East Bengal: বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠকের প্রস্তাব, ট্রান্সফার উইন্ডোতে নতুন ফুটবলার নেওয়ার অনুরোধ ইস্টবেঙ্গল কর্তাদের

প্রথমবার আইএসএল-এ সম্মানজনক অবস্থানে থাকার সম্ভাবনা জাগিয়ে তুলেছে ইস্টবেঙ্গল। এই আশায় ট্রান্সফার উইন্ডো কাজে লাগাতে চাইছেন লাল-হলুদ কর্মকর্তারা।

বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে দলকে আরও শক্তিশালী করে তুলতে চাইছেন ইস্টবেঙ্গল কর্মকর্তারা। তাঁরা পুরুষ দলের পাশাপাশি মহিলা দলকেও শক্তিশালী করে তুলতে চাইছেন। প্রয়োজনে আর্থিক সাহায্য করতেও তৈরি লাল-হলুদ কর্তারা। শনিবার ইস্টবেঙ্গল ক্লাবের কর্মসমিতির সভা ছিল। সেই সভার পর এক লিখিত বিবৃতিতে সচিব কল্যাণ মজুমদার জানিয়েছেন, ‘কর্মসমিতির সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব গৃহীত হল, আমাদের পুরুষ ও মহিলা দলকে আরও শক্তিশালী করা প্রয়োজন। আমরা কোম্পানির কর্ণধারদের কাছে অনুরোধ জানাচ্ছি, কোচদের চাহিদা অনুযায়ী ট্রান্সফার উইন্ডোতে তাঁদের হাতে উপযুক্ত কয়েকজন খেলোয়াড় তুলে দিতে পারেন কি না ভেবে দেখুন। জানুয়ারির ২-৩ তারিখে কোম্পানির সঙ্গে বৈঠকের প্রস্তাবও রাখা হল। আমরা এটাও মাথায় রেখেছি, গত বছর থেকে কোম্পানি দলকে সর্বস্তরে শক্তিশালী করে তোলার ব্যাপারে সাধ্য অনুযায়ী দায়িত্ব পালন করেছে। দলকে আরও শক্তিশালী করে তোলার ব্যাপারে ক্লাব সর্বতভাবে চেষ্টা করবে। প্রয়োজনে আর্থিকভাবেও সাহায্য করা হবে।’

আশায় ইস্টবেঙ্গল সমর্থকরা

Latest Videos

এবারের আইএসএল-এর শুরুতে পরপর কয়েকটি ম্যাচ হেরে গেলেও, গত কয়েকটি ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েছে ইস্টবেঙ্গল। ফলে সুপার কাপের আগে নতুন করে আশার আলো দেখছেন সদস্য-সমর্থকরা। সবাই আশা করছেন, ট্রান্সফার উইন্ডোতে দলে কয়েকটি বদল করা হলে ফল আরও ভালো হবে। হেভিয়ের সিভেরিও তোরোকে ছেড়ে দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। তাঁর পরিবর্তে একজন ভালো স্ট্রাইকারকে দলে নেওয়ার চেষ্টা করছেন ইস্টবেঙ্গলের বিনিয়োগকারীরা। আইএসএল-এর অন্য দল থেকে কয়েকজন ভারতীয় ফুটবলারকেও নিতে পারে লাল-হলুদ

সুপার কাপে ভালো ফলের আশায় লাল-হলুদ

৯ জানুয়ারি ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের প্রথম ম্যাচে হায়দরাবাদ এফসি-র মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। তার আগেই নতুন ফুটবলারদের দলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

East Bengal: ফের বিতর্কিত রেফারিং, ওড়িশা এফসি-র সঙ্গে গোলশূন্য ড্র ইস্টবেঙ্গলের

East Bengal: মুম্বইয়ের সঙ্গে গোলশূন্য ড্র, সাহস দেখাতে পারল না ইস্টবেঙ্গল

East Bengal: বিশেষভাবে সক্ষম সমর্থকের সঙ্গে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন ইস্টবেঙ্গল দলের

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata