যুবভারতী মাতালেন মেসি, মহামেডান স্পোর্টিংকে উড়িয়ে নতুন আশায় ইস্টবেঙ্গল

এবারের আইএসএল-এ ইস্টবেঙ্গলের সুপার সিক্সের যোগ্যতা অর্জনের আশা নেই বললেই চলে। তবে অঙ্কের বিচারে এখনও লড়াই থেকে হারিয়ে যায়নি ইস্টবেঙ্গল।

গোল পেলেন নাওরেম মহেশ সিং। চোট সারিয়ে গত ম্যাচে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে খেলতে নেমে ভালো পারফরম্যান্স দেখাতে না পারার জন্য সমালোচনার মুখে পড়া সল ক্রেসপো এদিন মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই গোল পেলেন। পুরনো দলের বিরুদ্ধে মাঠে নেমেই গোল পেলেন ডেভিড লাললানসাঙ্গা। গোল না পেলেও, দুর্দান্ত পারফরম্যান্সে দর্শকদের মাতিয়ে দিলেন রাফায়েল মেসি বৌলি। রক্ষণে ভরসা দিলেন আনোয়ার আলি। সবমিলিয়ে ফের ছন্দে ইস্টবেঙ্গল। রবিবার কলকাতা ডার্বিতে মহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-১ উড়িয়ে দিল লাল-হলুদ ব্রিগেড। দ্বিতীয়ার্ধে মাঠে মহামেডান স্পোর্টিংয়ের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন সন্তোষ ট্রফিতে সবচেয়ে বেশি গোল করে বাংলাকে চ্যাম্পিয়ন করা রবি হাঁসদা। তাঁর বাঁ পায়ের আউটস্টেপের অনবদ্য পাস থেকেই ব্যবধান কমান ফ্রাঙ্কা। দু'দলই গোলসংখ্যা বাড়ানোর সুযোগ পেয়েছিল। গোলের সুযোগ যেমন নষ্ট হয়, তেমনই একাধিকবার বার বাধা হয়ে দাঁড়ায়। রবিবাসরীয় সন্ধ্যায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারির বেশিরভাগ আসনই ফাঁকা ছিল। তবে যে দর্শকরা গ্যালারিতে ছিলেন এবং যাঁরা মোবাইল অ্যাপে বা ওয়েবসাইটে ম্যাচ দেখলেন, তাঁরা উপভোগ্য লড়াইয়ের সাক্ষী থাকলেন।

অসাধারণ পারফরম্যান্স মেসির

Latest Videos

এদিন ম্যাচের সেরা আকর্ষণ ছিলেন মেসি। লেফট উইং দিয়ে তাঁর দৌড়, ড্রিবল, ক্রস নজর কেড়ে নিচ্ছিল। দু'বার গোলের কাছাকাছি গিয়েও সুযোগ নষ্ট করেন মেসি। না হলে তিনি লাল-হলুদ জার্সিতে প্রথম গোল পেতে পারতেন। ২৭ মিনিটে বিষ্ণু পি ভি-র কাছ থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে জালে বল জড়িয়ে দেন মহেশ। তার আগে নিশু কুমারের কর্নার কিক বারে লেগে ফিরে আসে। না হলে তখনই এগিয়ে যেত ইস্টবেঙ্গল। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ১-০। ৬৫ মিনিটে বল তাড়া করে বিপক্ষের গোলকিপার ও ডিফেন্ডারকে চাপে ফেলে গোল করেন ক্রেসপো। তাঁকে বল বাড়ান মেসি। ৬৮ মিনিটে ব্যবধান কমান ফ্রাঙ্কা। এরপর চাপে পড়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। মহামেডান স্পোর্টিং প্রায় সমতা ফিরিয়ে এনেছিল। বারে লেগে বল ফিরে আসার পর গোললাইন সেভ করেন আনোয়ার। অন্যদিকে, কর্নার থেকে হেক্টর ইয়ুস্তের হেডও বারে লেগে ফিরে আসে। ৮৯ মিনিটে প্রভাত লাকড়ার কাছ থেকে বল পেয়ে পুরনো দলের বিরুদ্ধে গোল করেন ডেভিড। ফলে ইস্টবেঙ্গলের জয় নিশ্চিত হয়ে যায়। এই ম্যাচ জিতে ২০ ম্যাচ খেলে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ১১ নম্বরে থাকল ইস্টবেঙ্গল। অন্যদিকে, ২০ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে সবার শেষেই থাকল মহামেডান স্পোর্টিং।

দেবজিতের অনবদ্য সেভ

ম্যাচের শেষদিকে বারবার শুয়ে পড়ছিলেন ইস্টবেঙ্গলের গোলকিপার প্রভসুখন সিং গিল। ৮৮ তাঁকে তুলে দেবজিৎ মজুমদারকে নামান প্রধান কোচ অস্কার ব্রুজোঁ। কোচের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হন গিল। তবে দেবজিৎ অসাধারণ সেভ করে দলকে বাঁচিয়ে দেন। ৭৫ মিনিটে মেসিকে কেন তুলে নেওয়া হল বোঝা গেল না। ইস্টবেঙ্গল সমর্থকদের বিরক্তির কারণ হলেন গ্রিসের স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তাকস। তিনি সারা ম্যাচে বেশিরভাগ সময়ই বিপক্ষের ডিফেন্ডারদের কাছে আটকে গেলেন। তাঁকে কেন ৯০ মিনিট মাঠে রাখলেন অস্কার, তা স্পষ্ট নয়।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'আমরা যে জায়গায় তাতে কেউ ফুল বাড়িয়ে দেবে না,' ব্যর্থতার দায় নিচ্ছেন অস্কার

শীর্ষকর্তা-সিটিও-র বিরুদ্ধে ইস্টবেঙ্গল সমর্থকদের বিক্ষোভ, ছাড় পেলেন না কোচ-ফুটবলাররাও

মাঠে এল না ডায়মন্ড হারবার এফসি, কলকাতা ফুটবল লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল?

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘পিতৃপরিচয় ঠিক থাকলে ঠুসে দেখাক!’ Mamata Banerjee-র Humayun Kabir-কে ধুয়ে দিলেন Suvendu Adhikari
'৩১ মার্চের মধ্যে কেন্দ্রের টাকা প্রাপকদের না দিলে...' চরম হুঁশিয়ারি শুভেন্দুর | Suvendu Adhikari
'হিন্দুরা থাকে তাই করবে না, রোহিঙ্গারা থাকলে করত' বুঝিয়ে দিলেন শুভেন্দু | Suvendu Adhikari Latest
খেলা ঘুরিয়ে দিলেন শুভেন্দু, হিন্দু ভোটারদের বাংলাদেশী বানানোর চক্রান্ত! দেখুন | Suvendu Adhikari
আকাশে উড়ছে ড্রোন, উগ্রপন্থীদের খোঁজে চিরুনি তল্লাশি, আতঙ্ক এলাকায় | Search Operation | Hiranagar