রবিবার ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ বাতিল হয়ে গেলেও, দুই দলই কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে। ফলে ম্যাচ বাতিল হয়ে গেলেও কোনও দলেরই সমস্যা হল না।
নাটকীয় পট পরিবর্তন না হলে কলকাতায় ডুরান্ড কাপের একটি কোয়ার্টার ফাইনাল হবে। তবে সেই ম্যাচে ইস্টবেঙ্গল বা মোহনবাগান সুপার জায়ান্ট খেলবে না। কলকাতার দুই প্রধান কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলবে ভিনরাজ্যে। ২১ অগাস্ট দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে শিলং লাজংয়ের মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। এই ম্যাচ হবে শিলংয়ে। ম্যাচ শুরু হবে সন্ধে সাতটায়। তার আগে কোকরাঝাড়ে প্রথম কোয়ার্টার ফাইনালে ইন্ডিয়ান আর্মি ফুটবল টিমের মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। এই ম্যাচ শুরু হবে বিকেল চারটেয়। এরপর ২৩ অগাস্ট তৃতীয় কোয়ার্টার ফাইনালে পাঞ্জাব এফসি-র মুখোমুখি হবে মোহনবাগান সুপার জায়ান্ট। এই ম্যাচ হবে জামশেদপুরের জে আর ডি টাটা কমপ্লেক্সে। ম্যাচ শুরু হবে বিকেল চারটেয়। ২৩ অগাস্টই চতুর্থ কোয়ার্টার ফাইনালে কেরালা ব্লাস্টার্স এফসি-র মুখোমুখি হবে বেঙ্গালুরু এফসি। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে এই ম্যাচ শুরু হবে সন্ধে সাতটায়।
ডুরান্ড কাপ ফাইনালে ফের কলকাতা ডার্বি?
গতবার ডুরান্ড কাপে গ্রুপ লিগের পাশাপাশি ফাইনালেও মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট। এবার গ্রুপের ম্যাচ বাতিল হয়ে গেলেও, ফাইনালে ফের কলকাতা ডার্বি হতে পারে। লাল-হলুদ ও সবুজ-মেরুন ব্রিগেড যদি কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনালে জয় পায়, তাহলে ফাইনালে মহারণ। তবে কলকাতার ফুটবলপ্রেমীরা বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে সেই ম্যাচ দেখার সুযোগ পাবেন কি না স্পষ্ট নয়।
কলকাতা ডার্বি বাতিল হওয়ায় হতাশা
রবিবার কলকাতা ডার্বির জন্য তৈরি ছিল ময়দান। কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় ম্যাচ বাতিল করতে বাধ্য হয়েছেন ডুরান্ড কাপের আয়োজকরা। ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট সমর্থকরা এই ঘটনায় ক্ষুব্ধ ও হতাশ। তাঁরা এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
রবিবার ডুরান্ড কাপে কলকাতা ডার্বি বাতিল, কবে ফেরত দেওয়া হবে টিকিটের দাম?
ঘরের মাঠে কালীঘাটের বিরুদ্ধে ৪-০ জয়, কলকাতা লিগে ইস্টবেঙ্গলের জয়রথ অপ্রতিহত
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিপক্ষ কারা?