স্বাভাবিকভাবেই, দলের পারফরম্যান্সে সমর্থকরাও যথেষ্ট হতাশ। তবে আগামী মরশুমে ঘুরে দাঁড়াতে চাইছে তারা (east bengal player transfer)। তাহলেই একমাত্র সমর্থকদের মুখে হাসি ফোটানো সম্ভব।
510
আর সেইজন্যই কার্যত, কোমর বেঁধে নেমে পড়েছেন কর্তারা
কিন্তু কোন নতুন ফুটবলারকে দলে আসতে পারেন?
610
ফুটবলারটির নাম হল ইভান মিলাডিনোভিক (Ivan Miladinovic)
সূত্রের খবর, ৩০ বছর বয়সী এই সার্বিয়ান সেন্টার-ব্যাককেই এবার দলে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছেন কর্তারা। শুরু হয়েছে প্রাথমিক কথাবার্তা (east bengal transfer update)।
710
অর্থাৎ, এই বিদেশি ডিফেন্ডারকে দলে নিয়ে রক্ষণভাগকে শক্তপোক্ত করতে চাইছে টিম ম্যানেজমেন্ট
গত মরশুমে তিনি খেলেন কাজাকাস্তান প্রিমিয়ার লিগের ক্লাব টোবল কোস্তানায়ের হয়ে (east bengal news bengali)।
810
নিঃসন্দেহে ক্লাব ফুটবলে তাঁর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে
শোনা যাচ্ছে, এবার সেই অভিজ্ঞ ডিফেন্ডারই আসতে পারেন লাল হলুদে (ivan miladinovic to east bengal transfer news)।
910
বিপক্ষের থেকে বল কেড়ে নেওয়াতে সিদ্ধহস্ত তিনি
সেইসঙ্গে, ডিপ ডিফেন্সে গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে ক্লিয়ারেন্সের ক্ষেত্রেও বড় ভূমিকা নিতে পারেন ইভান।
1010
এবার সেই ইভান মিলানোভিককেই সই করাতে পারে ইস্টবেঙ্গল
সূত্র মারফৎ জানা যাচ্ছে, এবার সেই ইভান মিলানোভিককেই সই করাতে পারে ইস্টবেঙ্গল। তবে পুরো বিষয়টি এখন প্রাথমিক পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। বাকিটা উত্তর দেবে সময় (ivan miladinovic salary)।