অনুশীলন শুরু ইস্টবেঙ্গলের, সেইসঙ্গে লাল হলুদ কর্তাদের বিশেষ নজর কোনদিকে?

কলকাতায় এসেই অনুশীলনে নেমে পড়লেন ইস্টবেঙ্গল (East Bengal) কোচ কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat)। অন্যদিকে, ইস্টবেঙ্গল কর্তাদের বিশেষ নজর এবার মহিলা ফুটবল দল তৈরির দিকেও।

Subhankar Das | Published : Jul 4, 2024 12:12 PM IST

কলকাতায় এসেই অনুশীলনে নেমে পড়লেন ইস্টবেঙ্গল (East Bengal) কোচ কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat)। অন্যদিকে, ইস্টবেঙ্গল কর্তাদের বিশেষ নজর এবার মহিলা ফুটবল দল তৈরির দিকেও।

প্রসঙ্গত, গত মরশুমে সুপার কাপ (Super Cup) ছাড়া আর কোনও বড় ট্রফি ঘরে তুলতে পারেনি লাল হলুদ ব্রিগেড। ডুরান্ড কাপের (Durand Cup) ফাইনালে উঠলেও, চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের (Mohun Bagan Super Giant) কাছে হারতে হয় তাদের।

Latest Videos

অন্যদিকে, আইএসএল-এ (Indian Super League) সাময়িক ভালো খেললেও, শেষপর্যন্ত আশানুরুপ ফলাফল হয়নি। তাই শুরু থেকেই যেন ঝাঁপাতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট (Team Management)। সেইসঙ্গে, দলের মহিলা ফুটবল টিমের দিকেও এবার বিশেষ নজর দিচ্ছেন কর্তারা।

বুধবার, নিউটাউনের এআইএফএফ (AIFF) সেন্টার অফ এক্সেলেন্সে মরশুমের প্রথম প্র্যাকটিস সারে লাল হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাতের বডি ল্যাঙ্গুয়েজই যেন বলে দিচ্ছিল যে, একটুও সময় নষ্ট করতে রাজি নন তিনি। অনুশীলনের শুরুতেই তিনি নজর দেন ফুটবলারদের ফিটনেসের দিকে।

তারপর ছেলেদের নিয়ে সিচুয়েশন প্র্যাকটিস করেন কোচ। সেইসঙ্গে, ফ্রিকিক অনুশীলনও চলতে থাকে জোরকদমে। প্রথমদিনের অনুশীলনে হাজির ছিলেন ক্লেইটন সিলভা, সল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী, নিশু কুমার, মহম্মদ রাকিপ, প্রভসুখান গিল, গুরসিমরন সিং এবং পিভি বিষ্ণু। সেইসঙ্গে, ইস্টবেঙ্গলে নতুন সই করা মার্ক জোথানপুইয়া, প্রভাত লাকরা এবং দেবজিৎ মজুমদারও উপস্থিত ছিলেন প্র্যাকটিসে।

আরও পড়ুনঃ

কলকাতা লিগে কবে কবে নামছে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান? একনজরে তিন প্রধানের সূচি

এদিন ক্লাবকর্তা এবং ইমামি (Emami) কর্তারা কথা বলেন কোচ এবং ফুটবলারদের সঙ্গে। অন্যদিকে, এবার লাল হলুদের মহিলা ফুটবল দল গড়ার দিকেও বিশেষ নজর দিচ্ছেন কর্তারা। শোনা যাচ্ছে, এইমুহূর্তের অন্যতম উদীয়মান ভারতীয় ফরোয়ার্ড সান্ধিয়া রাগানাথানকে (Sandhiya Ranganathan) সই করাতে পারে লাল হলুদ। সূত্রের খবর, ২৬ বছর বয়সী কেরালার এই ফরোয়ার্ডকে (Forward) দলে নেওয়ার ব্যাপারে ভীষণভাবেই আগ্রহী ইস্টবেঙ্গল (Emami East Bengal) কর্তারা।

বর্তমানে তিনি খেলছেন গোকুলাম কেরালা এফসিতে (Gokulam Kerala FC)। সূত্রের খবর, আসন্ন মরশুমে সেই সান্ধিয়া রাগানাথানই আসতে পারেন লাল হলুদে।

আরও পড়ুনঃ 

ফের চমক ইস্টবেঙ্গলের! লাল হলুদ ডিফেন্সকে ভরসা দিতে চলে এলেন এই বাঙালি লেফট-ব্যাক

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

ভক্তরা মজলেন অরিজিৎ সিং ও এড শিরানের যুগলবন্দীতে! #shorts #shortsvideo #shortsviral #shortsyoutube
Suvendu Adhikari Live: মেদিনীপুর শহরে নির্বাচনী প্রচার শুভেন্দুর, দেখুন সরাসরি
ফর্মুলা রেডি! '২৬-এ মমতাকে উপড়ে ফেলে দেবো' সাফ কথা শুভেন্দুর, দেখুন | Suvendu Adhikari | BJP News
এ সিভিক না গুন্ডা! সামান্য বচসায় হেলমেট দিয়ে মেরে এ কী হাল করল যুবকের?
'পোলিং এজেন্টকে বুথ থেকে বের করে দিলে আমরা জাতীয় সড়ক অবরোধ করব' হুঙ্কার শুভেন্দুর | Suvendu Adhikari