কোচের নাম চূড়ান্ত করতে গিয়ে দ্বিধাবিভক্ত দিল্লীর ফুটবল হাউজ, কী ভাবছে ফেডারেশন?

Published : Jul 18, 2024, 04:54 PM IST
AIFF

সংক্ষিপ্ত

ভারতের জাতীয় ফুটবল দলে শেষ ইগোর স্টিমাচ জমানা। কিন্তু নতুন কোচ কে হবেন? এই নিয়েই এখন তুঙ্গে জল্পনা।

ভারতের জাতীয় ফুটবল দলে শেষ ইগোর স্টিমাচ জমানা। কিন্তু নতুন কোচ কে হবেন? এই নিয়েই এখন তুঙ্গে জল্পনা।

শোনা যাচ্ছে, ভারতীয় কোচদের দিকেও ঝুঁকতে পারে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation)। কারণ, আর্থিক বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে এইআইএফএফ (AIFF) কর্তাদের। আগামী ২০ জুলাই, অর্থাৎ শনিবার ফেডারেশনের কার্যকরী কমিটির একটি বৈঠক রয়েছে। আশা করা হচ্ছে, এই বৈঠকে সদর্থক কিছু আলোচনা হতে পারে এই বিষয়টি নিয়ে।

সূত্রের খবর, ভারতের জাতীয় ফুটবল দলের কোচ হতে আবেদন জানিয়েছেন আন্তোনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas) এবং মানোলো দিয়াজের (Manolo Diaz) মতো বিদেশি কোচও। সবথেকে বড় বিষয়, ভারতীয় ফুটবলে কোচিং করানোর বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে হাবাসের ঝুলিতে।

ওদিকে আবার বাঙালি কোচ সঞ্জয় সেনেরও (Sanjay Sen) নাম রয়েছে তালিকায়। আই লিগ জয়ী মোহনবাগান কোচ তিনি। কিন্তু ফেডারেশন এখনও কারও নামই চূড়ান্ত হিসেবে বাছাই করেনি। কারও মতে, বিদেশি কোচের দিকেই ঝোঁকা উচিৎ। আবারও কেউ কেউ মনে করছেন যে, দেশীয় কোচের উপরেই আস্থা থাকুক। কার্যত, দ্বিধাবিভক্ত পরিস্থিতি।

এদিকে শোনা যাচ্ছে, ফেডারেশন ভালো মানের একজন বিদেশি কোচকেই দায়িত্ব দিতে চাইছে। কিন্তু সেক্ষেত্রে বড় অঙ্কের বেতনের বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে কর্তাদের। প্রসঙ্গত, পুরো বেতন চেয়েই ফিফার কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন জাতীয় দলের প্রাক্তন কোচ ইগোর স্টিমাচ। এবার তাঁকে যদি পুরো বেতন দিতে হয়, তাহলে প্রায় ৫-৬ কোটি টাকার মতো আর্থিক ক্ষতির মুখে পড়তে পারে ফেডারেশন।

এমতাবস্থায় ফুটবল হাউসের কর্তারা টেকনিক্যাল কমিটির সঙ্গেও কথা বলবেন। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জায়গায় পৌঁছতে পারবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। তবে, দেশীয় অথবা বিদেশি যে কোচই আসুন না কেন, ভারতীয় ফুটবলপ্রেমীদের কাছে দলের ভালো পারফরম্যান্সই শেষ কথা। এখন দেখার বিষয়, শেষপর্যন্ত কার হাতে ওঠে জাতীয় দলের দায়িত্ব।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?