কলকাতা ডার্বির প্রথমার্ধ শেষ, এখনও গোল করতে পারল না ইস্টবেঙ্গল-মোহনবাগান

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে চলছে কলকাতা ডার্বি। শুরু থেকেই দুর্দান্ত লড়াই চলছে। কোনও দলই একে অপরকে সহজে জায়গা দিচ্ছে না। দ্বিতীয়ার্ধে আরও কঠিন লড়াইয়ের অপেক্ষা।

বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ডুরান্ড কাপে কলকাতা ডার্বির প্রথমার্ধ গোলশূন্য। মোহনবাগান সুপার জায়ান্ট বল পজেশনে সামান্য এগিয়ে। আক্রমণ-গোলে শটও সবুজ-মেরুনের বেশি। তবে লড়াই করছে ইস্টবেঙ্গলও। প্রথমার্ধের শেষে কোনও দলকেই খুব একটা এগিয়ে রাখা সম্ভব হচ্ছে না। দ্বিতীয়ার্ধে ফুটবলার পরিবর্তন হলে ম্যাচের রং বদলে যেতে পারে। কলকাতা ডার্বি দেখতে এসেছেন বলিউড তারকা ভিকি কৌশল। তিনি এই প্রথম কোনও ফুটবল ম্যাচ দেখতে এসেছেন। ভিকি বললেন, 'আমি সৌভাগ্যবান যে এর আগে কোনও ফুটবল ম্যাচ দেখিনি। এই প্রথম ফুটবল ম্যাচ দেখতে এলাম। সেটাও আবার কলকাতা ডার্বি। ডুরান্ড কাপ বিশ্বের তৃতীয় প্রাচীনতম টুর্নামেন্ট এবং এশিয়ার প্রাচীনতম টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে কলকাতা ডার্বির মতো উত্তেজক ম্যাচ দেখতে এসে দারুণ লাগছে। আমার বাবা কলেজে পড়ার সময় থেকে ডুরান্ড কাপ দেখতেন। আমি সেনাবাহিনীর পক্ষ থেকে ডুরান্ড কাপের সঙ্গে যুক্ত থাকার আমন্ত্রণ পেয়ে সম্মানিত বোধ করছি।'

এই ম্যাচে ইস্টবেঙ্গলের প্রথম একাদশে আছেন- প্রভসুখন সিং গিল, হরমনজ্যোত সিং খাবরা (অধিনায়ক), লালচুংনুঙ্গা, জর্ডন এলসে, মন্দার রাও দেশাই, সৌভিক চক্রবর্তী, সল ক্রেসপো, বোরহা হেরেরা, নাওরেম মহেশ সিং, নন্দকুমার, হেভিয়ের সিভেরিও। মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম একাদশে আছেন- বিশাল কাইথ, আশিস রাই, আনোয়ার আলি, ব্রেন্ডন হ্যামিল, শুভাশিস বসু (অধিনায়ক), অনিরুদ্ধ থাপা, গ্ল্যান মার্টিন্স, মনবীর সিং, হুগো বুমোস, লিস্টন কোলাসো ও আর্মান্দো সাদিকু। 

Latest Videos

ইস্টবেঙ্গলের হয়ে প্রথমবার কলকাতা ডার্বি খেলছেন প্রভসুখন, এলসে, মন্দার, ক্রেসপো, বোরহা, নন্দকুমার ও সিভেরিও। কোচ কার্লেস কুয়াদ্রাতেরও প্রথম কলকাতা ডার্বি। মোহনবাগানের হয়ে প্রথমবার কলকাতা ডার্বি খেলতে নেমেছেন আনোয়ার, অনিরুদ্ধ ও সাদিকু। প্রথমার্ধে একাধিকবার লাল-হলুদ রক্ষণ ও গোলকিপারকে পরীক্ষার মুখে ফেলে দেন আলবানিয়ার হয়ে ইউরো কাপে গোল করা সাদিকু। তবে তাঁর পক্ষে এখনও জালে বল জড়িয়ে দেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে, একাধিকবার সবুজ-মেরুন রক্ষণে হানা দিয়েছেন মহেশ, নন্দকুমার, সিভেরিও। তবে তাঁরাও এখনও লক্ষ্যে সফল হতে পারেননি। ২ দলের কোচই প্রথমার্ধের খেলা দেখে নিয়েছেন। সেই অনুযায়ী তাঁরা দ্বিতীয়ার্ধের পরিকল্পনা করতে পারবেন।

প্রথমার্ধে ইস্টবেঙ্গলের চেয়ে দ্রুতগতিতে আক্রমণ করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। বেশিক্ষণ পায়ে বল রাখতে গিয়ে বিপদ ডেকে এনেছিলেন খাবরা, সৌভিক। দ্বিতীয়ার্ধে একই ভুল করলে চলবে না। কারণ, জেসন কামিংস ও দিমিত্রিওস পেট্রাটসকে মাঠে নামাতে পারেন মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দো।

আরও পড়ুন-

Lionel Messi : ৫ ম্যাচে ৮ গোল! লিগস কাপে ইন্টার মায়ামির সুপারহিরো লিওনেল মেসি

মিলে গিয়েছিল শিবদাস ভাদুড়ির কথা, মোহনবাগানের দ্বিতীয় আইএফএ শিল্ড জয়ের বছরেই আসে স্বাধীনতা

অভিনব উদ্বোধন! ডুরান্ড কাপের ট্রফি নিয়ে ৬৫ তলা থেকে ঝাঁপ দুই সেনাকর্তার

Share this article
click me!

Latest Videos

Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News