Anwar Ali: মোহনবাগান সুপার জায়ান্টের নির্দেশ লঙ্ঘন, অনুশীলনে গরহাজির আনোয়ার আলি, এবার কী হবে?

Published : Jul 19, 2024, 02:29 PM ISTUpdated : Jul 19, 2024, 03:00 PM IST
Anwar Ali

সংক্ষিপ্ত

জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলিকে নিয়ে জটিলতা অব্যাহত। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের দ্বারস্থ হয়েছেন এই ডিফেন্ডার। তিনি স্পষ্ট করে দিয়েছেন, আর সবুজ-মেরুন জার্সি পরে খেলতে চান না।

কলকাতায় এলেন না, অনুশীলনেও যোগ দিলেন না। মোহনবাগান সুপার জায়ান্ট কর্তাদের নির্দেশকে গুরুত্ব দিলেন না আনোয়ার আলি। শুক্রবারের মধ্যে এই ডিফেন্ডারকে অনুশীলনে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অনুশীলনে যোগ না দিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। যে কয়েকদিন অনুশীলনে যোগ দেবেন না আনোয়ার, সেই দিনগুলিতে রোজ এক লক্ষ টাকা করে জরিমানা করা হবে বলে জানানো হয়। কিন্তু তারপরেও অনুশীলনে যোগ দিলেন না আনোয়ার। তিনি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে জানিয়ে দিয়েছেন, মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে আর খেলতে চান না। এই কারণেই অনুশীলনে যোগ দিলেন না আনোয়ার।

কী ব্যবস্থা নিতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট?

মোহনবাগান সুপার জায়ান্ট যদি আনোয়ারকে নো অবজেকশন সার্টিফিকেট না দেয়, তাহলে এই ডিফেন্ডারের পক্ষে অন্য দলে যোগ দেওয়া সম্ভব হবে না। তবে এআইএফএফ প্লেয়ার স্টেটাস কমিটি যদি আনোয়ারের পক্ষে রায় দেয়, তাহলে সবুজ-মেরুন কর্তাদের পক্ষে কিছু করা সম্ভব হবে না। ফিফা সবসময় ফুটবলারদের ইচ্ছাকে গুরুত্ব দেয়। সংশ্লিষ্ট ফুটবলার কোন দলে খেলতে চাইছেন, সেটাই গুরুত্ব পায়। আনোয়ারের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। ফলে সবুজ-মেরুনের পক্ষে আনোয়ারকে আটকে রাখা কঠিন।

ইস্টবেঙ্গলে যোগ দেবেন আনোয়ার?

ইস্টবেঙ্গলের চুক্তিতে আনোয়ারের সই করা নিয়েই সমস্যা শুরু হলেও, আপাতত এ বিষয়ে নীরব লাল-হলুদ শিবির। ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন, মোহনবাগান সুপার জায়ান্ট ও দিল্লি এফসি-র মধ্যে লড়াই চলছে। এর মধ্যে ইস্টবেঙ্গল নেই। আনোয়ার যদি সবুজ-মেরুন ম্যানেজমেন্টের কাছ থেকে এনওসি জোগাড় করতে পারেন, তাহলেই তিনি ইস্টবেঙ্গলে যোগ দিতে পারেন। না হলে পাঞ্জাব এফসি-তে যোগ দিতে পারেন এই ডিফেন্ডার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: অনুশীলনে মাদি তালাল, এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু, ডুরান্ড কাপের প্রস্তুতিতে ইস্টবেঙ্গল

Kolkata Derby: 'বড় ম্যাচের টেম্পারামেন্ট নিতে পারে না,' কলকাতা ডার্বি জিতে রেফারি প্রাঞ্জলকে তোপ দেবব্রত সরকারের

Kolkata Derby: 'লাল-হলুদের ঝড়ের নাম ইস্টবেঙ্গল,' মরসুমের প্রথম কলকাতা ডার্বিতে উড়ে গেল মোহনবাগান

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?