Sanju Samson: তাহলে কি সঞ্জু স্যামসন আসছেন কেকেআরে? দুই তরুণ তারকাকে ছেড়ে দিয়ে সঞ্জুকে দলে নেওয়ার চেষ্টা করছে তারা।
Sanju Samson: আইপিএলে দলবদলের বাজারে এখন জোর চর্চা সঞ্জু স্যামসনকে নিয়ে। তাহলে কি সঞ্জু স্যামসন আসছেন কেকেআরে? দুই তরুণ তারকাকে ছেড়ে দিয়ে সঞ্জুকে দলে নেওয়ার চেষ্টা করছে তারা।
শোনা যাচ্ছে, সঞ্জুকে অফার দিয়েছে কলকাতা নাইট রাইডার্স
চেন্নাই সুপার কিংসে যে সঞ্জু যোগ দিচ্ছেন না, তা একপ্রকার পরিষ্কার। এবার শোনা যাচ্ছে, দুই তরুণ তারকা ক্রিকেটারকে ট্রান্সফারের মাধ্যমে সঞ্জুকে দলে নেওয়ার চেষ্টা জোরদার করছে কলকাতা নাইট রাইডার্স। এমনটাই জানা যাচ্ছে একটি প্রতিবেদন থেকে। অলরাউন্ডার রমনদীপ সিং এবং অঙ্গকৃশ রঘুবংশী যেতে পারেন রাজস্থানে এবং তাদের বদলে সঞ্জু স্যামসন আসতে পারেন কেকেআরে।
তবে এটা ঠিক যে, এই দুজন সঞ্জুর সমতুল্য ক্রিকেটার নন। আর এটাই হয়ে গেছে রাজস্থান রয়্যালসের প্রধান সমস্যা। গত সিজনে কলকাতার হয়ে অভিষেক হওয়া অঙ্গকৃশ রঘুবংশী ব্যাটিংয়ে বেশ ভালো পারফর্ম করেছেন। রমনদীপ সিং আদতে একজন অলরাউন্ডার। এদিকে সঞ্জু স্যামসনকে দলে পেলে কলকাতা একজন ওপেনার, একজন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার এবং একজন অধিনায়ককেও দলে পাবে।

বর্তমানে কুইন্টন ডি কক এবং রহমানউল্লাহ গুরবাজ কলকাতার উইকেটকিপার এবং ওপেনার
রমনদীপ এবং অঙ্গকৃশ রঘুবংশীকে কলকাতা মাত্র সাত কোটি টাকায় কিনেছে। সুতরাং, ট্রান্সফার সম্ভব হলে সঞ্জুর ১৮ কোটি টাকার বাকি অর্থ কলকাতাকে নগদ দিতে হবে। এর আগে অবশ্য চেন্নাই সুপার কিংসও সঞ্জুকে দলে নিতে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু সঞ্জুর বদলে চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় অথবা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে চেয়ে বসেছিল রাজস্থান। আর তার ফলেই, আটকে যায় গোটা বিষয়টি।
আসলে এমএস ধোনির উত্তরসূরী হিসেবে চেন্নাই সুপার কিংস সঞ্জুকে দলে নিতে চেয়েছিল। আর ঋতুরাজ বর্তমানে চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক। উল্লেখ্য, গত সিজনে ঋতুরাজের অনুপস্থিতিতে ধোনি চেন্নাইকে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সিজনে ঋতুরাজই অধিনায়ক হিসেবে থাকবেন বলে ধোনি এবং চেন্নাই আগেই জানিয়ে দিয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


