শুক্রবার অফলাইন টিকিট বিক্রি শুরু, রবিবার কলকাতা ডার্বিতে আর জি করের প্রভাব পড়ছে?

Published : Aug 16, 2024, 01:31 AM ISTUpdated : Aug 16, 2024, 01:44 AM IST
Kolkata Derby

সংক্ষিপ্ত

রবিবার ডুরান্ড কাপে কলকাতা ডার্বিতে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট ও রানার্স ইস্টবেঙ্গলের লড়াই হতে চলেছে। এই ম্যাচ ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে।

আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে সারা দেশে প্রতিবাদের ঢেউ। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে আন্দোলন দেখা যাচ্ছে। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দলগুলিও আসরে নেমেছে। এই আবহে রবিবার ডুরান্ড কাপে কলকাতা ডার্বি। ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট ম্যাচেও আর জি করের ঘটনার প্রভাব দেখা যেতে পারে। দুই দলের সমর্থকরা এর আগেও টিফোর মাধ্যমে বিভিন্ন বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন। এবার আর জি করের ঘটনার প্রতিবাদ জানাতে পারেন ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকরা। অনেকেই বলতে শুরু করেছেন, একজন মহিলা চিকিৎসকের উপর নৃশংস অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত।

স্থগিত হয়ে যাবে কলকাতা ডার্বি?

বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে, আর জি কর মেডিক্যাল কলেজের ঘটনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির জেরে রবিবার কলকাতা ডার্বি স্থগিত হয়ে যেতে পারে। এই ম্যাচে অন্তত ৬০,০০০ দর্শক বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে যেতে পারেন। রাস্তায় তাঁদের নিরাপত্তা ও যানজটের কথা মাথায় রেখেই কলকাতা ডার্বি অন্য কোনও দিন সরিয়ে নিয়ে যাওয়া হতে পারে। তবে সেই সম্ভাবনা কম। কারণ, ডুরান্ড কাপ সেনাবাহিনীর প্রতিযোগিতা। স্টেডিয়ামে নিরাপত্তার দায়িত্বে থাকেন সেনা জওয়ানরা। এমনকী, টিম বাসেও নিরাপত্তার জন্য সেনা জওয়ান থাকেন। ফলে কলকাতা ডার্বি স্থগিত হওয়ার সম্ভাবনা কম।

 

 

শুক্রবার শুরু অফলাইন টিকিট বিক্রি

ডুরান্ড কাপের আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১১টায় অফলাইনে কলকাতা ডার্বির টিকিট বিক্রি শুরু হবে। ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাঁবু থেকে টিকিট বিক্রি করা হবে। সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে। এর আগে অনলাইনে টিকিট ছাড়া হয়েছিল। মুহূর্তের মধ্যে সেই টিকিট শেষ হয়ে গিয়েছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বায়ুসেনার গোলে ৬ বার স্ট্রাইক, এগিয়ে থেকেই কলকাতা ডার্বি খেলতে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট

ক্লেইটনের গোল বাতিল, দীর্ঘদিন পর এএফসি প্রতিযোগিতায় ফিরে ঘরের মাঠে হার ইস্টবেঙ্গলের

'এসকোবারের ঘটনা এখানে কে জানো?' ইস্টবেঙ্গলে সই করায় আনোয়ারকে খুনের হুমকি! ভাইরাল হোয়াটসঅ্যাপ চ্যাট

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?