Kolkata Derby: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচ খেলার ৪ দিনের মধ্যে কলকাতা ডার্বি? ক্ষুব্ধ ইস্টবেঙ্গল সমর্থকরা

Published : Jul 03, 2024, 04:23 PM ISTUpdated : Jul 03, 2024, 04:41 PM IST
Kolkata Derby

সংক্ষিপ্ত

নতুন মরসুমে কলকাতা লিগের ম্যাচ সবে শুরু হয়েছে। এরই মধ্যে মাঠের বাইরে ইস্টবেঙ্গল-মোহনবাগানের লড়াই ঘিরে উত্তেজনা বাড়তে শুরু করেছে। দুই শিবিরই উত্তেজনায় ফুটছে।

১৪ অগাস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের প্রিলিমিনারি স্টেজে তুর্কমেনিস্তানের এফসি অলটিন আসিরের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। এরপরেই কি ১৮ অগাস্ট ডুরান্ড কাপে মোহনবাগান সুপার জায়ান্টের মুখোমুখি হতে হবে লাল-হলুদ ব্রিগেডকে? অসমর্থিত সূত্রে খবর, এবারের ডুরান্ড কাপেও একই গ্রুপে থাকছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। এই গ্রুপের বাকি দুই দল হতে চলেছে ইন্ডিয়ান এয়ারফোর্স এফটি ও শ্রীনগরের দল ডাউনটাউন হিরোজ এফসি। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ খেলার চারদিনের মধ্যেই কলকাতা ডার্বি খেলতে হলে ক্লান্তির জন্য ক্লেইটন সিলভা, মাদি তালালরা সেরা পারফরম্যান্স না-ও দেখাতে পারেন বলে আশঙ্কায় ইস্টবেঙ্গল সমর্থকরা। এই কারণে তাঁরা ডুরান্ড কাপের সম্ভাব্য সূচি নিয়ে ক্ষুব্ধ। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে ভারতের প্রতিনিধিত্ব করবে ইস্টবেঙ্গল। সে কথা মাথায় রেখেই ডুরান্ড কাপের সূচির দাবি লাল-হলুদ জনতার।

ডুরান্ড কাপে বদলার লড়াই ইস্টবেঙ্গলের

গতবার ডুরান্ড কাপে গ্রুপের লড়াইয়ে নন্দকুমার শেখরের গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দেয় ইস্টবেঙ্গল। তবে ফাইনালে দিমিত্রিওস পেট্রাটসের গোলে জয় পায় ১০ জনের মোহনবাগান সুপার জায়ান্ট। ফলে এবারের ডুরান্ড কাপে বদলা নেওয়ার লক্ষ্যে লাল-হলুদ শিবির। গতবারের তুলনায় এবার ইস্টবেঙ্গলের আক্রমণ অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ফলে ভালো পারফরম্যান্সের ব্যাপারে আশাবাদী ইস্টবেঙ্গল সদস্য-সমর্থকরা। ডুরান্ড কাপ জিতে মরসুমের শুরুটা ভালোভাবে করার লক্ষ্যে ইস্টবেঙ্গল।

মরসুমের প্রথম সর্বভারতীয় টুর্নামেন্ট ডুরান্ড কাপ

২৭ জুলাই শুরু হচ্ছে ডুরান্ড কাপ। এটাই চলতি মরসুমে প্রথম সর্বভারতীয় টুর্নামেন্ট হতে চলেছে। কলকাতা-সহ দেশের ৪ শহরে হবে ডুরান্ড কাপ। ২৪ দলকে নিয়ে হবে এবারের ডুরান্ড কাপ। আইএসএল-এর সব দলই ডুরান্ড কাপে খেলবে। ফাইনাল হবে ৩১ অগাস্ট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Durand Cup: আসছে ডুরান্ড কাপ, কবে থেকে শুরু হচ্ছে ভারতের এই ঐতিহ্যশালী প্রতিযোগিতা?

East Bengal: নতুন মরসুমেও ইস্টবেঙ্গলের অধিনায়ক ক্লেইটন, সহকারী মহেশ

Lallianzuala Chhangte: সমর্থকরা জার্সি পরিয়ে দিলেও ছাংতেকে পেল না মোহনবাগান, থাকছেন মুম্বইয়েই

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?