পুজোয় কি কলকাতার বাড়তি আকর্ষণ লিওনেল মেসি? সোশ্যাল মিডিয়ায় জল্পনা

Published : Aug 05, 2023, 08:26 PM ISTUpdated : Aug 05, 2023, 09:00 PM IST
Lionel Messi

সংক্ষিপ্ত

কয়েক বছর আগে দুর্গাপুজোর সময় কলকাতায় এসেছিলেন প্রয়াত ফুটবল-সম্রাট পেলে। এবার দুর্গাপুজোর সময় কলকাতায় আসতে পারেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।

এবারের দুর্গাপুজো ক্রীড়াপ্রেমীদের কাছে আলাদা। পুজোর সময় চলবে ওডিআই বিশ্বকাপ। ইডেন গার্ডেন্সেও হবে বিশ্বকাপের ম্যাচ। এরই মধ্যে দুর্গাপুজোর সময় আর্জেন্টিনার অধিনায়ক কলকাতায় আসতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তর ফেসবুক পোস্ট ঘিরে এই জল্পনা শুরু হয়েছে। গত কয়েক মাসে বিশ্ব ফুটবলের একাধিক তারকাকে কলকাতায় নিয়ে এসেছেন শতদ্রু। তাঁর উদ্যোগে কাতার বিশ্বকাপের ঠিক আগে কলকাতায় এসেছিলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু। এরপর গত মাসে কলকাতায় আসেন কাতার বিশ্বকাপের সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এবার ফেসবুক পোস্টে মেসিকে কলকাতায় নিয়ে আসার জল্পনা উস্কে দিয়েছেন শতদ্রু। অনেকেই বলতে শুরু করেছেন, মেসি কলকাতায় আসছেন। যদিও এ ব্যাপারে স্পষ্ট কিছু জানাননি শতদ্রু। তিনি ধোঁয়াশা বজায় রেখেছেন। তার ফলে জল্পনা বাড়ছে।

মেসি এখন খেলছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামির হয়ে। এই ক্লাবে যোগ দেওয়ার পর খুব বেশিদিন হয়নি। এর মধ্যে কলকাতায় আসার সময় বের করতে পারবেন কি না, সেটা নিয়ে প্রশ্ন আছে। তবে কলকাতার ফুটবলপ্রেমীরা আশাবাদী, তাঁরা ফের বিশ্বের সেরা ফুটবলারকে সামনে থেকে দেখার সুযোগ পাবেন।

গত মাসে এমিলিয়ানোকে ঘিরে কলকাতার ফুটবলপ্রেমীদের মধ্যে আবেগের বিস্ফোরণ দেখা গিয়েছিল। বিমানবন্দর, মিলন মেলা, মোহনবাগান মাঠ, সন্তোষ মিত্র স্কোয়্যার, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সর্বত্র আবেগে ভেসে যান কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভ জেতা গোলকিপার। মোহনবাগান তাঁবুতে গিয়ে দিয়েগো মারাদানো-পেলে-গ্যারি সোবার্স নামাঙ্কিত গেট উদ্বোধন করেন এমিলিয়ানো। মোহনবাগানের ট্রফি রুম-সহ তাঁবু ঘুরে দেখেন তিনি। এই বিশ্বজয়ীকে সংবর্ধনা দেওয়া হয়। তিনি কয়েকজন মোহনবাগান সদস্যর হাতে সদস্য কার্ড তুলে দেন। কয়েকজনকে দেন জার্সি। এরপর মোহনবাগানের লাইব্রেরিতে গিয়ে ভিজিটর্স বুকে সইও করেন। মোহনবাগান তাঁবু ঘোরার পর মাঠে গিয়ে কলকাতা পুলিশ ফ্রেন্ডশিপ কাপ উদ্বোধন করেন এমিলিয়ানো। তিনি হুডখোলা গাড়িতে সারা মাঠ ঘোরেন, গ্যালারিতে বল ছুড়ে দেন।

মারাদোনা, এমিলিয়ানোর পর মেসিও যদি মোহনবাগান মাঠে যান, তাহলে সবুজ-মেরুনের ইতিহাসে সেটি অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। মেসির কলকাতায় আসার দিনক্ষণ ঠিক হলে তারপর তাঁর সফরসূচি জানা যাবে। তবে এখন থেকেই সোশ্যাল মিডিয়া সরগরম। শতদ্রু কী ঘোষণা করেন সেদিকে তাকিয়ে সবাই। মেসির অনুরাগীরা দিন গোনা শুরু করে দিয়েছেন। তাঁদের আশা, স্বপ্নপূরণ হবে।

আরও পড়ুন-

মেসি, এমবাপেকে কাছ থেকে দেখেছেন, সেই অভিজ্ঞতা মোহনবাগানে কাজে লাগাতে চান কামিংস 

পরিবর্ত হিসেবে নেমে শেষমুহূর্তে ফ্রি-কিক থেকে গোল, আমেরিকায় শুরু মেসি-ম্যাজিক

কেরালা ব্লাস্টার্সে যোগ দিতে চললেন প্রবীর, চোখের জলে বিদায় মায়ের, আবেগপ্রবণ গীতশ্রীও

PREV
click me!

Recommended Stories

বিশ্বকাপ ফুটবল ২০২৬: 'পর্তুগালের এখনও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দরকার,' বার্তা সতীর্থ ব্রুনোর
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপের পুরস্কারমূল্য কত? ঘোষণা করল ফিফা