সংক্ষিপ্ত

এবারের আইএসএল-এ সম্পূর্ণ নতুন চেহারার ইস্টবেঙ্গল দলকে দেখা যাবে। গত কয়েক বছরের তুলনায় অনেক ভালো পারফরম্যান্স হতে পারে। দল গঠন সেই ইঙ্গিতই দিচ্ছে।

দলবদলের আবহাওয়ায় এই ঘোষণার অপেক্ষাতেই ছিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। বারবার সোশ্যাল মিডিয়ায় অনেকেই প্রশ্ন করছিলেন, ‘কবে মাদি তালালের নাম ঘোষণা করা হবে?’ এমনকী, অনেকে সংশয় প্রকাশ করতে শুরু করেছিলেন, এই মিডফিল্ডারের সঙ্গে আদৌ চুক্তি হয়েছে তে? সব অপেক্ষার অবসান হল বৃহস্পতিবার। এদিন থেকে সরকারিভাবে লাল-হলুদ জার্সিতে ফরাসি মিডফিল্ডার। গত মরসুমের আইএসএল-এ সবচেয়ে বেশি গোলের পাস বাড়িয়েছিলেন। পাঞ্জাব এফসি-র সেরা ফুটবলার ছিলেন। সেই তালালের ঠিকানা এখন লেসলি ক্লডিয়াস সরণি। গত মরসুমে আইএসএল-এর সর্বাধিক গোলদাতা দিমিত্রিওস দিয়ামান্তাকস, কলিঙ্গ সুপার কাপের সর্বাধিক গোলদাতা ক্লেইটন সিলভা ও ডুরান্ড কাপের সর্বাধিক গোলদাতা ডেভিড লাললানসাঙ্গার সঙ্গে খেলবেন তালাল। ফলে লাল-হলুদের আক্রমণ ও মাঝমাঠ প্রচণ্ড শক্তিশালী হয়ে গেল। এবারের আইএসএল-এ ইস্টবেঙ্গল দারুণ পারফরম্যান্স দেখাবে বলে আশায় সদস্য-সমর্থকরা।

ইস্টবেঙ্গলে যোগ দিয়ে উচ্ছ্বসিত তালাল

লাল-হলুদের ফরাসি মিডফিল্ডার বলেছেন, ‘ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গলের অবদান অপরিসীম। আমি এই ঐতিহাসিক ক্লাবের সঙ্গে যুক্ত হতে পেরে সম্মানিত বোধ করছি। আমি নতুন সতীর্থদের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে আছি। যে সমর্থকরা এই ক্লাবকে বিশেষ করে তুলেছেন, তাঁদের সঙ্গেও দেখা করব।’

তালালকে দলে পেয়ে খুশি কুয়াদ্রাত

তালালের ইস্টবেঙ্গলে যোগ দেওয়া প্রসঙ্গে লাল-হলুদের প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত বলেছেন, ‘আইএসএল-এ অভিষেক মরসুমেই যে দুই বিদেশি ফুটবলার প্রভাব ফেলেছে, তাদের অন্যতম তালাল। ওর প্রতিভা দলের আক্রমণকে দারুণভাবে সাহায্য করে। ও শুধু সতীর্থদের দিয়ে সবচেয়ে বেশি গোলই করায়নি, নিজেও ভালো সংখ্যায় গোল করেছে। কয়েকবার কথা হওয়ার পর আইএসএল-এর অন্য দলগুলির চেয়ে ইস্টবেঙ্গলকে বেশি গুরুত্ব দিয়েছে তালাল। ও আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা জানি।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: ইস্টবেঙ্গলের গ্রিক কানেকশন, আইএসএল-এর সর্বাধিক গোলদাতাকে ছিনিয়ে নিল লাল-হলুদ

East Bengal: 'সি ফর ক্লেইটন,' অধিনায়ককে আরও এক বছরের জন্য ধরে রাখল ইস্টবেঙ্গল

Mohun Bagan Super Giant: আপুইয়া নিশ্চিত, ইস্টবেঙ্গলেরও ঘর ভাঙবে মোহনবাগান সুপার জায়ান্ট?