ইস্টবেঙ্গলের গোলকিপার কোচ ফ্রান্সিস্কো জেভিয়ের পিনিলস, আসছেন ফিজিও, স্পোর্টস সায়েন্টিস্ট

দল গঠন এখনও সম্পূর্ণ হয়নি। নতুন গোলকিপার ও সেন্ট্রাল ডিফেন্ডারের নাম ঘোষণা বাকি। তবে সাপোর্ট স্টাফ বিভাগ শক্তিশালী করছে ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার নতুন ৩ জনের নাম ঘোষণা করা হল।

ভিসা সমস্যায় এখনও কলকাতায় এসে পৌঁছতে পারেননি ইস্টবেঙ্গলের প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাত। তবে স্পেনে বসেই তিনি নতুন মরসুমের প্রস্তুতি শুরু করে দিয়েছেন। সাপোর্ট স্টাফ বাছাই সম্পূর্ণ করে ফেলেছেন লাল-হলুদের নতুন কোচ। বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের নতুন গোলকিপার কোচ হিসেবে স্পেনের ফ্রান্সিস্কো জেভিয়ের পিনিলসের নাম ঘোষণা করা হল। স্পোর্টস সায়েন্টিস্ট হিসেবে লাল-হলুদে যোগ দিলেন অ্যালবার্ট মার্টিনেজ বার্নাট। নতুন মরসুমে ইস্টবেঙ্গলের ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ করবেন সেনেন ফার্নান্ডেজ আলভারেজ। কুয়াদ্রাত যখন বেঙ্গালুরু এফসি-র কোচ ছিলেন, তখন তাঁর সঙ্গে কাজ করেছেন ফ্রান্সিস্কো ও সেনেন। তাঁরা ২০১৮-১৯ মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন দলে ছিলেন।

আইএসএল-এর জন্য ইস্টবেঙ্গলের অনুশীলন কবে শুরু হবে, সেটা এখনও জানা যায়নি। ভিসা পেলেই কলকাতায় এসে দলে যোগ দেবেন লাল-হলুদের প্রধান কোচ, সাপোর্ট স্টাফ ও বিদেশি ফুটবলাররা। স্বদেশী ফুটবলাররা এখনও কলকাতায় আসেননি। প্রি-সিজন ট্রেনিং কলকাতাতেই হবে না অন্য কোথাও, সেটা এখনও জানা যায়নি। কোচ কলকাতায় আসার পরেই হয়তো প্রি-সিজন ট্রেনিংয়ের সূচি ঠিক হবে।

Latest Videos

নতুন মরসুমের জন্য এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন গোলকিপার কমলজিৎ সিং, পবন কুমার ও আদিত্য পাত্র। ডিফেন্ডার হিসেবে আছেন এডুইন সিডনি বনসপল, লালচুংনুঙ্গা, সার্থক গলুই, মহম্মদ রাকিপ, তুহিন দাস, প্রীতম সিং, ইভান গঞ্জালেজ, হরমনজ্যোত সিং খাবরা, মন্দার রাও দেশাই ও নিশু কুমার। নতুন মরসুমে লাল-হলুদের মিডফিল্ডার হিসেবে আছেন নন্দকুমার শেখর, মোবাশির রহমান, নাওরেম মহেশ সিং, সৌভিক চক্রবর্তী, আঙ্গুসানা লুয়াং, বোরহা হেরেরা ও সল ক্রেসপো। স্ট্রাইকার হিসেবে আছেন ক্লেইটন সিলভা, জেভিয়ের সিভেরিও তোরো ও ভিপি সুহের।

 

 

ইস্টবেঙ্গলের প্রধান কোচ কার্লেস কুয়াদ্রাতের সহকারী হিসেবে আছেন দিমাস দেলগাডো ও বিনো জর্জ। গোলকিপার কোচ ফ্রান্সিস্কো জেভিয়ের পিনিলস। ফিজিওথেরাপিস্ট সেনেন ফার্নান্ডেজ আলভারেজ। স্পোর্টস সায়েন্টিস্ট অ্যালবার্ট মার্টিনেজ বার্নাট।

আইএসএল-এ গত ৩ মরসুমে লাল-হলুদের পারফরম্যান্স খুব খারাপ। বেশিরভাগ ম্যাচেই হেরে গিয়েছে ইস্টবেঙ্গল। গত মরসুমেও লিগ টেবলে শেষের দিকেই ছিল লাল-হলুদ। এবার সেই তুলনায় দল শক্তিশালী হয়েছে। তবে সেন্ট্রাল ডিফেন্স ও গোলকিপার পজিশন নিয়ে এখনও সদস্য-সমর্থকদের চিন্তা রয়ে গিয়েছে। সম্প্রতি জাতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখানো মহেশকে ধরে রাখা যাবে কি না, সেটা নিয়েও চিন্তায় লাল-হলুদ জনতা। একাধিক দল মহেশের দিকে হাত বাড়িয়েছে। ফলে এই উইঙ্গারের দলবদল নিয়ে জল্পনা চলছে।

আরও পড়ুন-

কলকাতা লিগের প্রথম ম্যাচে সহজ জয় মোহনবাগানের, বাতিল মহামেডান স্পোর্টিং, ইস্টবেঙ্গলের ম্যাচ

Emiliano Martinez: এমিলিয়ানো মার্টিনেজকে সংবর্ধনা ইস্টবেঙ্গলের, দেওয়া হল সাম্মানিক সদস্যপদ

মরসুমের শুরুতেই হতে পারে কলকাতা ডার্বি, গড়ের মাঠে চড়ছে উত্তেজনার পারদ

Share this article
click me!

Latest Videos

শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari