Anwar Ali: আনোয়ার আলিকে নিয়ে জটিলতা অব্যাহত, মানহানির মামলা দিল্লি এফসি-র, ফাঁসবে মোহনবাগান?

জাতীয় দলের ডিফেন্ডার আনোয়ার আলি এবার কোন দলে যোগ দেবেন, সে বিষয়ে জটিলতা ক্রমশঃ বাড়ছে। এখনও পর্যন্ত সমাধানসূত্র পাওয়া যাচ্ছে না। এরই মধ্যে কড়া অবস্থান নিল দিল্লি এফসি।

আনোয়ার আলিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত অবমাননাকর পোস্ট হচ্ছে, তার ভিত্তিতে আইনি ব্যবস্থার পথে দিল্লি এফসি। মানহানির মামলা দায়ের করা হয়েছে। দেওয়ানি ও ফৌজদারি মামলা করার কথা জানিয়েছে দিল্লি এফসি। ফলে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট ও মোহনবাগান সমর্থকরা মামলায় ফেঁসে যেতে পারেন। কারণ, মোহনবাগান সুপার জায়ান্টের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে আনোয়ারকে ব্যঙ্গ করে পোস্ট করা হয়েছে। পরে অবশ্য সেই পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে। মোহনবাগান সমর্থকরাও আনোয়ারকে আক্রমণ করছেন। দিল্লি এফসি ম্যানেজমেন্ট আনোয়ারকে চুক্তির নির্ধারিত অঙ্কের চেয়ে কম টাকা দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। সবমিলিয়ে আনোয়ারকে নিয়ে লড়াই তুঙ্গে উঠেছে। এই পরিস্থিতিতে চুপচাপ বসে সবদিকে নজর রাখছে ইস্টবেঙ্গল। আনোয়ার যদি মোহনবাগান সুপার জায়ান্টের কাছ থেকে অন্য দলে যোগ দেওয়ার ছাড়পত্র জোগাড় করতে পারেন, একমাত্র তাহলেই এই ডিফেন্ডারের পক্ষে লাল-হলুদ জার্সি পরে খেলা সম্ভব হবে।

সোশ্যাল মিডিয়া পোস্টে নজর দিল্লি এফসি-র

Latest Videos

দিল্লি এফসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, 'যে সব সংস্থা ও ব্যক্তি ভিত্তিহীন গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি মানহানির মামলা দায়ের করা হয়েছে। যারা এই কাজ করবে, তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে দিল্লি এফসি। মানহানির মামলার নোটিসের স্ক্রিনশট দেওয়া হল। সমর্থকদের কাছে আমাদের আবেদন হল, এখন সংবেদনশীল সময়। সব খেলোয়াড়েরই দল বদল সংক্রান্ত সমস্যা হতে পারে। কিন্তু বুঝতে হবে, অনলাইন ট্রোলিংয়ের মাধ্যমে জাতীয় দলের একজন তরুণ খেলোয়াড়, যে অন্যতম সেরা, তার উপর মানসিক চাপ পড়তে পারে। এআইএফএফ-এর প্লেয়ার স্টেটাস কমিটি যতক্ষণ না এ বিষয়ে রায় দিচ্ছে এবং সত্য সামনে আসছে, ততক্ষণ দয়া করে মতামত প্রকাশ করবেন না।'

 

 

সবুজ-মেরুন জার্সি পরতে নারাজ আনোয়ার

আনোয়ারকে ১৯ জুলাইয়ের মধ্যে অনুশীলনে যোগ দিতে বলেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। কিন্তু অনুশীলনে যোগ দেননি এই ডিফেন্ডার। তিনি বুঝিয়ে দিয়েছেন, আর সবুজ-মেরুন জার্সি পরে খেলতে চাইছেন না। ফলে প্লেয়ার স্টেটাস কমিটি কী সিদ্ধান্ত নেয়, সেদিকে তাকিয়ে ফুটবল মহল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: শেষ রাতেও বিমানবন্দরে কয়েক হাজার সমর্থক, কলকাতায় পৌঁছেই সমর্থকদের আবেগ টের পেলেন লাল-হলুদের দিমি

Bhaichung Bhutia: কোচ নিয়োগে গুরুত্ব পায়নি মত, এআইএফএফ টেকনিক্যাল কমিটি থেকে সরছেন বাইচুং

Manolo Marquez: ভারতীয় ফুটবলে আজব কাণ্ড, এফসি গোয়ার কোচ হিসেবে থেকেও জাতীয় দলের দায়িত্বে মানোলো মার্কুয়েজ!

Share this article
click me!

Latest Videos

এ কী ভয়ানক দৃশ্য! ঘর ভেঙে ঢুকে গেল আস্ত গাড়ি, আতঙ্কে South 24 Parganas-এর Basanti | South 24 Pargana
তৃণমূল মানে কি? : শুভেন্দু | Suvendu Adhikari | Shorts | #shorts | #bjpnews | #banglanews
'বাংলাদেশের সেনাবাহিনী? সেটা আবার কি' চরম খিল্লি শুভেন্দুর | Suvendu Adhikari | #shorts | #bjp
Suvendu Adhikari Live : রামনগরের মঞ্চে ঝাঁঝাল ভাষণ শুভেন্দুর! দেখুন সরাসরি | Asianet News Bangla
'AAP গত ১০ বছরে দিল্লির বড় ক্ষতি করে দিয়েছে', নির্বাচনী প্রচারে গিয়ে বিস্ফোরক Narendra Modi