ইউনাইটেড স্পোর্টস ক্লাবের বিরুদ্ধে ২-০ জয়, কলকাতা লিগে ছন্দে মোহনবাগান

Published : Aug 05, 2023, 06:06 PM ISTUpdated : Aug 05, 2023, 06:33 PM IST
Mohun Bagan Super Giant

সংক্ষিপ্ত

চলতি মরসুমের শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। কলকাতা লিগের পাশাপাশি ডুরান্ড কাপেও অসাধারণ ছন্দে সবুজ-মেরুন।

ডুরান্ড কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ সেনা ফুটবল দলকে ৫-০ উড়িয়ে দেওয়ার পর শনিবার কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে ২-০ উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। চলতি মরসুমে দুর্দান্ত ফর্মে থাকা কাশ্মীরি স্ট্রাইকার সুহেল আহমেদ ভাট ও নংদম্বা নাওরেম। ২৭ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন নাওরেম। অনেকটা দূর থেকে তাঁর শট জালে জড়িয়ে যায়। এরপর প্রথমার্ধে আর গোল হয়নি। ৮৮ মিনিটে ব্যবধান বাড়ান সুহেল। তাঁর দুরন্ত শট বারে লেগে জালে জড়িয়ে যায়। ইউনাইটেড স্পোর্টস বিশেষ লড়াই করতে পারেনি। বল পজেশন ছিল, আক্রমণও ছিল। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি ইউনাইটেড স্পোর্টস। ফুটবলে গোলই আসল। সেটা করে অনায়াস জয় ছিনিয়ে নিল মোহনবাগান সুপার জায়ান্ট।

এই জয়ের ফলে চলতি কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশন এ গ্রুপে ৬ ম্যাচ খেলে মোহনবাগান সুপার জায়ান্টের পয়েন্ট ১৬। গ্রুপে দ্বিতীয় স্থানে সবুজ-মেরুন। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে ডায়মন্ড হারবার এফসি।

এবারের কলকাতা লিগে তরুণ দল নিয়ে খেলছে মোহনবাগান সুপার জায়ান্ট। কোচের দায়িত্ব সামলাচ্ছেন হুয়ান ফেরান্দোর সহকারী বাস্তব রায়। সুমিত রাঠি, রাজ বাসফোর, লালরিনলিয়ানা নামতে, নাওরেম সুহেল, নিনগংবাম এঙ্গসন সিং, কিয়ান নাসিরি, মহম্মদ ফারদিন আলি মোল্লারা ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। শনিবারও জিতে এবারের কলকাতা লিগে অপরাজেয় তকমা বজায় রাখল মোহনবাগান

এর আগে বৃহস্পতিবার ডুরান্ড কাপের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পায় সবুজ-মেরুন। বাংলাদেশ সেনা দলের বিরুদ্ধে গোল করেন লিস্টন কোলাসো, মনবীর সিং, সুহেল, নামতে ও কিয়ান। গত মরসুমে আইএসএল-এ ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি লিস্টন। এবার ভালো পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য। ডুরান্ড কাপের প্রথম ম্যাচেই গোল পাওয়ায় লিস্টনের আত্মবিশ্বাস বেড়ে গিয়েছে। সুহেলের গোলের পাস বাড়ান লিস্টনই। গত মরসুমের আইএসএল-এ মনবীরও খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। এবারের যা দল, তাতে প্রথম একাদশে জায়গা পাওয়া বেশ কঠিন। সেই কারণে মরসুমের শুরু থেকেই ভালো পারফরম্যান্স দেখানোর চেষ্টা করছেন মনবীর। কলকাতা লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন সুহেল। এবার ডুরান্ড কাপেও গোল পেয়েছেন তিনি। ইস্টবেঙ্গল থেকে সবুজ-মেরুনে যোগ দেওয়া নামতেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন। ফলে কলকাতা ডার্বির আগে আত্মবিশ্বাসী সবুজ-মেরুন শিবির। ফের ডার্বি জিততে মরিয়া কিয়ান, লিস্টনরা।

আরও পড়ুন-

ডুরান্ড কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ সেনার বিরুদ্ধে ৫-০ জয়, ছন্দে মোহনবাগান

ইউরোপা লিগে খেলেন রোনাল্ডোর বিরুদ্ধে, মোহনবাগানে স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তে

Mohunbagan FC : কামিংস, অনিরুদ্ধকে নিয়ে মোহনবাগানের নতুন জার্সি উদ্বোধন সঞ্জীব গোয়েঙ্কার

PREV
click me!

Recommended Stories

বিশ্বকাপ ফুটবল ২০২৬: 'পর্তুগালের এখনও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দরকার,' বার্তা সতীর্থ ব্রুনোর
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপের পুরস্কারমূল্য কত? ঘোষণা করল ফিফা