Durand Cup: নিয়মরক্ষার ম্যাচে ১-০ গোলে জয়, ডুরান্ড কাপ থেকে বিদায় নিল মহামেডান স্পোর্টিং

Published : Aug 13, 2024, 09:35 PM IST
DURAND CUP 2024

সংক্ষিপ্ত

ডুরান্ড কাপে (Durand Cup 2024) নিয়মরক্ষার ম্যাচে জয় মহামেডানের। প্রতিযোগিতা থেকে আগেই ছিটকে গেছিল মহামেডান স্পোর্টিং।

ডুরান্ড কাপে (Durand Cup 2024) নিয়মরক্ষার ম্যাচে জয় মহামেডানের। প্রতিযোগিতা থেকে আগেই ছিটকে গেছিল মহামেডান স্পোর্টিং।

যদিও প্রথম ম্যাচে ড্র করে সাদাকালো ব্রিগেড। কিন্তু দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরুর কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকেই বিদায় নেয় তারা। ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে শেষ ম্যাচটি ছিল মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan Sporting Club) কাছে কার্যত নিয়মরক্ষার। আর সেই ম্যাচে ১-০ গোলে জিতল তারা।

ইন্ডিয়ান নেভিকে শেষ ম্যাচে মহামেডান হারালেও সেই ছিটকেই যেতে হল ইসরাফিলদের। এদিন ম্যাচের ২৪ মিনিটে, সুজিত সিংয়ের দুরন্ত গোলে এগিয়ে যায় মহামেডান স্পোর্টিং। কর্নার থেকে ফিরতি বলে বাঁ-পায়ের বাঁকানো শটে সুজিত ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে গোল করে যান। তবে এগিয়ে গিয়েও মহামেডান স্পোর্টিং আর গোল সংখ্যা বাড়াতে পারল না।

ডুরান্ড কাপে অভিযান শেষ হয়ে গেল সাদাকালো ব্রিগেডের। আর অপরদিকে কলকাতা লিগেও (Calcutta Football League) খুব একটা ভালো খেলতে পারছে না মহামেডান। এবার সামনে আইএসএল (ISL)। তার জন্য প্রস্তুতি শুরু করবে তারা। বুধবার সকালে শহরে পা রাখছেন দলের হেডকোচ আন্দ্রে চেরনিশভ। আগামী ১৬ আগস্ট থেকে শুরু হবে মহামেডানের অনুশীলন।

কিন্তু চলতি ডুরান্ডে একদমই ভালো ফুটবল উপহার দিল না মহামেডান। সমর্থকরা অনেক আশা করছিলেন। কিন্তু সেইভাবে ভালো খেলতেই পারল না গোটা দল। শেষ ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তিশালী প্রতিপক্ষ পেয়েও ডানা মেলতে পারল না মহামেডান।

নিজেদের দ্বিতীয় ম্যাচে বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকেই বিদায় নেয় তারা। আর ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে শেষ ম্যাচটি ছিল মহামেডান স্পোর্টিংয়ের (Mohammedan Sporting Club) কাছে নিতান্তই নিয়মরক্ষার। আর সেই ম্যাচে ১-০ গোলে জিতল তারা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?