কলকাতা ডার্বি জয় অভ্যাসে পরিণত করে ফেলেছে মোহনবাগান। ইস্টবেঙ্গল শেষ কবে ডার্বি জিতেছে, সেটা বলতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে লাল-হলুদ জনতাকে।
ভিসা সমস্যার জন্য ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের বিদেশি ফুটবলার, কোচ ও সাপোর্ট স্টাফরা। কলকাতা লিগের জন্য সহকারী কোচের অধীনে অনুশীলন চালাচ্ছেন রিজার্ভ দলের ফুটবলাররা। কলকাতা লিগের সূচি প্রকাশ করেছে আইএফএ। ডুরান্ড কাপের সূচি এখনও প্রকাশ করেনি সেনাবাহিনী। তবে যে কোনও দিন সূচি প্রকাশ করা হতে পারে। ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে একই গ্রুপে রাখা হবে বলে জল্পনা শুরু হয়েছে। গড়ের মাঠে কান পাতলে শোনা যাচ্ছে, ১১ আগস্ট হতে পারে নতুন মরসুমের প্রথম কলকাতা ডার্বি। সোশ্যাল মিডিয়ায় এই সম্ভাবনার খবর ছড়িয়ে পড়তেই শুরু হয়ে গিয়েছে ডার্বি নিয়ে আলোচনা। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা একে অপরকে কটাক্ষ করছেন।
গত মরসুমে ডুরান্ড কাপে সুমিত পাসির আত্মঘাতী গোলে জয় পেয়েছিল এটিকে মোহনবাগান। এবারও ডার্বি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সবুজ-মেরুন শিবির। তবে কলকাতা লিগ ও ডুরান্ড কাপে যেহেতু কোনও দলেরই প্রথমসারির ফুটবলাররা খেলবেন না, ফলে কলকাতা ডার্বির রং কিছুটা ফিকে। যদিও মরসুমের প্রথম ডার্বি সবসময়ই উত্তেজক। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারি ভরিয়ে তুলবেন সমর্থকরা। পরপর ডার্বি জিতে আত্মবিশ্বাসী মোহনবাগান সুপার জায়ান্ট। এবার ঘুরে দাঁড়াতে মরিয়া ইস্টবেঙ্গল। ফলে রিজার্ভ দলের ফুটবলারদের নিয়েই কলকাতা ডার্বি জমে যেতে পারে।
গত মরসুমে আইএসএল-এর দ্বিতীয় কলকাতা ডার্বির আয়োজক ছিল ইস্টবেঙ্গল। কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকদের বড় অংশ সেই ডার্বি বয়কট করেন। তাঁরা শীর্ষকর্তা দেবব্রত সরকারের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেন। নতুন মরসুমে অবশ্য গতবারের তুলনায় ভালো দল হওয়ায় আশাবাদী হয়ে উঠেছে লাল-হলুদ জনতা। ডার্বি বয়কটের কথা আর শোনা যাচ্ছে না। ইস্টবেঙ্গল সমর্থকদের আশা, এবার ভালো পারফরম্যান্স দেখাবে দল।
শুক্রবার শুরু হয়েছে ডুরান্ড কাপের ট্রফি ট্যুর। ৩ আগস্ট কলকাতায় শুরু হবে ডুরান্ড কাপ। ৩ সেপ্টেম্বর কলকাতাতেই হবে ডুরান্ড কাপ ফাইনাল। কলকাতা ছাড়াও গুয়াহাটি, কোকরাঝাড় ও শিলংয়ে হবে ডুরান্ড কাপের ম্যাচ। ২৭ বছর পর ডুরান্ড কাপে খেলছে বিদেশি দল। শুক্রবার বাংলাদেশ সার্ভিসেস, ভুটান সার্ভিসেস ও নেপাল সার্ভিসেসের নাম ঘোষণা করা হয়েছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং ছাড়াও খেলবে বেঙ্গালুরু এফসি, মুম্বই সিটি এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, জামশেদপুর এফসি, ওড়িশা এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি, হায়দরাবাদ এফসি, চেন্নাইয়িন এফসি, রাউন্ডগ্লাস পাঞ্জাব এফসি, এফসি গোয়া, গোকুলম কেরালা এফসি, রাজস্থান ইউনাইটেড, শিলং লাজং এফসি, দিল্লি এফসি, বোড়োল্যান্ড এফসি, ইন্ডিয়ান আর্মি ফুটবল টিম, ইন্ডিয়ান এয়ারফোর্স ফুটবল টিম ও ইন্ডিয়ান নেভি ফুটবল টিম।
আরও পড়ুন-
৩ আগস্ট কলকাতায় শুরু হচ্ছে ডুরান্ড কাপ, ২৭ বছর পর যোগ দিচ্ছে বিদেশি দল
ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষেই আর্জেন্টিনা, ১০০ নম্বরে উঠে এল ভারতীয় দল
Indian Football: লেবাননের বিরুদ্ধে ২-০ জয়, ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন ভারত