
Mohun Bagan Election:আইএসএল লিগ শিল্ড (ISL League Shield) জয় করে ভারতসেরা মোহনবাগান (Mohun Bagan)। আর এবার মোহনবাগান ক্লাবেও ভোটের দামামা বেজে গেল। সেই বিষয়টিকে মাথায় রেখেই আগামী ২০ মার্চ কর্মসমিতির একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে।
সেই বৈঠকেই অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে তৈরি হওয়া পাঁচ সদস্যের একটি ইলেকশন বোর্ডের হাতে ক্লাবের সমস্ত ক্ষমতা হস্তান্তর করা হবে বলে জানা গেছে। নির্বাচন হয়ে গিয়ে নতুন কমিটি ক্ষমতায় আসার আগে পর্যন্ত পূর্বতন বোর্ডই ক্লাবের দায়িত্ব পালন করবে। তবে নির্বাচনের (Mohun Bagan Election) দিন ঠিক করবে ইলেকশন বোর্ড (Election Board)।
সোমবার, মোহনবাগান ক্লাবের (Mohun Bagan Club) কর্মসমিতির একটি বৈঠক ছিল। সেখানে সহ-সভাপতি কুণাল ঘোষ এই ঘোষণা করেন। সেইসঙ্গে, তিনি জানিয়েছেন, “এই কর্মসমিতি বরাবরই চেয়েছিল যে, গত তিন বছরের বিপুল কর্মযজ্ঞ সত্ত্বেও নির্দিষ্ট সময়ের বাইরে ক্ষমতায় আর থাকবে না। সেটা আমরা বার্ষিক সাধারণ সভাতেই স্পষ্ট করে দিয়েছিলাম। ঠিক সেইভাবেই কর্মসমিতি এগিয়েছে। আমাদের ক্লাবের সংবিধান অনুযায়ী, আইনি বিশেষজ্ঞের মতামতও নেওয়া হয়েছে। আমরা চেয়েছিলাম যে, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শুরু করে ক্ষমতা হস্তান্তর করে দিতে।”
অন্যদিকে, সচিব দেবাশিস দত্তর কথায়, “তিনবার ফুটবলে ভারতসেরা হয়েছি আমরা। প্রায় ২২ বছর পর, হকি খেলতে নেমে চ্যাম্পিয়ন হয়েছি। ওদিকে ২৭ বছর পর রাজ্য অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন হয়েছি। ক্রিকেটে পি সেন ট্রফি জিতেছে মোহনবাগান। ক্লাবের অনেক উন্নয়ন হয়েছে। স্পোর্টস লাইব্রেরি করা হয়েছে ক্লাবে। যে কোনও কমিটির কাছে এটা ঈর্ষণীয় একটা সাফল্য। সবার মধ্যে যে একতা আছে, তার জন্যই আমরা সাফল্য পেয়েছি। সেইসঙ্গে, সঞ্জীব গোয়েঙ্কার আবেগ এবং ফুটবলের প্রতি ভালোবাসা আমাদের সফল হতে সাহায্য করেছে।”
কিন্তু ক্লাবের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু খুব একটা খুশি নন। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “যদি পরিসংখ্যান দিতে বসি, তাহলে অতীতে প্রচুর সচিব এবং কর্মকর্তারা ক্লাবকে যথেষ্ট সাফল্য এনে দিয়েছেন। এখন ফুটবলটা বিনিয়োগকারীদের হাতে রয়েছে। তাহলে সঞ্জীব গোয়েঙ্কাকে কৃতিত্ব দেব? না ক্লাবের সচিবকে দেব, সেটা আমি জানি না। যখন ক্লাব ত্রিমুকুট পেয়েছে বা ক্রিকেটে ট্রফি পেয়েছে তখনকার সচিবদেরও কৃতিত্ব প্রাপ্য সেক্ষেত্রে। আর পি সেন ট্রফিতে মোহনবাগান যুগ্মভাবে বিজয়ী হয়েছে। এই ইতিহাস অবশ্য অনেকের মনে থাকে না।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।