India Tour of Australia 2025: বুধবার অস্ট্রেলিয়া সফরে রওনা হলেন ভারতীয় ক্রিকেটাররা। রবিবার শুরু ওডিআই সিরিজ। এই সিরিজের প্রধান আকর্ষণ বিরাট কোহলি (Virat Kohli) ও রোহিত শর্মা (Rohit Sharma)।

DID YOU
KNOW
?
বিরাট-রোহিতের শেষ সফর?
বিরাট কোহলি ও রোহিত শর্মা শেষবার অস্ট্রেলিয়া সফরে রওনা হলেন। এমনকী, জাতীয় দলের হয়ে এটাই তাঁদের শেষ সিরিজ বলেও জল্পনা চলছে।

India vs Australia: অস্ট্রেলিয়া সফরে রওনা হল ভারতীয় দল। বুধবার নয়াদিল্লি (New Delhi) থেকে পারথের (Perth) উড়ান ধরলেন বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma), শুবমান গিল (Shubman Gill), শ্রেয়াস আইয়াররা (Shreyas Iyer)। এদিন হোটেল থেকে বিমানবন্দরে যাওয়ার সময় ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সৌজন্যের ছবি দেখা যায়। বাসে ওঠার আগে বিরাটকে দেখতে পেয়েই মাথা ঝুঁকিয়ে কুর্ণিশ করেন রোহিত। এরপর তিনি বাসে উঠে বিরাটকে আলিঙ্গন করেন। বাসে ওঠার আগে রোহিতকে আলিঙ্গন করেন শুবমান। এরপর তিনি বাসে উঠে বিরাট, শ্রেয়াসের সঙ্গে সৌজন্য বিনিময় করেন। বিসিসিআই-এর (BCCI) পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ভিডিও শেয়ার করা হয়েছে। তারকা ক্রিকেটারদের পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন দেখে ক্রিকেটপ্রেমীরা মুগ্ধ।

প্রাক্তন অধিনায়কদের প্রতি শ্রদ্ধাশীল শুবমান

রোহিতের অবসরের পর টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন। রোহিত দলে থাকা সত্ত্বেও শুবমানকে ওডিআই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুবমান। ফলে দলের সাধারণ খেলোয়াড় হিসেবেই অস্ট্রেলিয়া সফরে (India Tour of Australia 2025) রওনা হলেন রোহিত ও বিরাট। শুবমান বুঝিয়ে দিয়েছেন, তিনি দুই প্রাক্তন অধিনায়কের প্রতি শ্রদ্ধাশীল। ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপে (2027 ICC Men's Cricket World Cup) রোহিত ও বিরাটকে দলে চাইছেন শুবমান। তবে তিনি এই দুই তারকাকে দলে পাবেন কি না স্পষ্ট নয়। সবকিছুই বিসিসিআই ও টিম ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে।

Scroll to load tweet…

৭ মাস পর জাতীয় দলে রোহিত-বিরাট

চলতি বছরের মার্চে রোহিতের নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy 2025) জেতে ভারতীয় দল। এরপর আইপিএল-এ (IPL 2025) খেললেও, আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন রোহিত ও বিরাট। এরই মধ্যে তাঁরা টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করে দেন। এবার শুধু ওডিআই সিরিজে খেলার জন্য অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন এই দুই তারকা ক্রিকেটার। তাঁদের নিয়ে ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়াতেও উৎসাহ দেখা যাচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।