East Bengal Transfer Update: তিনিই হয়ে উঠবেন লাল হলুদের প্রাণভোমরা! ইস্টবেঙ্গলে আসছেন মাঠ কাঁপানো ডিফেন্ডার?

Published : Jun 22, 2025, 03:13 PM ISTUpdated : Jun 23, 2025, 12:42 AM IST

East Bengal Transfer Update: দলবদলের বাজারে যেন ঝড় উঠেছে। এবার ইস্টবেঙ্গলে সই করতে পারেন এক মাঠ কাঁপানো ডিফেন্ডার। 

PREV
110
রীতিমতো সরগরম দলবদলের বাজার

প্রায় প্রতিদিনই নতুন নতুন আপডেট সামনে আসছে। 

210
সেই জায়গায় দাঁড়িয়ে, একেবারেই পিছিয়ে নেই লাল হলুদ ব্রিগেড

কারণ, ঘুরে দাঁড়াতে চাইছে ইস্টবেঙ্গল (east bengal transfer rumours)। 

310
তাই আসন্ন মরশুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট (Team Management)

প্রসঙ্গত, গত মরশুমে ডুরান্ড কাপ (Durand Cup) এবং আইএসএলে (ISL) হতশ্রী পারফরম্যান্স (east bengal news today)। 

410
তারপর সুপার কাপ (Super Cup 2025) থেকেও বিদায়

স্বাভাবিকভাবেই, দলের পারফরম্যান্সে সমর্থকরাও যথেষ্ট হতাশ। তবে আগামী মরশুমে ঘুরে দাঁড়াতে চাইছে তারা (east bengal player transfer)। তাহলেই একমাত্র সমর্থকদের মুখে হাসি ফোটানো সম্ভব। 

510
আর সেইজন্যই কার্যত, কোমর বেঁধে নেমে পড়েছেন কর্তারা

কিন্তু কোন নতুন ফুটবলারকে দলে আসতে পারেন?

610
ফুটবলারটির নাম হল ইভান মিলাডিনোভিক (Ivan Miladinovic)

সূত্রের খবর, ৩০ বছর বয়সী এই সার্বিয়ান সেন্টার-ব্যাককেই এবার দলে নেওয়ার জন্য ঝাঁপাচ্ছেন কর্তারা। শুরু হয়েছে প্রাথমিক কথাবার্তা (east bengal transfer update)। 

710
অর্থাৎ, এই বিদেশি ডিফেন্ডারকে দলে নিয়ে রক্ষণভাগকে শক্তপোক্ত করতে চাইছে টিম ম্যানেজমেন্ট

গত মরশুমে তিনি খেলেন কাজাকাস্তান প্রিমিয়ার লিগের ক্লাব টোবল কোস্তানায়ের হয়ে (east bengal news bengali)। 

810
নিঃসন্দেহে ক্লাব ফুটবলে তাঁর যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে

শোনা যাচ্ছে, এবার সেই অভিজ্ঞ ডিফেন্ডারই আসতে পারেন লাল হলুদে (ivan miladinovic to east bengal transfer news)। 

910
বিপক্ষের থেকে বল কেড়ে নেওয়াতে সিদ্ধহস্ত তিনি

সেইসঙ্গে, ডিপ ডিফেন্সে গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে ক্লিয়ারেন্সের ক্ষেত্রেও বড় ভূমিকা নিতে পারেন ইভান। 

1010
এবার সেই ইভান মিলানোভিককেই সই করাতে পারে ইস্টবেঙ্গল

সূত্র মারফৎ জানা যাচ্ছে, এবার সেই ইভান মিলানোভিককেই সই করাতে পারে ইস্টবেঙ্গল। তবে পুরো বিষয়টি এখন প্রাথমিক পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে। বাকিটা উত্তর দেবে সময় (ivan miladinovic salary)। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Read more Photos on
click me!

Recommended Stories