আনোয়ারকে নিয়ে চূড়ান্ত দড়ি টানাটানি, শেষপর্যন্ত ইস্টবেঙ্গল জার্সিতে মাঠে নামতে পারবেন?

আনোয়ার আলি, তুমি আসলে কার? এ যেন কার্যত দড়ি টানাটানি চলছে। বৃহস্পতিবারই জানা যায় যে, ইস্টবেঙ্গলে (East Bengal) ইতিমধ্যেই সই করে দিয়েছেন আনোয়ার আলি ((Anwar Ali)। কিন্তু তাও যেন নিশ্চিন্ত হতে পারছেন না অনেকেই। বাস্তবে পরিস্থিতি সত্যিই জটিল।

আনোয়ার আলি, তুমি আসলে কার? এ যেন কার্যত দড়ি টানাটানি চলছে। বৃহস্পতিবারই জানা যায় যে, ইস্টবেঙ্গলে (East Bengal) ইতিমধ্যেই সই করে দিয়েছেন আনোয়ার আলি ((Anwar Ali)। কিন্তু তাও যেন নিশ্চিন্ত হতে পারছেন না অনেকেই। বাস্তবে পরিস্থিতি সত্যিই জটিল।

প্রসঙ্গত, গত মরশুমে সুপার কাপ (Super Cup) ছাড়া আর কোনও বড় ট্রফি ঘরে তুলতে পারেনি লাল হলুদ ব্রিগেড। ডুরান্ড কাপের (Durand Cup) ফাইনালে (Final) উঠলেও, চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের (Mohun Bagan) কাছে হারতে হয় তাদের।

Latest Videos

অন্যদিকে, আইএসএল-এ (Indian Super League) সাময়িক ভালো খেললেও, শেষপর্যন্ত আশানুরুপ ফলাফল হয়নি। তাই এবার শুরু থেকেই যেন ঝাঁপাতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট (Team Management)।

আর সেই জায়গায় দাঁড়িয়েই, আনোয়ারকে দলে নেওয়ার ব্যাপারে ভীষণভাবেই আগ্রহী ছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। বলা যেতে পারে, এইমুহূর্তে ভারতবর্ষের অন্যতম সেরা ডিফেন্ডার আনোয়ার আলি। আর তাঁকে পাওয়ার জন্য একেবারে উঠেপড়ে লাগে লাল হলুদ ব্রিগেড। কার্যত, চুপিসারে আনোয়ারের বাড়িতে গিয়ে সইপর্ব সেরে ফেলে তারা। যেন একেবারে ছোঁ মেরে আনোয়ারকে ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল (Emami East Bengal)।

কিন্তু তারপরেও কিছু বিষয় নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। জানা যাচ্ছে, আনোয়ার আলিকে আগামী ১৯ জুলাই অনুশীলনে যোগ দিতে নির্দেশ দিয়েছে মোহনবাগান (Mohun Bagan) টিম ম্যানেজমেন্ট। এদিকে আবার আনোয়ার আলির ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার বিষয়টি খতিয়ে দেখবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি।

আরও পড়ুনঃ

আগামী মরশুমে লক্ষ্য একমাত্র ট্রফি জয়, এই ফরোয়ার্ডকে নিতে ঝাঁপাচ্ছে ইস্টবেঙ্গল?

অন্যদিকে, যেকোনও দেশের ঘরোয়া ফুটবল প্রতিযোগিতাগুলিতে দেশীয় ফুটবলারদের লোন সংক্রান্ত ট্রান্সফারের নিয়মে ইতিমধ্যেই বদল এনেছে ফিফা (FIFA)। কিন্তু ফেডারেশন জানিয়েছে যে, ভারতবর্ষে সেই নিয়ম লাগু হবে আগামী ২০২৫ সালের জানুয়ারি মাসের ট্রান্সফার উইন্ডো থেকে। ফলে, এই আইনের জোরেই ইস্টবেঙ্গল সই করিয়ে নেয় আনোয়ারকে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে, লাল হলুদ জার্সি গায়ে ২৩ বছর বয়সী আনোয়ারকে খেলতে হলে, মোহনবাগানের (Mohun Bagan Super Giant) কাছ থেকে নিতে হবে নো-অবজেকশন সার্টিফিকেট।

সেইসঙ্গে, কয়েকঘণ্টা আগে মোহনবাগানের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করা হয়। এমনকি, বারংবার আনোয়ারকে ফোকাসে রেখেই সেই ভিডিও পোস্ট করে মোহনবাগান সুপার জায়ান্ট। তাহলে কি ইস্টবেঙ্গলের ওপর পাল্টা চাপ বাড়াল তারা?

আনোয়ার আলি কে আদৌ ইস্টবেঙ্গল জার্সি গায়ে মাঠে নামতে পারবেন? তরুণ এই ডিফেন্ডারকে ছাড়তে নারাজ কোনও পক্ষই। কার্যত, আনোয়ার আলিকে নিয়ে চলছে দড়ি টানাটানি। বলা যেতে পারে, ময়দান যেন আনোয়ারকে নিয়ে রীতিমতো সরগরম।

আরও পড়ুনঃ 

কলকাতা লিগে কবে কবে নামছে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান? একনজরে তিন প্রধানের সূচি

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

দেখা যাক ২৬-এর মসনদ কার দখলে যায়? Mamata-কে চ্যালেঞ্জ Agnimitra-র
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today
'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
Live | India vs Australia : পারথে সাড়ে তিন দিনে টেস্ট জয়, বিদেশের মাটিতে ভারতের সেরা সাফল্য?