
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসর?
খুব তাড়াতাড়ি পেশাদার ফুটবল থেকে অবসর নিতে পারেন। এমনই ইঙ্গিত দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি জানিয়েছেন, ফুটবলের বাইরে জীবনের অন্য সব দিক নিয়ে ভাবছেন। সবসময় ম্যাচ, অনুশীলন নিয়ে ব্যস্ত থাকায় পরিবারকে বেশি সময় দিতে পারেন না। এবার পরিবারের কথা ভেবেই পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন এই কিংবদন্তি। তবে তিনি কবে অবসর নেবেন, সে বিষয়ে কিছু জানাননি।
আল-নাসরের হয়ে কতদিন খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো?
চলতি বছরেই আল-নাসর এফসি-র সঙ্গে নতুন করে দু'বছরের চুক্তি করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে ৪২ বছর বয়স পর্যন্ত তাঁর এই ক্লাবের হয়ে খেলার কথা। সেই চুক্তির মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত সৌদি আরবের এই ক্লাবের হয়ে পর্তুগালের মহাতারকা খেলবেন কি না, সে বিষয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
১,০০০ গোলের পথে রোনাল্ডো
বিভিন্ন ক্লাব ও পর্তুগালের জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ৯৫২ গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনিই ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি গোলদাতা হয়ে ওঠার লক্ষ্যে খেলতে নেমেছেন। এই কিংবদন্তি প্রকাশ্যে জানিয়েছেন, ১,০০০ গোল করাই তাঁর লক্ষ্য। সেই লক্ষ্যপূরণ করার আগে হয়তো অবসর নেবেন না রোনাল্ডো।
সন্তানদের সঙ্গে সময় কাটাতে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মর্গ্যানকে দেওয়া সাক্ষাৎকারে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়েছেন, তিনি এবার সন্তানদের সঙ্গে বেশি সময় কাটাতে চাইছেন। সেই কারণেই পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ভাবছেন। সন্তানদের ভালোভাবে বড় করে তোলাই তাঁর লক্ষ্য। পেশাদার ফুটবলের সঙ্গে যুক্ত থাকার কারণে তাঁর পক্ষে পরিবারকে বেশি সময় দেওয়া সম্ভব হয় না। এ কথা ভেবেই তিনি সরে যেতে চাইছেন।
অবসর নিয়ে পরিকল্পনা তৈরি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর
পেশাদার ফুটবল থেকে অবসরের প্রশ্নে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জানিয়েছেন, ‘আমার পক্ষে অবসর নেওয়া খুব কঠিন। তবে আমি তৈরি হয়ে যাব। আমার যখন ২৫, ২৬, ২৭ বছর বয়স ছিল, তখন থেকেই আমি ভবিষ্যৎ নিয়ে ভাবছি। আমি অবসরের চাপ সামাল দিতে পারব। ফুটবলে গোল করলে যে উত্তেজনা হয়, তার সঙ্গে কোনও কিছুরই তুলনা হয় না। তবে আমি এবার শীঘ্রই অবসর নেওয়ার কথা ভাবছি।’
অবসর সময়ের কথা ভাবছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
পেশাদার ফুটবল থেকে অবসর প্রসঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আরও বলেছেন, ‘যা কিছু শুরু হয়, সে সবেরই শেষ আছে। আমি এবার নিজেকে আরও সময় দিতে চাই। একইসঙ্গে পরিবারকেও বেশি সময় দিতে চাই। আমার সন্তানদের ভালোভাবে বড় করে তোলার জন্য আরও সময় দিতে চাই।’