East Bengal: হোটেলে বন্দি লাল হলুদ, ইচ্ছেমতো করা যাচ্ছে না অনুশীলন! তুর্কেমেনিস্তানে সমস্যায় ইস্টবেঙ্গল

Published : Mar 11, 2025, 03:00 PM IST
East Bengal FC

সংক্ষিপ্ত

হোটেলে বন্দি ইস্টবেঙ্গল (East Bengal)। দীর্ঘ বিমানযাত্রার পর তুর্কেমেনিস্তানের আর্কাদাগে পৌঁছে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ইস্টবেঙ্গল ফুটবলাররা (East Bengal Footballers)।

East Bengal: সেই স্বস্তি বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হয়নি তাদের। লাল হলুদ শিবির (East Bengal) অভিযোগ করছে, হোটেলের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি কাউকে। মানে নতুন শহরে কার্যত বন্দি অবস্থায় জীবন কাটাতে হচ্ছে দলের ফুটবলারদের (East Bengal Footballers)।

রবিবার, আর্কাদাগের স্থানীয় সময় সকাল ৯টা নাগাদ পৌঁছে যায় গোটা দল। কিন্তু বিকেল পর্যন্ত গোটা বিশ্বের সঙ্গে যোগাযোগ ছিল না তাদের। কারণ, মোবাইল ফোনের ইন্টারনেট পরিষেবা চালু হতে হতে বিকেল হয়ে যায়। জানা গেছে, আর্কাদাগের হোটেলের বাইরে যে বিনা অনুমতিতে পা রাখা যাবে না, তা আগে থেকে অবশ্য জাননো হয়নি। সেখানে পৌঁছনোর পরেই গোটা টিম তা জানতে পারে। কার্যত ঘরে বন্দি হয়ে পড়ে দল। তার উপর তীব্র ভাষা সমস্যাও রয়েছে সেখানে (AFC Challenge League 2025)।

শুধু তাই নয়, ইচ্ছেমতো অনুশীলন করারও সুযোগ নেই। যখন বাস পাঠানো হবে, তখনই একমাত্র অনুশীলন করা যাবে। কিন্তু সেইসব মাথায় না রেখে, আগামী ১২ মার্চ এফসি আর্কাদাগকে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) শেষ চারে যোগ্যতা অর্জনের লক্ষ্যে অবিচল ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো।

এমনিতেই কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বে ঘরের মাঠ যুবভারতীতে ১-০ গোলে হেরে প্রবল চাপে রয়েছে ইস্টবেঙ্গল। এদিকে দ্বিতীয় পর্বের ম্যাচ আর্কাদাগ নিজেদের ঘরের মাঠে খেলবে। তাই শেষ চারে উঠতে হলে দিমিত্রিয়স দিয়ামানতাকোসদের অন্তত ২ গোলের ব্যবধানে জিততেই হবে। যদি তারা ১-০ ব্যবধানে জেতে, তাহলে ম্যাচ গড়াবে টাইব্রেকারে (AFC Challenge League 2025 News)।

কিন্তু লড়াই কঠিন হলেও একেবারেই আশা ছাড়ছেন না অস্কার। আর ঠিক সেই কারণেই আইএসএল-এর শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে প্রথম একাদশের অধিকাংশ ফুটবলারকেই বিশ্রাম দেওয়া হয়। কারণ, প্রথম থেকেই ইস্টবেঙ্গলের লক্ষ্য এএফসি-র ম্যাচে ভালো ফল করা। তাই সেইভাবেই পরিকল্পনা সাজাতে শুরু করে তারা।

কিন্তু তুর্কেমেনিস্তান পৌঁছে এইভাবে হোটেলে বন্দি হয়ে থাকতে হবে, সেটা বোধহয় কোনওভাবেই আন্দাজ করতে পারেনি লাল হলুদ ব্রিগেড।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?
এআইএফএফ সুপার কাপ ২০২৫: পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে ফাইনালে ইস্টবেঙ্গল