
শনিবার কলকাতা ডার্বিতে কি দল নামাবে মোহনবাগান সুপার জায়ান্ট? এখনও সবুজ-মেরুনের পক্ষ থেকে সরকারিভাবে কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে। শনিবারের ম্যাচের জন্য বৃহস্পতিবার ম্যানেজার্স মিটিংয়ের আয়োজন করেছিল আইএফএ। যে কোনও স্বীকৃত ম্যাচের আগেই ম্যানেজার্স মিটিং হয়। কোন দল কী রঙের জার্সি পরে খেলবে, সেটা এই মিটিংয়েই ঠিক হয়। এছাড়া ম্যাচ আয়োজন নিয়ে আলোচনাও হয়। কিন্তু বৃহস্পতিবার ম্যানেজার্স মিটিংয়ে প্রতিনিধি পাঠাল না মোহনবাগান সুপার জায়ান্ট। ইস্টবেঙ্গল অবশ্য প্রতিনিধি পাঠিয়েছিল। কিন্তু সবুজ-মেরুন শিবিরের কোনও প্রতিনিধি না থাকায় ম্যানেজার্স মিটিং হল না। প্রায়এক ঘণ্টা অপেক্ষা করার পর ফিরে যান ম্যাচ কমিশনার ও রেফারি অ্যাসেসর। মোহনবাগান সুপার জায়ান্ট কেন এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে প্রতিনিধি পাঠাল না সেটা স্পষ্ট নয়। আইএফএ-কে কোনও বার্তা দেওয়া হয়নি। সবুজ-মেরুনের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করাও সম্ভব হয়নি। ম্যানেজার্স মিটিংয়ে মোহনবাগান সুপার জায়ান্টের প্রতিনিধি না থাকায় তারা আদৌ শনিবারের ম্যাচ খেলতে ইচ্ছুক কি না সেটা বোঝা যাচ্ছে না।
ম্যাচ হচ্ছে ধরে নিয়েই প্রস্তুতিতে আইএফএ
বৃহস্পতিবার ম্যানেজার্স মিটিং ভেস্তে যাওয়ার পর আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, 'বড় ম্যাচ হচ্ছে। খেলবে না বলে মোহনবাগানের পক্ষ থেকে আমাদের কিছু জানানো হয়নি। ম্যাচের ভেন্যু, সময় ঠিক হয়ে গিয়েছে। টিকিট বিক্রি হচ্ছে। ফলে ম্যাচ হচ্ছে। মোহনবাগানের প্রতিনিধি কেন ম্যানেজার্স মিটিংয়ে এলেন না, সে বিষয়ে আমরা অবগত নই।'
টিকিটের চাহিদা তুঙ্গে
প্রতিবারের মতো এবারও কলকাতা ডার্বির টিকিটের চাহিদা আছে। অনলাইনেও টিকিট বিক্রির ব্যবস্থা করেছে আইএফএ। এছাড়া ইস্টবেঙ্গল ও মোহনবাগান তাঁবু থেকেও টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Durand Cup 2024: একই গ্রুপে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্ট, ডুরান্ড কাপে ফের কলকাতা ডার্বি
Kolkata Derby: ফের ১৩ জুলাই কলকাতা ডার্বি, ফিরছে ২৭ বছর আগের নস্টালজিয়া