'বাঙাল এবং ঘটি, দুই পক্ষই তাদের বোনের জন্য একসাথে দাঁড়িয়েছে,' আর জি কর নিয়ে সরব সৌভিক চক্রবর্তী

আর জি কর মেডিক্যাল কলেজের নৃশংস ঘটনা সারা ভারতকে নাড়িয়ে দিয়েছে। সমাজের অন্যান্য ক্ষেত্রের মানুষের মতো ক্রীড়াবিদরাও মহিলা চিকিৎসকের উপর ভয়াবহ অত্যাচারের প্রতিবাদ করছেন।

Soumya Gangully | Published : Aug 17, 2024 5:31 PM IST / Updated: Aug 17 2024, 11:56 PM IST

কলকাতা ডার্বি বাতিল হওয়ায় ফুটবলপ্রেমীদের মতোই হতাশ। কিন্তু একইসঙ্গে মহৎ উদ্দেশ্যে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকদের একত্রিত হওয়ার ঘটনায় খুশি লাল-হলুদের মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী। তিনি সোশ্যাল মিডিয়া পোস্টে সারা বাংলার ফুটবলপ্রেমীদের সাধুবাদ জানিয়ে লিখেছেন, ‘ঐতিহ্যের ডার্বি ম্যাচে খেলতে না পেরে খুবই দুঃখিত। আমরা যত ডার্বি খেলি বা দেখি না কেন, প্রতিটি খেলারই খেলার মানুষের কাছে আলাদা বিশেষত্ব থাকে। তবে আমি খুশি যে এই গুরুত্বপূর্ণ কারণে বাঙালি সমাজ এক হয়েছে। বাঙাল এবং ঘটি, দুই পক্ষই তাদের বোনের জন্য একসাথে দাঁড়িয়েছে। আমরা চাই, একজন সন্তান হিসেবে, কোনো মায়ের কোল খালি না থাকুক। তাই ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত, যত কঠিনই বাধা আসুক, আমরা থামব না। #RGKAR #WeWantJustice.’

আর জি কর নিয়ে সরব ক্রীড়ামহল

Latest Videos

সৌভিকের সতীর্থ গোলকিপার দেবজিৎ মজুমদার, কেরালা ব্লাস্টার্সের ডিফেন্ডার প্রীতম কোটাল, ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার জসপ্রীত বুমরা-সহ অনেকেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসকের খুন ও ধর্ষণের ঘটনা নিয়ে সরব হয়েছেন। ক্রীড়াপ্রেমীরাও প্রতিবাদ জানাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানানোর পাশাপাশি পথেও নেমেছেন ইস্টবেঙ্গল-মোহনবাগান সমর্থকরা। রবিবার বিকেলে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে একসঙ্গে প্রতিবাদ জানাবেন দুই দলের সমর্থকরা।

 

 

আর জি কর নিয়ে সরব ফুটবলপ্রেমীরা

শনিবার রাতে হরিনাভিতে একত্রিত হয়েছিলেন ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকরা। তাঁরা একসঙ্গে আর জি করের ঘটনার প্রতিবাদ জানান। আরও অনেক জায়গায় প্রতিবাদ জানানো হচ্ছে। রবিবার সল্টলেকের প্রতিবাদে মহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে। কলকাতা ডার্বি বাতিল হলেও, বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে জমায়েত হচ্ছেন কলকাতার ফুটবলপ্রেমীরা। বাঙাল-ঘটির চিরাচরিত লড়াইয়ের বদলে একসঙ্গে প্রতিবাদ দেখা যাবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে কাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট?

রবিবার ডুরান্ড কাপে কলকাতা ডার্বি বাতিল, কবে ফেরত দেওয়া হবে টিকিটের দাম?

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ কারা?

Share this article
click me!

Latest Videos

ঠাকুর দেখার নাম করে যুবতীর সঙ্গে কুকর্ম! আতঙ্ক নরেন্দ্রপুরে! | South 24 Parganas News Today
'আমাদের নাম কেটে যাদের পাকা বাড়ি আছে তাদের আবাসের বাড়ি দিচ্ছে' দুর্নীতির অভিযোগ | Purba Bardhaman
ঘটনাকে চাপছে কারা! কার ভয়ে মুখ খুলছে না সঞ্জয়! ভালো করে দেখুন | RG Kar Case | Kolkata Doctor News
Sukanta Majumdar live: কালনায় সদস্যতা অভিযানে সুকান্ত, কী বার্তা, দেখুন সরাসরি
সিবিআই এতদিন ধরে কী করছে? সঞ্জয় রায়ের বিস্ফোরক মন্তব্যের পর প্রশ্ন কিঞ্জল নন্দের | Kinjal Nanda