CFL: খিদিরপুরকে ১০-১ গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল, হ্যাট ট্রিক করলেন বিষ্ণু-মহীতোষের

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে খিদিরপুরকে ১০-১ ব্যবধানে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। ম্যাচে বিষ্ণু পিভি এবং মহীতোষ রায় হ্যাট ট্রিক করেছেন। বিষ্ণু করেছেন চার গোল। প্রথমার্ধের শেষ দিকে খিদিরপুরের প্রদীপ পালের করা একমাত্র গোলটি খিদিরপুরের সান্ত্বনা।

কলকাতা ফুটবল লিগে ঘরের মাঠে খিদিরপুরকে ১০-১ ব্যবধানে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। ম্যাচে বিষ্ণু পিভি এবং মহীতোষ রায় হ্যাট ট্রিক করেছেন। বিষ্ণু করেছেন চার গোল। প্রথমার্ধের শেষ দিকে খিদিরপুরের প্রদীপ পালের করা একমাত্র গোলটি খিদিরপুরের সান্ত্বনা।

প্রথমার্ধেই ৬ গোল করে ফেলে ইস্টবেঙ্গল। ৬ মিনিটে প্রথম গোল করেন বিষ্ণু। ফ্রি কিক থেকে গোল করেন বিষ্ণু। ১০ মিনিটের মাথায় দলের এবং নিজের দ্বিতীয় গোল করেন তিনি। দু’গোল খাওয়ার পরে রক্ষণ কিছুটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করে খিদিরপুর। তাতে কাজ হয়নি। ৩৬ মিনিটেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন বিষ্ণু। তার পর আর রোখা যায়নি লাল-হলুদ ব্রিগেডকে। মহীতোষও নিজের হ্যাটট্রিক পূরণ করে ফেলেন প্রথমার্ধেই। খেলার বিরতিতে ৬-১ ব্যবধানে এগিয়ে ছিল ইস্টবেঙ্গল।

Latest Videos

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার পাঁচ মিনিটের মাথায় নিজের চার নম্বর গোল করেন বিষ্ণু। তার তিন মিনিট পরে আবার গোল। এ বার গোল করান বিষ্ণু। তাঁর পাস থেকে গোল করেন জেসিন টিকে। ৭০ মিনিটের মাথায় আসে ইস্টবেঙ্গলের নবম গোল। এ বার গোল করেন ভিপি সুহের। ১০ মিনিট পরে নিজের দ্বিতীয় গোল করেন সুহের। ১০-১ গোলে এগিয়ে যায় লাল-হলুদ। সুহেরও হ্যাটট্রিক করতে পারতেন। পরের ১০ মিনিটে আর গোল করতে পারেনি ইস্টবেঙ্গল। শেষ পর্যন্ত ১০-১ গোলে জিতে মাঠ ছাড়ে তারা।

Share this article
click me!

Latest Videos

ফের অশান্তি সন্দেশখালিতে! তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল, সক্রিয় শিবু হাজরার অনুগামীরা | Sandeshkhali
Mamata Banerjee Live: গঙ্গাসাগর থেকে বড় ঘোষণা মমতার, দেখুন সরাসরি
'আয় জিহাদির বাচ্চারা, রাজাকারের নাতিরা, তোদের বাণ্ডিল করব' | Suvendu Adhikari | #shorts | #bjp
ভারতে ঢুকে পড়ল চীনের নতুন ভাইরাস HMPV ! বেঙ্গালুরুতে প্রথম পজেটিভ রোগী, দেখুন | HMPV India |
Daily Horoscope : ৭ জানুয়ারি মঙ্গলবার এই ব্যক্তিদের দিনটি ভালো যাবে, দেখুন আজকের রাশিফল