২ গোলে এগিয়ে গিয়েও ড্র, আইএসএল-এর উদ্বোধনী ম্যাচেই হোঁচট খেল মোহনবাগান সুপার জায়ান্ট

আইএসএল-এর উদ্বোধনী ম্যাচে মুম্বই সিটি এফসি-র সাথে ২-২ গোলে ড্র করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। দুবার এগিয়ে গিয়েও জয় ধরে রাখতে পারেনি সবুজ-মেরুন বাহিনী।

Soumya Gangully | Published : Sep 13, 2024 4:01 PM IST / Updated: Sep 14 2024, 12:43 AM IST

২৮ মিনিটের মধ্যেই জোড়া গোল। বৃষ্টিভেজা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে থাকা সমর্থকরা উচ্ছ্বসিত। সবারই মনে আশা, আইএসএল-এর উদ্বোধনী ম্যাচে বড় ব্যবধানে জয় পাবে দল। কিন্তু ঘণ্টাখানেকের মধ্যেই এই আশার প্রদীপ নিভে গেল। বৃষ্টি ভিজে হতাশ হয়েই বাড়ি ফিরতে হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকদের। মুম্বই সিটি এফসি-র সঙ্গে ২-২ ড্র করে এবারের আইএসএল শুরু করল গতবার লিগ শিল্ড জয়ী সবুজ-মেরুন ব্রিগেড। ঘরের মাঠে প্রথম ম্যাচে পয়েন্ট নষ্ট করা খুব একটা ভালো লক্ষণ নয়। এদিন রক্ষণ নিয়ে সমস্যা দেখা গিয়েছে। মাঝমাঠের দিকেও সবুজ-মেরুনের প্রধান কোচ হোসে মলিনাকে নজর দিতে হবে।

এগিয়ে গিয়েও ড্র

Latest Videos

এদিন ম্যাচের শুরুতে মুম্বই সিটি এফসি-র দাপট দেখা যাচ্ছিল। কিন্তু নবম মিনিটে খেলার গতির বিপরীতে গোল করে মোহনবাগান সুপার জায়ান্ট। লেফট উইং থেকে দৌড় শুরু করেন লিস্টন কোলাসো। তিনি বক্সের পৌঁছে গিয়ে ক্রস রাখেন। সেই বল মুম্বইয়ের ডিফেন্ডার তিরির পেটে লেগে জালে জড়িয়ে যায়। এরপর ২৮ মিনিটে কর্নার থেকে গোল করেন আলবার্তো রডরিগেজ। ২ গোলে পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার চেষ্টা শুরু করে মুম্বই। ৭০ মিনিটে জটলা থেকে গোল করে ব্যবধান কমান আত্মঘাতী গোল করা তিরি। এরপর ৯০ মিনিটে অসামান্য প্লেসিংয়ে জালে বল জড়িয়ে দেন থায়ের ক্রুমা। শেষদিকে বক্সের মধ্যে মুম্বইয়ের এক ডিফেন্ডারের হাতে বল লাগে। পেনাল্টির আবেদন জানান মোহনবাগান সুপার জায়ান্টের ফুটবলাররা। তবে রেফারি পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি। ফলে ম্যাচ ড্র হয়ে যায়।

রডরিগেজের চোট নিয়ে চিন্তা

এদিন ম্যাচের শেষদিকে চোট পেয়ে বেরিয়ে যান মোহনবাগান সুপার জায়ান্টের নতুন বিদেশি ডিফেন্ডার রডরিগেজ। প্রাথমিকভাবে মনে হচ্ছে হ্যামস্ট্রিংয়ের চোট। ফলে কিছুটা চিন্তায় পড়ে গিয়েছে দল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

দিল্লি হাইকোর্টের রায়ে বিপাকে ইস্টবেঙ্গল, লাল-হলুদ জার্সি পরে খেলতে পারবেন আনোয়ার?

ভবানীপুরের বিরুদ্ধে সহজ জয়, কলকাতা লিগে সুপার সিক্সের শুরুতেই ছন্দে মহামেডান স্পোর্টিং

কাস্টমসের বিরুদ্ধে পিছিয়ে পড়েও ৪-১ জয়, কলকাতা লিগে সুপার সিক্সেও অপ্রতিরোধ্য ইস্টবেঙ্গল

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ঘটনাকে চাপছে কারা! কার ভয়ে মুখ খুলছে না সঞ্জয়! ভালো করে দেখুন | RG Kar Case | Kolkata Doctor News
ঠাকুর দেখার নাম করে যুবতীর সঙ্গে কুকর্ম! আতঙ্ক নরেন্দ্রপুরে! | South 24 Parganas News Today
'পাথর নিয়ে হামলাকারীদের জন্নত নয়, জাহান্নামে পাঠিয়েছি' বিস্ফোরক যোগী আদিত্যনাথ | Yogi Aditiyanath
'আমাদের নাম কেটে যাদের পাকা বাড়ি আছে তাদের আবাসের বাড়ি দিচ্ছে' দুর্নীতির অভিযোগ | Purba Bardhaman
Virat Kohli: ৫০ ফুটের বিরাট! কোহলির ৩৬ তম জন্মদিন পালনে সাঁতরাগাছিতে মহোৎসব! | Howrah News Today