Durand Cup: নিজেদের দ্বিতীয় ম্যাচে নামছে ইস্টবেঙ্গল, দলে কি কোনও পরিবর্তন আসছে?

Published : Aug 07, 2024, 03:19 PM IST
DURAND CUP 2024

সংক্ষিপ্ত

ডুরান্ড কাপে (Durand Cup) নিজেদের দ্বিতীয় ম্যাচে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। বুধবার সন্ধ্যা ৭টায়, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল বনাম ডাউনটাউন হিরোজ এফসি (Downtown Heroes FC)।

ডুরান্ড কাপে (Durand Cup) নিজেদের দ্বিতীয় ম্যাচে নামছে ইস্টবেঙ্গল (East Bengal)। বুধবার সন্ধ্যা ৭টায়, কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি ইস্টবেঙ্গল বনাম ডাউনটাউন হিরোজ এফসি (Downtown Heroes FC)।

তবে এরই মাঝে চোট সমস্যায় জেরবার লাল হলুদ। তাই এই ম্যাচে বেশ কয়েকজন ফুটবলারের খেলা নিয়ে রীতিমতো ধোঁয়াশা তৈরি রয়েছে। দিমিত্রিয়স দিয়ামান্তাকোস লাল-হলুদ জার্সিতে অভিষেক ম্যাচে গোল করেছেন। কিন্তু সেই গ্রিক ফরোয়ার্ডই গত দুদিন ধরে অনুশীলন করতে পারছেন না।

এমনকি, মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলন করেননি অধিনায়ক ক্লেইটন সিলভাও। জানা যাচ্ছে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চোট কাটিয়ে ফিরতে আরও কিছুদিন সময় লাগবে। তবে কোচ কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat) চিন্তায় আছেন দিয়ামান্তাকোসের চোট নিয়ে।

পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে ডাউনটাউনের বিরুদ্ধে প্রথম একাদশে সম্ভবত কোনও বদল আসবে না। তবে দিয়ামান্তাকোস যদি মাঠে নামেনও, তাহলেও সেটা খেলার একেবারে শেষদিকে।

মাথায় রাখতে হবে যে, আগামী ১৪ অগাস্ট এএফসি (AFC) চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে খেলতে নামবে ইস্টবেঙ্গল। তারই মাঝে ডাউনটাউনের বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে কুয়াদ্রাতের ছেলেরা।

প্রসঙ্গত, ডুরান্ড কাপের উদ্বোধনী ম্যাচে ডাউনটাউন এফসিকে হারিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। তাও আবার যুব দল নিয়ে। কিন্তু অপরদিকে কাশ্মীরের এই দলটি কিন্তু নিজেদের শেষ ম্যাচে বায়ুসেনার বিরুদ্ধে ২-০ গোলে জয় পেয়েছে।

তাই প্রতিপক্ষ দলকে একেবারেই হালকাভাবে নিচ্ছে না ইস্টবেঙ্গল। কুয়াদ্রাত জানিয়েছেন, “নকআউটে যাওয়ার জন্য ডাউনটাউন ম্যাচ থেকে আমাদের তিন পয়েন্ট পেতেই হবে।”

তাই বুধবার সন্ধ্যায়, লাল হলদের সামনে বেশ কড়া চ্যালেঞ্জ। একদিকে চোট নিয়ে চিন্তা, আর অন্যদিকে লক্ষ্য জয় এবং তিন পয়েন্ট।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

ন'য়ের দশকে লাল-হলুদ শিবিরের ভরসা ছিলেন, ইলিয়াস পাশার প্রয়াণে শোকাহত ময়দান
UCL 2026: জমে গেছে চ্যাম্পিয়ন্স লিগ, দুরন্ত জয় রিয়াল এবং আর্সেনালের! পরাজয় সিটির