East Bengal: বেলাইন হওয়া ইস্টবেঙ্গলের হাল ধরতে এবার দায়িত্ব সঞ্জয় সেনের কাঁধে? বিরাট আপডেট

চলতি আইএসএল-এ (Indian Super League 2024-25) ইস্টবেঙ্গলের অবস্থা একেবারেই ভালো নয়। 

একবারও প্লে-অফের যোগ্যতা অর্জন করতে পারেনি লাল হলুদ ব্রিগেড। যদিও রবিবার, কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে মহমেডানকে হারিয়ে দিয়েছে তারা। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে সাদাকালো ব্রিগেডের অবস্থাও তো তথৈবচ। তাই এই ম্যাচকে পুরোপুরি শক্তি বিচারের মাপকাঠি হিসেবে ধরা যায়না।

কিন্তু এই ম্যাচ জিতলেও যে লাল হলুদ ব্রিগেড প্লে-অফের দৌড়ে নিজেদের নাম লেখাতে পেরেছে, সেই কথাও বলা যাবেনা। তারপরেও অনেক হিসেবনিকেশ আছে। বলা ভালো, এমন কোনও সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। ইতিমধ্যেই দলের এই খারাপ পারফরম্যান্সের জেরে লাল হলুদ সমর্থকদের অপছন্দের তালিকায় চলে গেছেন হেড কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon)।

Latest Videos

এমনকি, অনেকেই তাঁর পদত্যাগের দাবিও তুলতে শুরু করে দিয়েছেন। ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থকদের একাংশ আবার একধাপ এগিয়ে বলছেন, এখনই সঞ্জয় সেনকে দলের হেড কোচ হিসেবে নিয়ে আসা হোক।

উল্লেখ্য, সঞ্জয় সেনের কোচিংয়ে সম্প্রতি বাংলা ফুটবল দল সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে। সেইসঙ্গে, তাঁর কোচিংয়ে মোহনবাগান প্রথমবারের জন্য আইলিগ শিরোপাও। ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়েই, লাল হলুদ সমর্থকদের একমাত্র আশা এবং ভরসা এই বাঙালি কোচকে ঘিরে। কারণ, তারা মনে করছেন এই বাঙালি কোচের হাত ধরেই ইস্টবেঙ্গলের ভাগ্য বদলে যেতে পারে।

প্রসঙ্গত, কার্লেস কুয়াদ্রাতের পর দলের দায়িত্ব নেন অস্কার ব্রুজোঁ। তাঁর কোচিং-এই এএফসি চ্যালেঞ্জ কাপে দুর্দান্ত পারফর্ম করে ইস্টবেঙ্গল। তারপর অনেকেই আশা করেছিলেন যে, সেই পারফরম্যান্সের ধারাই চলতি ইন্ডিয়ান সুপার লিগেও বজায় থাকবে। কিন্তু আদতে তা হয়নি।

এই মুহূর্তে লিগ টেবিলে ১১ নম্বরে দাঁড়িয়ে রয়েছে তারা। গত ১৯ ম্যাচে মাত্র ১৮ পয়েন্ট সংগ্রহ করেছে ইস্টবেঙ্গল। আর তারপরেই কার্যত, ক্ষুব্ধ ইস্টবেঙ্গল সমর্থকরা। একদল সমর্থক চাইছেন, আর দেরি না করে এখনই সঞ্জয় সেনকে কোচ হিসেবে নিয়ে আসা হোক। একজন বাঙালির হাতেই থাকুক লাল হলুদ ব্রিগেডের দায়িত্ব। তবে সবটাই সমর্থকদের ইচ্ছে। দলের তরফ থেকে কোনও সরকারি বিবৃতি এই বিষয়ে আসেনি। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'যে সামনে আসবে, তার ওপর দিয়েই হেঁটে যাবে' | Dilip Ghosh Latest News Today | Bangla News Today
'অধীর হিন্দু হওয়ার জন্যই হেরে গেছেন', সাম্প্রদায়িক প্রসঙ্গে অধীরকে ধুয়ে যা বললেন শুভেন্দু
Hooghly News: ‘দাঁড়া, মজা দেখাচ্ছি!’ এক মুহূর্তেই বদলে গেল সব! ছুরি হাতে ঝাঁপিয়ে পড়ল শ্যালকেরা
দাসপুরে হিন্দু ধর্মগুরু হিরন্ময় প্রভুর ওপর দুষ্কৃতী হামলা | Hiranyamay Prabhu attack | Bangla News
বারুইপুরে পোষ্য নিয়ে তোলপাড়! TMC নেতার ছেলের বিরুদ্ধে কুকুর চুরির অভিযোগ | Baruipur Dog Stolen News