East Bengal: লক্ষ্য এবার কলকাতা লিগ জয়। আর সেই জন্যই আসন্ন সিএফএল-কে মাথায় রেখে দল গোছাতে শুরু করে দিল লাল হলুদ ব্রিগেড।

East Bengal: ইস্টবেঙ্গলের পাখির চোখ আসন্ন কলকাতা লিগ। বলা চলে, লক্ষ্য এবার কলকাতা লিগ জয় (calcutta football league 2025)। আর সেই জন্যই আসন্ন সিএফএল-কে মাথায় রেখে দল গোছাতে শুরু করে দিল লাল হলুদ ব্রিগেড (east bengal transfer update)।

দলের সঙ্গে যুক্ত হলেন তিন বঙ্গসন্তান

Scroll to load tweet…

ইস্টবেঙ্গলে সই সেরে ফেললেন মনতোষ মাজি, বিক্রম প্রধান এবং সঞ্জয় ওরাওঁ। প্রসঙ্গত, মনতোষ এবং বিক্রম আবার সন্তোষ ট্রফি জয়ী বাংলা ফুটবল দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। 

মনতোষ মূলত স্ট্রাইকার।অন্যদিকে, বিক্রম প্রধান হলেন ডিফেন্ডার এবং সঞ্জয় ওরাওঁ খেলেন মিডফিল্ডে। ইতিমধ্যেই এই তিন বঙ্গসন্তানের সঙ্গে চুক্তি সেরে ফেলেছে ইস্টবেঙ্গল। আর এই ফুটবলারের অন্তর্ভুক্তি আদতে যে লাল হলুদকে আরও শক্তিশালী করে তুলবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

কলকাতা লিগকে সামনে রেখে একেবারে প্রথমদিনের অনুশীলন থেকেই স্কোয়াডের সঙ্গে যুক্ত হয়েছেন এই তিন বাঙালি ফুটবলার

YouTube video player

প্রসঙ্গত, কলকাতা লিগে এবার ভূমিপুত্রের সংখ্যা বৃদ্ধি করেছে আইএফএ। তাই এখন থেকে আর ৫ জন নয়, প্রতিটি দল সবকটি ম্যাচে ৬ জন ভূমিপুত্রকে খেলাতে পারবে এবং তা বাধ্যতামূলক করা হয়েছে। 

আগামী ২৫ জুন শুরু হতে চলা কলকাতা লিগে একই গ্রুপে রয়েছে কলকাতার দুই প্রধান। গ্রুপ এ-তে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মেসারার্স ক্লাব, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, সুরুচি সংঘ, রেলওয়ে এফসি, বিএসএস স্পোর্টিং ক্লাব, জর্জ টেলিগ্রাফ, ক্যালকাটা কাস্টমস, কালীঘাট মিলন সংঘ, পাঠচক্র, আর্মি রেড এবং পুলিশ এসি। 

অন্যদিকে, গ্রুপ বি-তে রয়েছে ডায়মন্ডহারবার এফসি, মহামেডান স্পোর্টিং ক্লাব, শ্রীভূমি এফসি, ক্যালকাটা পুলিশ ক্লাব, উয়াড়ি অ্যাথলেটিক ক্লাব, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, ভবানীপুর, অ্যাসোস রেইনবো এসি, এরিয়ান, খিদিরপুর এসসি, ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব, সাদার্ন সমিতি এবং পিয়ারলেস। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।