সকাল ১১টায় শুরু কলকাতা ডার্বির টিকিট বিক্রি, রাত জেগে লাইনে সমর্থকরা

ভারতীয় ফুটবলের সেরা আকর্ষণ ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচ। এই ম্যাচকে এশিয়ার সেরা ডার্বি বলে অভিহিত করা হয়। রবিবার ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচ হতে চলেছে।

Soumya Gangully | Published : Aug 15, 2024 8:55 PM IST / Updated: Aug 16 2024, 03:01 AM IST

সত্তরের দশকে কলকাতা ফুটবলে এই দৃশ্য পরিচিত ছিল। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিং ক্লাবের যে কোনও ম্যাচের আগের রাত থেকেই টিকিটের জন্য তাঁবুর বাইরে লাইন দিতেন দর্শকরা। এবার কলকাতা ফুটবলে সেই দৃশ্যই দেখা যাচ্ছে। বৃহস্পতিবার রাত থেকেই ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাঁবুর বাইরে টিকিটের জন্য লাইন দিয়েছেন সমর্থকরা। তাঁরা রাত জেগে টিকিটের জন্য অপেক্ষা করছেন। রবিবার চলতি মরসুমে প্রথমবার মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের সিনিয়র দল। কলকাতা লিগের ম্যাচে জয় পেয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু ডুরান্ড কাপে গোলপার্থক্যে পিছিয়ে লাল-হলুদ ব্রিগেড। ফলে গ্রুপের শীর্ষে থেকে নক-আউটের যোগ্যতা অর্জন করতে হলে জিততেই হবে ইস্টবেঙ্গলকে। অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্ট ড্র করলেই নক-আউটে পৌঁছে যাবে। দুই দলের সমর্থকরা স্টেডিয়ামে গিয়ে এই ম্যাচ দেখতে চান। এই কারণে তাঁরা রাত থেকেই টিকিটের লাইনে।

শুক্রবার অফলাইনে কলকাতা ডার্বির টিকিট বিক্রি

Latest Videos

শুক্রবার সকাল ১১টায় রবিবার ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচের জন্য অফলাইনে টিকিট বিক্রি শুরু হবে। এর আগে অনলাইনে টিকিট বিক্রি হয়েছে। কিন্তু দুই দলের বেশিরভাগ সমর্থকই টিকিট পাননি। এই কারণে সরাসরি ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাঁবু থেকে টিকিট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন ডুরান্ড কাপের আয়োজকরা। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের এখন দর্শক সংখ্যা ৭০ হাজারেরও কম। অতীতে এই স্টেডিয়ামের গ্যালারিতে একসঙ্গে ১,২০,০০০ দর্শক বসে খেলা দেখতে পারতেন। সেই সময় কলকাতা ডার্বিতে গ্যালারি পূর্ণ থাকত। এখনও উন্মাদনা একইরকম আছে। কিন্তু যুবভারতীর গ্যালারিতে আসন সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে। এই কারণে টিকিট নিয়ে হাহাকার দেখা যাচ্ছে।

রাজনীতিকে হারিয়ে দিচ্ছে ফুটবল

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ঘটনা নিয়ে এখন রাজ্য রাজনীতি উত্তাল। কিন্তু ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকরা রাজনীতিতে জড়ানোর বদলে নিজেদের প্রিয় ক্লাব নিয়েই ভাবছেন। তবে রবিবার কলকাতা ডার্বিতে আর জি করের ঘটনার প্রতিবদ জানাতে পারেন ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

শুক্রবার অফলাইন টিকিট বিক্রি শুরু, রবিবার কলকাতা ডার্বিতে আর জি করের প্রভাব পড়ছে?

ক্লেইটনের গোল বাতিল, দীর্ঘদিন পর এএফসি প্রতিযোগিতায় ফিরে ঘরের মাঠে হার ইস্টবেঙ্গলের

'এসকোবারের ঘটনা এখানে কে জানো?' ইস্টবেঙ্গলে সই করায় আনোয়ারকে খুনের হুমকি! ভাইরাল হোয়াটসঅ্যাপ চ্যাট

Share this article
click me!

Latest Videos

সঞ্জয় রায়ের মন্তব্যের পরই এই কেস রাজ্যের বাইরে নিয়ে যাওয়ার আর্জি শুভেন্দুর, দেখুন কী বললেন তিনি
তৃণমূল সরকারের সবচেয়ে বড় দুর্নীতি ধরে ফেলল বিজেপি, দেখুন কী বললেন জগন্নাথ চট্টোপাধ্যায়
নাচের অনুষ্ঠানের পারিশ্রমিক চাইতেই এ কী ঘটল ? অবশেষে এল পুলিশ
৮৭ দিন পার, কবে শেষ হবে তদন্ত! CBI দফতর অভিযানে মহিলারা | RG Kar Protest | RG Kar News Today
'এরা সব লাইন দিয়ে জেলে যাবে, একটাও ভোট TMC-কে দেবেন না' রুদ্রমূর্তিতে শুভেন্দু | Suvendu Adhikari