East Bengal FC: মিডফিল্ড শক্তিশালী করাই লক্ষ্য, রামসাঙ্গার সঙ্গে ৩ বছরের চুক্তি ইস্টবেঙ্গলের

Published : Jul 10, 2025, 09:42 PM ISTUpdated : Jul 10, 2025, 10:01 PM IST
Ramsanga Tlaichhun

সংক্ষিপ্ত

Ramsanga Tlaichhun: নতুন মরসুমে দল শক্তিশালী করে তোলার জন্য বিদেশি ফুটবলারদের পাশাপাশি তরুণ ভারতীয় ফুটবলারদেরও দলে নেওয়ার পরিকল্পনা করেছে ইস্টবেঙ্গল। তরুণ ফুটবলারদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করা হচ্ছে।

East Bengal: বুধবার রক্ষণ শক্তিশালী করার জন্য আই লিগ (I-League) থেকে তরুণ ভারতীয় মিডফিল্ডার মার্তণ্ড রায়নাকে (Martand Raina) দলে নেওয়ার কথা ঘোষণা করেছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। বৃহস্পতিবার আই লিগে খেলা তরুণ ভারতীয় মিডফিল্ডার রামসাঙ্গা তলাইছুনের (Ramsanga Tlaichhun) সঙ্গে তিন বছরের চুক্তির কথা ঘোষণা করা হল। মার্তণ্ডর মতোই রামসাঙ্গার সঙ্গেও দীর্ঘমেয়াদী চুক্তি করা হল। এই দুই তরুণ ভারতীয় ফুটবলার দীর্ঘদিন লাল-হলুদ জার্সি পরে ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশা করা হচ্ছে। আই লিগে রিয়াল কাশ্মীর এফসি-র (Real Kashmir FC) হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন রামসাঙ্গা। ২০২৪-২৫ মরসুমের আই লিগে তিনি ২১ ম্যাচে মোট ১,৮২৮ মিনিট খেলেন। তিনি নিজে তিন গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে দুই গোল করান। মিজোরামের এই মিডফিল্ডার রিয়াল কাশ্মীরে যোগ দেওয়ার আগে আইজল এফসি-র (Aizawl FC) হয়ে দুই মরসুম খেলেন। এবার তিনি ৩১ নম্বর লাল-হলুদ জার্সি পরে খেলবেন।এই মিডফিল্ডার পাসিং দক্ষতা, লড়াই করার ক্ষমতা এবং পরিশ্রম করার জন্য বিখ্যাত। ফলে তাঁকে নিয়ে আশাবাদী লাল-হলুদ শিবির।

রামসাঙ্গার স্বপ্নপূরণ

ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর ২৫ বছর বয়সি মিডফিল্ডার রামসাঙ্গা বলেছেন, ‘এই ক্লাবে যোগ দিতে পেরে আমার স্বপ্নপূরণ হল। আমি ছাপ ফেলতে চাই। যত বেশি সময় সম্ভব মাঠে থাকতে চাই এবং ইস্টবেঙ্গলকে ট্রফি জেতাতে চাই। লাল-হলুদ জার্সি পরার জন্য আমার আর তর সইছে না। আমি আবেগপ্রবণ সমর্থকদের সামনে খেলতে চাই। জয় ইস্টবেঙ্গল।’

রামসাঙ্গাকে নিয়ে আশাবাদী অস্কার

রামসাঙ্গার প্রশংসা করে ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কার ব্রুজোঁ বলেছেন, ‘রামসাঙ্গা বিপক্ষ দলের আক্রমণ থামিয়ে দিতে পারে। ও বলের দখল হারালে ফের তা নিতে পারে এবং নতুন করে আক্রমণ শুরু করার জন্য বল বাড়াতে পারে। ও গোল করতে পারে, গোলের পাস বাড়াতে পারে। ওর মধ্যে রক্ষণের পাশাপাশি আক্রমণের ক্ষমতাও আছে। গত মরসুমে ওর ভালো পারফরম্যান্স ইঙ্গিত দিচ্ছে, ও আমাদের দলের নির্ভরযোগ্য খেলোয়াড় হয়ে উঠতে পারে এবং মিডফিল্ডে নিয়মিত খেলতে পারে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?