আইএফএ শিল্ড ২০২৫ ফাইনাল: কলকাতা ডার্বিতে শুরু থেকেই ইস্টবেঙ্গল দলে জাপানি স্ট্রাইকার?

Published : Oct 15, 2025, 05:43 PM ISTUpdated : Oct 15, 2025, 06:00 PM IST
Hiroshi Ibusuki

সংক্ষিপ্ত

Hiroshi Ibusuki: ইস্টবেঙ্গল ক্লাবের (East Bengal FC) পুরুষ ফুটবল দলের ইতিহাসে চতুর্থ জাপানি ফুটবলার হিসেবে যোগ দিয়েছেন হিরোশি ইবুসুকি। তবে তিনি এখনও পর্যন্ত কোনও ম্যাচ খেলেননি। শনিবার লাল-হলুদ জার্সিতে তাঁর অভিষেক হতে পারে।

DID YOU KNOW ?
শনিবার কলকাতা ডার্বি
শনিবার চলতি মরসুমে তৃতীয় কলকাতা ডার্বি হতে চলেছে। কলকাতা ফুটবল লিগ ও ডুরান্ড কাপে জয় পেয়েছে ইস্টবেঙ্গল।

East Bengal FC: শনিবার আইএফএ শিল্ড ফাইনালে (IFA Shield 2025 Final) মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan Super Giant) বিরুদ্ধে ইস্টবেঙ্গলের ভরসা হয়ে উঠতে পারেন নতুন জাপানি (Japanese) স্ট্রাইকার হিরোশি ইবুসুকি (Hiroshi Ibusuki)। তাঁকে শুরু থেকেই মাঠে নামিয়ে দিতে পারেন লাল-হলুদের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ (Óscar Bruzón Barreras)। কয়েকদিন আগে কলকাতায় পৌঁছে অনুশীলনে যোগ দিয়েছেন হিরোশি। তবে তাঁর ইন্টারন্যাশনাল ট্রান্সফার সার্টিফিকেট না আসা নিয়ে চিন্তায় ছিল লাল-হলুদ শিবির। এবার সেই চিন্তা দূর হয়েছে। ইস্টবেঙ্গলের হয়ে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছেন জাপানি তারকা। তাঁকে আইএফএ শিল্ডের জন্য নথিভুক্ত করেছে ইস্টবেঙ্গল। শনিবার নিশ্চিতভাবেই দলে থাকছেন এই স্ট্রাইকার। তবে তাঁকে প্রথম একাদশে রাখা হবে না পরিবর্ত ফুটবলার হিসেবে খেলানো হবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

শনিবার কলকাতা ডার্বি

বুধবার আইএফএ শিল্ডে গ্রুপ পর্যায়ে নিজেদের শেষ ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে (United Sports Club) ২-০ হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এর আগে মঙ্গলবারই ফাইনালে জায়গা করে নিয়েছে ইস্টবেঙ্গল। ফলে শনিবার ফাইনালে কলকাতা ডার্বি হতে চলেছে। এই ম্যাচ ঘিরে বাংলার ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা বাড়ছে। শনিবার সন্ধে ৬টায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মহারণ।

তারকা হয়ে উঠতে পারবেন হিরোশি?

অতীতে অনেক বিদেশি ফুটবলারই প্রথমবার কলকাতা ডার্বি (Kolkata Derby) খেলতে নেমে তারকা হয়ে উঠেছেন। অনেক বিদেশি ফুটবলারেরই কলকাতা ডার্বির মাধ্যমে ভারতীয় ফুটবলে অভিষেক হয়েছে। হিরোশিও হয়তো শনিবার খেলবেন। এই দীর্ঘদেহী স্ট্রাইকার সফল হবেন বলেই আশা লাল-হলুদ শিবিরের। হিরোশি ভারতীয় ফুটবলে আনকোরা। সবুজ-মেরুন রক্ষণ তাঁর সম্পর্কে বিশেষ কিছু জানে না। এরই সুযোগ নিতে চাইছেন অস্কার। তিনি ম্যাচের পরিস্থিতি অনুযায়ী জোড়া স্ট্রাইকারে চলে যেতে পারেন। হামিদ আহাদাদের (Hamid Ahadad) সঙ্গে হিরোশিকে খেলানো হতে পারে। কলকাতা ডার্বিতে গোল করে দলকে জেতাতে পারলে তারকা হয়ে উঠবেন হিরোশি

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ইস্টবেঙ্গলের ইতিহাসে চতুর্থ জাপানি ফুটবলার হিরোশি ইবুসুকি।
ইস্টবেঙ্গল ক্লাবের পুরুষ ফুটবল দলের ইতিহাসে চতুর্থ জাপানি ফুটবলার হিসেবে শনিবার প্রথম ম্যাচ খেলবেন হিরোশি ইবুসুকি।
Read more Articles on
click me!

Recommended Stories

Inter Miami vs Vancouver: মেসির জাদুতে ঐতিহাসিক এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির
East Bengal vs FC Goa: ফতোরদা স্টেডিয়ামে স্বপ্নের সমাধি লাল হলুদের, গোলশূন্য ম্যাচে টাইব্রেকারে হার এফসি গোয়ার কাছে