কাদিরির গুরুতর চোট! তাই মহামেডানে আসছেন নতুন বিদেশি, চেনেন এই পর্তুগিজ তারকাকে?

মহামেডানে (Mohammedan Sporting Club) নতুন বিদেশি। এবার জেমি ম্যাকলারেনের সতীর্থ আসতে চলেছেন সাদাকালো ব্রিগেড।

মহামেডানে (Mohammedan Sporting Club) নতুন বিদেশি। এবার জেমি ম্যাকলারেনের সতীর্থ আসতে চলেছেন সাদাকালো ব্রিগেড।

আইএসএল-এর (ISL 2024-25) জন্য নুনো রুইজকে (Nuno Reis) দলে নিতে চলেছে তারা। পর্তুগিজ তারকা রুইজকে নিয়ে আসা হচ্ছে মহম্মদ কাদিরির পরিবর্তে। কারণ, ডিফেন্সিভ মিডিও কাদিরি প্রাক্-মরশুম প্রস্তুতি চলাকালীন চোট পেয়ে দীর্ঘদিনের জন্য মাঠের বাইরে চলে গেছেন।

Latest Videos

তাই তাঁর পরিবর্তে রুইজকে উড়িয়ে আনা হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতায় আসার কথা তাঁর। জানা যাচ্ছে, এক বছরের চুক্তিতে পর্তুগালের তারকাকে দলে নিয়েছে মহমেডান স্পোর্টিং ফুটবল দল। ক্লাব সূত্রে খবর, তাঁর সঙ্গে ইতিমধ‌্যেই চুক্তি সেরে ফেলেছে ক্লাব।

ভিসার প্রক্রিয়া সঠিক সময়ে শেষ হলে, আগামী ১৬ সেপ্টেম্বর নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মহমেডানের প্রথম ম‌্যাচের আগেই কলকাতায় চলে আসার কথা রুইজের। আইএসএল-এর প্রথম থেকেই মাঠে নামার কথা রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দেশের তারকার।

আরও পড়ুনঃ

ISL: টগবগ করে ফুটছে সাদকালো ব্রিগেড, আইএসএল-এর আগে নয়া জার্সি উন্মোচন মহামেডানের

উল্লেখ্য, মোহনবাগান তারকা জেমি ম্যাকলারেনের সঙ্গে একই ক্লাবে খেলেছেন মহামেডানের এই নতুন ডিফেন্সিভ মিডফিল্ডার। তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু স্পোর্টিং লিসবন থেকে। যে ক্লাবে খেলে নিজের ফুটবলজীবন শুরু করেছিলেন স্বয়ং ‘সিআর৭’-ও।

এরপর লিসবন থেকে অস্ট্রেলিয়ার এ-লিগে খেলতে আসেন রুইজ। তারপর সেখানেই মেলবোর্ন সিটি ক্লাবে ম্যাকলারেনের সঙ্গে খেলেন তিনি। মূলত, ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও রাইট-ব‌্যাক এবং সেন্টার-ব‌্যাক পজিশনেও খেলতে যথেষ্ট পটু এই পর্তুগিজ তারকা।

প্রসঙ্গত, চলতি বছরেই প্রথমবার আইএসএলে খেলতে নামবে মহামেডান। স্বভাবতই, তাঁকে নিয়ে যথেষ্ট উৎসাহ বাড়ছে সাদাকালো সমর্থকদের মধ্যে। সেইসঙ্গে, দলের কোচ আন্দ্রে চেরনিশভও যথেষ্ট আশাবাদী গোটা দলকে নিয়ে। তাঁর কথায়, “ছেলেদের মধ্যে কোনও নেতিবাচক মনোভাব নেই। আইএসএল অনেক বড় মঞ্চ, আর প্রথম ম্যাচ সবসময়ই স্পেশ্যাল। কিন্তু আমরা আত্মবিশ্বাসী। পুরো দল হোমওয়ার্ক করেই মাঠে নামবে।”

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia