মোহনবাগান মাঠে খেলতে আপত্তি, ডুরান্ড কাপের খসড়া সূচি নিয়ে অসন্তোষ ইস্টবেঙ্গলের

Published : Jul 06, 2023, 11:34 PM ISTUpdated : Jul 06, 2023, 11:42 PM IST
Kolkata Derby

সংক্ষিপ্ত

সোমবার কলকাতা লিগে ইস্টবেঙ্গল-পশ্চিমবঙ্গ পুলিশ ম্যাচ বাতিল হয়েছে। ফলে নতুন মরসুমে এখনও পর্যন্ত মাঠে নামেনি ইস্টবেঙ্গল। পঞ্চায়েত ভোট মিটে যাওয়ার পর কলকাতা লিগে প্রথম ম্যাচ খেলবে লাল-হলুদ।

গতবারের মতো এবারও ডুরান্ড কাপে একই গ্রুপে রাখা হল ইস্টবেঙ্গল ও মোহনবাগানকে। এই গ্রুপে রাখা হয়েছে রাউন্ডগ্লাস পাঞ্জাব ও বাংলাদেশ সার্ভিসেসকে। ডুরান্ড কাপে যে দলগুলি খেলবে, তাদের কাছে খসড়া সূচি পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে জানা গিয়েছিল, ১১ আগস্ট ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ হতে পারে। তবে ডুরান্ড কাপের খসড়া সূচি অনুযায়ী, ১২ আগস্ট হবে কলকাতা ডার্বি। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে নৈশালোকে হবে এই ম্যাচ। গতবার ডুরান্ড কাপে কলকাতা ডার্বিতে সুমিত পাসির আত্মঘাতী গোলে জয় পেয়েছিল মোহনবাগান। সেবার অবশ্য ইস্টবেঙ্গল ও মোহনবাগানের মূল দলের ফুটবলাররা খেলেছিলেন। এবার ২ দলের জুনিয়র ফুটবলাররাই কলকাতা লিগ ও ডুরান্ড কাপে খেলছেন। তবে তাতে কলকাতা ডার্বির উত্তেজনা কমছে না। 

৩ আগস্ট শুরু হচ্ছে ডুরান্ড কাপ। ফাইনাল হবে ৩ সেপ্টেম্বর। ডুরান্ড কাপের প্রথম দিনই বাংলাদেশ সার্ভিসেসের বিরুদ্ধে খেলতে নামছে মোহনবাগান। এই ম্যাচ হবে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে। ৬ আগস্ট প্রথম ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। কিশোর ভারতী স্টেডিয়ামে লাল-হলুদের প্রতিপক্ষ বাংলাদেশ সার্ভিসেস। এরপর ১২ আগস্ট কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গল ও মোহনবাগান কর্তারা জানিয়েছেন, সেদিন ডার্বি খেলতে তাঁদের আপত্তি নেই। কিন্তু ১৯ আগস্ট রাউন্ডগ্লাস পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচের কেন্দ্র নিয়ে আপত্তি জানিয়েছেন লাল-হলুদ কর্তারা। কারণ, এই ম্যাচটি দেওয়া হয়েছে মোহনবাগান মাঠে। চিরপ্রতিদ্বন্দ্বীর মাঠে খেলতে রাজি নয় ইস্টবেঙ্গল। শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেছেন, ‘ক্লাবের সঙ্গে কথা বলার পরেই ম্যাচ কেন্দ্র ঠিক করতে হবে। ডুরান্ড কাপের আয়োজকদের আমরা সেটা স্পষ্ট জানিয়ে দিয়েছি।’

৩ আগস্ট ডুরান্ড কাপের প্রথম ম্যাচ খেলার পর ৭ আগস্ট দ্বিতীয় ম্যাচে রাউন্ডগ্লাস পাঞ্জাবের মুখোমুখি হবে মোহনবাগান। ফলে মরসুমের প্রথম ডার্বির আগে ম্যাচ ফিট হয়ে ওঠার জন্য ইস্টবেঙ্গলের চেয়ে বেশি সুযোগ পাচ্ছেন মোহনবাগানের ফুটবলাররা।

মহামেডান স্পোর্টিং ক্লাবের গ্রুপে আছে জামশেদপুর এফসি, মুম্বই সিটি এফসি ও ইন্ডিয়ান নেভি। ৪ আগস্ট বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে জামশেদপুরের মুখোমুখি হবে সাদা-কালো ব্রিগেড। ১৩ আগস্ট দ্বিতীয় ম্যাচে মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিং। ২২ আগস্ট গ্রুপের শেষ ম্যাচে ইন্ডিয়ান নেভির মুখোমুখি হবে মহামেডান স্পোর্টিং। 

ডুরান্ড কাপের সফলতম দল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। তবে কলকাতার ২ প্রধানের মূল দল যেহেতু এবারের ডুরান্ড কাপে খেলছে না, ফলে এখনই কাউকে ফেভারিট বলা যাচ্ছে না।

আরও পড়ুন-

ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ ফ্রান্সিস্কো জেভিয়ের পিনিলস, আসছেন ফিজিও, স্পোর্টস সায়েন্টিস্ট

কলকাতা লিগের প্রথম ম্যাচে সহজ জয় মোহনবাগানের, বাতিল মহামেডান স্পোর্টিং, ইস্টবেঙ্গলের ম্যাচ

Emiliano Martinez: এমিলিয়ানো মার্টিনেজকে সংবর্ধনা ইস্টবেঙ্গলের, দেওয়া হল সাম্মানিক সদস্যপদ

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?