঁকে কাঁদতেও দেখা যায়। মাঠে থেকে দলকে চ্যাম্পিয়ন করতে না পারার হতাশায় রীতিমতো ভেঙে পড়েছিলেন ‘এলএম১০’ (LM10)। আর তারপর থেকেই মাঠের বাইরে ছিলেন তিনি।

ক্লাবের হয়ে খেলতে পারেনি মোট ৮টি ম্যাচ। আর্জেন্টিনাও আগামী ২০২৬ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের একাধিক ম্যাচে পায়নি অধিনায়ককে। তবে এবার তাঁর মাঠে ফেরার খবর যথেষ্ট স্বস্তি দেবে ফুটবলপ্রেমীদের।

কার্যত, ২ মাস পর মাঠে ফিরতে চলেছেন তিনি। চোটের জন্য দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর, ফের চোট সারিয়ে ফুটবলের ময়দানে তিনি। আর এই খবরে খুশি মেসিভক্তরাও।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?