মাঠে নেমেই গোল হামিদের, ডুরান্ড কাপের কোয়ার্টার-ফাইনালে ইস্টবেঙ্গল

Published : Aug 06, 2025, 08:56 PM ISTUpdated : Aug 06, 2025, 11:04 PM IST
Hamid Ahadad

সংক্ষিপ্ত

East Bengal FC: এবারের ডুরান্ড কাপের (Durand Cup 2025) প্রথম ম্যাচে ৫-০ জয় পেয়েছিল ইস্টবেঙ্গল। বুধবার দ্বিতীয় ম্যাচেও লাল-হলুদ ব্রিগেডের আক্রমণাত্মক ফুটবল দেখা গেল। তবে বাধা হয়ে দাঁড়াল বার ও পোস্ট।

DID YOU KNOW ?
ডুরান্ড কাপে সফল লাল-হলুদ
বিশ্বের অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট ডুরান্ড কাপে দ্বিতীয় সফলতম ক্লাব ইস্টবেঙ্গল ১৬ বার চ্যাম্পিয়ন হয়েছে।

Durand Cup 2025: নামধারী স্পোর্টস অ্যাকাডেমিকে (Namdhari Sports Academy) সহজেই হারিয়ে ডুরান্ড কাপের (Durand Cup 2025) কোয়ার্টার-ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল (East Bengal FC)। ম্যাচের ফল ১-০। অনেক সুযোগ পেয়েও বড় ব্যবধানে জয় পেল না ইস্টবেঙ্গল। প্রথমার্ধেই হ্যাটট্রিক করতে পারতেন ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান তারকা মিগুয়েল ফেরেইরা দামাস্কেনো। কিন্তু তিনবারই তিনি অল্পের জন্য গোল পেলেন না। পোস্ট ও বারে বল লাগানোর হ্যাটট্রিক করলেন মিগুয়েল। ২১ মিনিটে শট পোস্টে লেগে ফিরে এল. পরের মিনিটেই হেড পোস্টে লেগে ফিরে এল। ৪২ মিনিটে হেড বারে লেগে ফিরে এল। গোল আসছে না দেখে দ্বিতীয়ার্ধে মরক্কোর স্ট্রাইকার হামিদ আহাদাদকে মাঠে নামান ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)। মাঠে নামার সাত মিনিটের মধ্যেই গোল করে কোচের ভরসার যোগ্য মর্যাদা দিলেন হামিদ। ৬১ মিনিটে মাঠে নামার পর ৬৮ মিনিটে গোল করলেন মরক্কোর স্ট্রাইকার। মিগুয়েলের কর্নার কিক যখন নামধারী বক্সে উড়ে এল, তখন বলের কাছে ছিলেন বিপীন সিং। তবে তিনি কিছু করার আগেই পিছন থেকে এসে হেডে জালে বল জড়িয়ে দেন হামিদ। এই গোলই লাল-হলুদ ব্রিগেডকে কোয়ার্টার-ফাইনালে পৌঁছে দিল।

লাল-হলুদের প্রাণভোমরা রশিদ

এবারের মরসুমে ইস্টবেঙ্গলের মাঝমাঠের প্রধান ভরসা মহম্মদ বাসিম রশিদ। অসাধারণ পারফরম্যান্স দেখাচ্ছেন এই মিডফিল্ডার। তিনি যেমন আক্রমণে দলকে সাহায্য করছেন, তেমনই বিপক্ষ দলের আক্রমণ রুখে দিয়েও দলকে সাহায্য করছেন। মাঝমাঠে অনেক জায়গা নিয়ে খেলেন রশিদ। ফলে তাঁর সতীর্থরা জায়গা পেয়ে যাচ্ছেন। মরসুম যত গড়াবে, ততই কার্যকরী হয়ে উঠতে পারেন রশিদ। তাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে।

ডুরান্ড কাপে ভালো শুরু লাল-হলুদের

চলতি ডুরান্ড কাপে প্রথম দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসী লাল-হলুদ শিবির। দুই ম্যাচে ছয় গোল দিল ইস্টবেঙ্গল। তবে নামধারীর বিরুদ্ধে অসংখ্য সুযোগ নষ্ট লাল-হলুদ শিবিরকে কিছুটা চিন্তায় রাখবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ইস্টবঙ্গলের হয়ে প্রথম ম্যাচেই গোল হামিদ আহাদাদের
বুধবার ডুরান্ড কাপে নামধারী স্পোর্টস অ্যাকাডেমির বিরুদ্ধে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে নেমেই গোল করলেন মরক্কোর হামিদ আহাদাদ।
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?
এআইএফএফ সুপার কাপ ২০২৫: পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল