এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু: হতাশ গোয়ার ফুটবলপ্রেমীরা, খেলতে এলেন না রোনাল্ডো

Published : Oct 21, 2025, 11:55 AM IST

FC Goa vs Al-Nassr FC: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে (AFC Champions League Two) আল-নাসর এফসি-র বিরুদ্ধে হোম ম্যাচ নিয়েই সবচেয়ে বেশি উৎসাহ ছিল এফসি গোয়ার সমর্থকদের। কিন্তু সেই ম্যাচের আকর্ষণ অনেকটাই কমে গেল।

PREV
16
কাছাকাছি সময়ে ভারতে ম্যাচ খেলতে আসার কথা ছিল মেসি-রোনাল্ডোর, কিন্তু সেটা হচ্ছে না

ভারতে আসছেন না রোনাল্ডো

আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে কেরলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আসার কথা ছিল লিওনেল মেসির। কিন্তু সেই ম্যাচ সম্ভবত হচ্ছে না। এবার জানা গেল, আল-নাসর এফসি-র হয়ে এফসি গোয়ার বিরুদ্ধে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ খেলতে আসছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফলে কেরল ও গোয়ার ফুটবলপ্রেমীদের হতাশ হতে হচ্ছে। ভারতে মেসি ও রোনাল্ডোর খেলা দেখার সুযোগ পাওয়া যাচ্ছে না।

26
এফসি গোয়া ও এদেশের ফুটবলপ্রেমীদের শত অনুরোধেও কান দিলেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

অনুরোধে সাড়া দিলেন না রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যাতে ভারতে খেলতে আসেন, তার জন্য এফসি গোয়ার পক্ষ থেকে আল-নাসর এফসি ও এই মহাতারকাকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছিল। গোয়ার ফুটবলপ্রেমীরাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রোনাল্ডোর কাছে ভারতে খেলতে আসার জন্য অনেক অনুরোধ করেছিলেন। কিন্তু এত অনুরোধের পরেও ভারতে খেলতে না আসার সিদ্ধান্ত নিলেন রোনাল্ডো। তিনি এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ এড়িয়ে গেলেন।

36
বুধবারের ম্যাচ খেলার জন্য ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই গোয়ায় পৌঁছে গিয়েছে আল-নাসর এফসি

বুধবার এফসি গোয়া-আল-নাসর এফসি ম্যাচ

বুধবার ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে গ্রুপ ডি-র ম্যাচে আল-নাসর এফসি-র মুখোমুখি হচ্ছে এফসি গোয়া। এই ম্যাচ খেলার জন্য ইতিমধ্যেই গোয়ায় পৌঁছে গিয়েছে আল-নাসর এফসি দল। তবে দলের সঙ্গে আসেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে ছাড়াই এই ম্যাচ খেলতে নামছে আল-নাসর এফসি। ফলে এফসি গোয়ার ফুটবলাররা দেশের মাটিতে রোনাল্ডোর বিরুদ্ধে খেলার সুযোগ পাচ্ছেন না।

46
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ছাড়াই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে খেলছে আল-নাসর এফসি

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে পরপর জয় আল-নাসরের

চলতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে গ্রুপ ডি-তে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে আল-নাসর এফসি। এই দুই ম্যাচেই খেলেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁকে ছাড়াই জয় পেয়েছে সৌদি আরবের এই ক্লাব। পরের ম্যাচগুলিতে রোনাল্ডো খেলবেন কি না স্পষ্ট নয়। তবে তিনি না খেললেও, এই টুর্নামেন্টের নক-আউটে পৌঁছে যেতে পারে আল-নাসর। তবে এশিয়ার সেরা ক্লাবের তকমা পেতে হলে রোনাল্ডোকে দরকার হতে পারে আল-নাসরের।

56
আল-নাসর এফসি-র সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ীই গোয়ায় খেলতে এলেন না রোনাল্ডো

চুক্তি অনুযায়ী গোয়া সফর এড়ালেন রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে আল-নাসর এফসি-র চুক্তি অনুযায়ী, এই মহাতারকা চাইলে সৌদি আরবের বাইরে যে কোনও জায়গায় ম্যাচে না-ও খেলতে পারেন। এই চুক্তির কারণেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে অ্যাওয়ে ম্যাচ এড়িয়ে যাচ্ছেন রোনাল্ডো। গত মরসুমেও তিনি এই টুর্নামেন্টে অ্যাওয়ে ম্যাচগুলিতে খেলেননি। এবারও একই পরিকল্পনা নিয়ে খেলছেন এই তারকা। তিনি গোয়ায় খেলতে এলেন না।

66
আগামী বছরের বিশ্বকাপের আগে ওয়ার্কলোড কমাতে চাইছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট

২০২৬ সালেই সম্ভবত শেষবার বিশ্বকাপে খেলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি এখনও পর্তুগালকে বিশ্বকাপ জেতাতে পারেননি। আগামী বছর দলকে চ্যাম্পিয়ন করতে মরিয়া এই তারকা। সেই কারণেই তিনি আল-নাসর এফসি-র হয়ে বেছে বেছে ম্যাচ খেলছেন। ফিটনেসের পাশাপাশি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের উপর জোর দিচ্ছেন রোনাল্ডো। বিশ্বকাপের সময় সেরা ফর্মে থাকাই তাঁর একমাত্র লক্ষ্য।

Read more Photos on
click me!

Recommended Stories