News Round-up: শিল্ড ফাইনালে মোহনবাগান থেকে ভারতের অস্ট্রেলিয়া সফর, সারাদিনের খবর এক ক্লিকে

Published : Oct 15, 2025, 08:53 PM IST
Round-up

সংক্ষিপ্ত

News Round-up: সারাদিনের সেরা খবর, সারাদিনের বাছাই করা খবর, যা না পড়লেই নয়। আজকের সেরা পাঁচটি খবরে নজর বুলিয়ে নিন এক মিনিটে। একটা ক্লিকেই সারা দুনিয়ার সেরা খবর পেয়ে যান এশিয়ানেট বাংলার নিউজ রাউন্ড-আপে।

১. ইস্টবেঙ্গল আগেই আইএফএ শিল্ড ফাইনালে পৌঁছে গিয়েছিল। এবার মোহনবাগান সুপার জায়ান্টও ফাইনালে পৌঁছে গেল। বুধবার গ্রুপ লিগের ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে ২-০ হারিয়ে দিল সবুজ-মেরুন ব্রিগেড। শনিবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে শিল্ড ফাইনালে কলকাতা ডার্বি। বুধবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সমর্থকদের বিক্ষোভে লাঠিচার্জ করে পুলিশ। একাধিক সমর্থক আহত হয়েছেন। ম্যানেজমেন্টের বিরুদ্ধে সরব মোহনবাগান সমর্থকরা।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- IFA Shield 2025: ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে ফাইনালে মোহনবাগান, ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বির লড়াই

২. বুধবার অস্ট্রেলিয়া সফরে রওনা হলেন বিরাট কোহলি, রোহিত শর্মা, শুবমান গিল, শ্রেয়াস আইয়াররা। এদিন তাঁরা নয়াদিল্লি থেকে পারথের উড়ান ধরেন। টিম হোটেল থেকে বিমানবন্দরে রওনা হওয়ার সময় টিম বাসে বিরাটের সঙ্গে আলিঙ্গন করেন রোহিত। তাঁকে জড়িয়ে ধরেন শুবমান। তিনি বিরাট, শ্রেয়াসের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন। রবিবার ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের প্রথম ম্যাচ।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- ভারতের অস্ট্রেলিয়া সফর: বিরাটকে দেখতে পেয়েই কুর্ণিশ রোহিতের, টিম বাসে আলিঙ্গন, ভাইরাল ভিডিও

৩. কালীপুজোর আগে বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষা। আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণ আন্দামান সাগরে ইন্দিরা পয়েন্টের কাছে বঙ্গোপসাগরে একটি অতি শক্তিশালী নিম্নচাপ তৈরি হলেও, তার ফলে বাংলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, পুদুচেরিতে বৃষ্টি হতে পারে। ফলে বাংলার মানুষকে আপাতত বৃষ্টির জন্য সমস্যায় পড়তে হচ্ছে না।

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- এখনই যাচ্ছে না বর্ষা? ফের ঘনাবে কালো মেঘ! শীত আসার আগে কবে থেকে শুরু হচ্ছে বৃষ্টি?

৪. ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে সঙ্গ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগে কলকাতার মিন্টো পার্ক থেকে ১৭ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে ১৬ জন মহিলা। ইলেকট্রনিক গ্যাজেট, স্ক্রিপ্ট, ব্যাঙ্ক সংক্রান্ত নথি, রেজিস্টার বাজেয়াপ্ত করা হয়েছে। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- শহরে ফের ডেটিং অ্যাপ চক্রের পর্দা ফাঁস, পুলিশি অভিযানে গ্রেফতার ১৭

৫. পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। দু'পক্ষই একে-অপরের ক্ষতি করেছে বলে দাবি করেছে। আফগানিস্তানের তালিবান যোদ্ধারা পাকিস্তানি সেনার বিরুদ্ধে লড়াই করছে। পাল্টা পাক সেনা দাবি করেছে, তাদের আক্রমণের মুখে পিছু হঠতে বাধ্য হয়েছে তালিবান যোদ্ধারা। 

বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন- অশান্ত আফগান সীমান্ত! কুররামে পাক বাহিনী ও আফগান তালিবানের মধ্যে নতুন করে সংঘর্ষ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?
সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের