Euro Cup: শেষমুহূর্তের 'ম্যাচ উইনিং সেভ', তুরস্ক গোলরক্ষককে নিয়ে অস্ট্রিয়া কোচ এ কি বললেন?

এ যেন কার্যত অবিশ্বাস্য। ম্যাচ উইনিং সেভ যাকে বলে। নেপথ্যে কে? তুরস্ক (Turkiye) গোলরক্ষক মার্ট গুনক (Mert Gunok)।

এ যেন কার্যত অবিশ্বাস্য। ম্যাচ উইনিং সেভ যাকে বলে। নেপথ্যে কে? তুরস্ক (Turkiye) গোলরক্ষক মার্ট গুনক (Mert Gunok)।

গত মঙ্গলবার, রাতে ইউরো কাপে (Euro Cup 2024) শেষ ষোলোর ম্যাচে মনে হয় ফিরে এসেছিলেন গর্ডন ব্যাঙ্কস (Gordon Banks)। গত ১৯৭০ সালের বিশ্বকাপে, পেলের (Pele) অবধারিত গোল রুখে দিয়েছিলেন ব্যাঙ্কস। সেটিকেই শতাব্দীর অন্যতম সেরা সেভ বলা হয়ে থাকে। কিন্তু ব্যাঙ্কসের সেই ঐতিহাসিক সেভকেই যেন এবার প্রতিদ্বন্দ্বিতায় ফেলে দিলেন মার্ট।

Latest Videos

মঙ্গলবার রাতে, অস্ট্রিয়ার (Austria) বিরুদ্ধে তুরস্ক গোলরক্ষক মার্ট ম্যাচের একেবারে শেষমুহূর্তে নিজের শরীর ছুঁড়ে অবিশ্বাস্য দক্ষতায় ডান হাত দিয়ে নিশ্চিত গোল বাঁচান। আর তারপরেই গর্ডন ব্যাঙ্কসের সঙ্গে তাঁর তুলনা শুরু হয়ে যায়।

এদিন অস্ট্রিয়ার ক্রিস্টফ বাউমগার্টনারের (Christoph Baumgartner) জোরালো হেড মাটিতে একটি ড্রপ খেয়ে, তীব্র গতিতে গোলের দিকে যাচ্ছিল। কিন্তু তুরস্কের গোলরক্ষক যেন পুরোপুরি প্রস্তুত ছিলেন। কার্যত অসম্ভবকে সম্ভব করে দেখালেন তিনি। তীব্র ক্ষিপ্রতায় ফার্স্ট পোস্ট থেকে সেকেন্ড পোস্টে, শরীর ছুঁড়ে দিয়ে নিশ্চিত গোল বাঁচিয়ে দেন মার্ট।

অস্ট্রিয়ার ফুটবলাররা যেন স্তম্ভিত। এও সম্ভব? মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে পড়েন তারা। আর তুরস্কের খেলোয়াড়রা ছুটে যান তাদের নায়কের দিকে। ম্যাচের ধারাভাষ্যকাররা বলতে থাকেন, “অবিশ্বাস্য”! এটি কি ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা সেভ?”

আরও পড়ুনঃ 

'এতদিন পর মাকে মনের মতো গিফট দিলাম' বললেন স্পেনের বিস্ময় বালক নিকো উইলিয়ামস, চেনেন তাঁকে?

ম্যাচ শেষে অস্ট্রিয়ার কোচ রাল্ফ র‌্যাগনিক (Ralf Rangnick) বলেন, “জিতব কী ভাবে? যদি প্রতিপক্ষ দলের হয়ে গর্ডন ব্যাঙ্কস গোলের নীচে এসে দাঁড়ায়!” এরপর আরও অনেক বিশেষজ্ঞই ব্যাঙ্কসের সঙ্গে মার্টের তুলনা টেনে আনেন। তারা জানান, “গর্ডন ব্যাঙ্কসের সেই গোল বাঁচানোর অ্যাকশন রিপ্লেই যেন আবার দেখলাম আমরা।”

খেলায় সেইসময় তুরস্ক ২-১ গোলে এগিয়ে থাকলেও, প্রবল চাপে পড়ে যায় তারা। গোল শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে অস্ট্রিয়া। লাগাতার আক্রমণ তুলে আনেন র‌্যাগনিকের ছেলেরা। ম্যাচের ৯৪ মিনিটে, অস্ট্রিয়ার সেই গোল বাঁচিয়ে তুরস্কের নায়ক হয়ে ওঠেন মার্ট।

শেষমুহূর্তে তাঁর ঐতিহাসিক সেভ শেষ আটে পৌঁছে দেয় তুরস্ককে। আর এবার কোয়ার্টার ফাইনালে তুরস্কের সামনে নেদারল্যান্ডস (Netherlands)।

আরও পড়ুনঃ

Euro Cup 2024: 'তরুণ তুর্কি' ভেঙে দিলেন রোনাল্ডোর রেকর্ড, কে এই ‘তুরস্কের মেসি?’

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari