মোহনবাগান মাঠে খেলতে আপত্তি, ডুরান্ড কাপের খসড়া সূচি নিয়ে অসন্তোষ ইস্টবেঙ্গলের

সোমবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল-পশ্চিমবঙ্গ পুলিশ ম্যাচ বাতিল হয়েছে। ফলে নতুন মরসুমে এখনও পর্যন্ত মাঠে নামেনি ইস্টবেঙ্গল। পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পর কলকাতা লিগে প্রথম ম্যাচ খেলবে লাল-হলুদ।

গতবারের মতো এবারও ডুরান্ড কাপে একই গ্রুপে রাখা হল ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে। এই গ্রুপে রাখা হয়েছে রাউন্ডগ্লাস পাঞ্জাব ও বাংলাদেশ সার্ভিসেসকে। ডুরান্ড কাপে যে দলগুলি খেলবে, তাদের কাছে খসড়া সূচি পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে জানা গিয়েছিল, ১১ আগস্ট ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ হতে পারে। তবে ডুরান্ড কাপের খসড়া সূচি অনুযায়ী, ১২ আগস্ট হবে কলকাতা ডার্বি। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নৈশালোকে হবে এই ম্যাচ। গতবার ডুরান্ড কাপে কলকাতা ডার্বিতে সুমিত পাসির আত্মঘাতী গোলে জয় পেয়েছিল মোহনবাগান। সেবার অবশ্য ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মূল দলের ফুটবলাররা খেলেছিলেন। এবার ২ দলের জুনিয়র ফুটবলাররাই কলকাতা লিগ ও ডুরান্ড কাপে খেলছেন। তবে তাতে কলকাতা ডার্বির উত্তেজনা কমছে না। 

৩ আগস্ট শুরু হচ্ছে ডুরান্ড কাপ। ফাইনাল হবে ৩ সেপ্টেম্বর। ডুরান্ড কাপের প্রথম দিনই বাংলাদেশ সার্ভিসেসের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। এই ম্যাচ হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। ৬ আগস্ট প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। কিশোর ভারতী স্টেডিয়ামে লাল-হলুদের প্রতিপক্ষ বাংলাদেশ সার্ভিসেস। এরপর ১২ আগস্ট কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গল ও মোহনবাগান কর্তারা জানিয়েছেন, সেদিন ডার্বি খেলতে তাঁদের আপত্তি নেই। কিন্তু ১৯ আগস্ট রাউন্ডগ্লাস পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের কেন্দ্র নিয়ে আপত্তি জানিয়েছেন লাল-হলুদ কর্তারা। কারণ, এই ম্যাচটি দেওয়া হয়েছে মোহনবাগান মাঠে। চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠে খেলতে রাজি নয় ইস্টবেঙ্গল। শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন, ‘ক্লাবের সঙ্গে কথা বলার পরেই ম্যাচ কেন্দ্র ঠিক করতে হবে। ডুরান্ড কাপের আয়োজকদের আমরা সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছি।’

Latest Videos

৩ আগস্ট ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলার পর ৭ আগস্ট দ্বিতীয় ম্যাচে রাউন্ডগ্লাস পাঞ্জাবের মুখোমুখি হবে মোহনবাগান। ফলে মরসুমের প্রথম ডার্বির আগে ম্যাচ ফিট হয়ে ওঠার জন্য ইস্টবেঙ্গলের চেয়ে বেশি সুযোগ পাচ্ছেন মোহনবাগানের ফুটবলাররা।

মহামেডান স্পোর্টিং ক্লাবের গ্রুপে আছে জামশেদপুর এফসি, মুম্বই সিটি এফসি ও ইন্ডিয়ান নেভি। ৪ আগস্ট বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুরের মুখোমুখি হবে সাদা-কালো ব্রিগেড। ১৩ আগস্ট দ্বিতীয় ম্যাচে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিং। ২২ আগস্ট গ্রুপের শেষ ম্যাচে ইন্ডিয়ান নেভির মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিং। 

ডুরান্ড কাপের সফলতম দল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। তবে কলকাতার ২ প্রধানের মূল দল যেহেতু এবারের ডুরান্ড কাপে খেলছে না, ফলে এখনই কাউকে ফেভারিট বলা যাচ্ছে না।

আরও পড়ুন-

ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ ফ্রান্সিস্কো জেভিয়ের পিনিলস, আসছেন ফিজিও, স্পোর্টস সায়েন্টিস্ট

কলকাতা লিগের প্রথম ম্যাচে সহজ জয় মোহনবাগানের, বাতিল মহামেডান স্পোর্টিং, ইস্টবেঙ্গলের ম্যাচ

Emiliano Martinez: এমিলিয়ানো মার্টিনেজকে সংবর্ধনা ইস্টবেঙ্গলের, দেওয়া হল সাম্মানিক সদস্যপদ

Share this article
click me!

Latest Videos

'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury