- Home
- Sports
- Football
- East Bengal Transfer Update: ইস্টবেঙ্গলে সই করছেন এই দাপুটে ফুটবলার? ময়দানের বড় খবর
East Bengal Transfer Update: ইস্টবেঙ্গলে সই করছেন এই দাপুটে ফুটবলার? ময়দানের বড় খবর
East Bengal Transfer Update: নিঃসন্দেহে বড় খবর ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য। দলে আসছেন নতুন এক তরুণ ফুটবলার (east bengal transfer news)?
প্রায় প্রতিদিনই নিত্য নতুন আপডেট আসছে
কারণ, দলবদলের বাজার রীতিমতো সরগরম (east bengal transfer news in bengali)।
কারণ, ঘুরে দাঁড়াতে হবে ইস্টবেঙ্গলকে
আসলে বিগত বেশ কয়েকটা বছর ধরে তাদের পারফরম্যান্স একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে (east bengal fc)।
তাই আসন্ন মরশুমের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে লাল হলুদ ব্রিগেড
প্রসঙ্গত, গত মরশুমে ডুরান্ড কাপ (Durand Cup) এবং আইএসএলে (ISL) হতশ্রী পারফরম্যান্স (east bengal news today)।
তারপর সুপার কাপ (Super Cup 2025) থেকেও বিদায়
স্বাভাবিকভাবেই, দলের পারফরম্যান্সে সমর্থকরাও যথেষ্ট হতাশ। কিন্তু আগামী মরশুমে ঘুরে দাঁড়াতে চাইছে ইস্টবেঙ্গল (east bengal player transfer)।
আর সেইজন্যই কার্যত, কোমর বেঁধে নেমে পড়েছে টিম ম্যানেজমেন্ট
কিন্তু কোন নতুন ফুটবলারকে দলে নিতে চাইছেন তারা?
ফুটবলারটির নাম হল রামসাঙ্গা থাইচুন (Ramsanga Tlaichhun)
সূত্রের খবর, তরুণ এই ফুটবলারটিকে দলে নিতে ঝাঁপাচ্ছে লাল হলুদ ব্রিগেড (east bengal news)।
মূলত তিনি খেলেন ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে
গত মরশুমে আই লিগের ক্লাব রিয়াল কাশ্মীরের হয়ে দুরন্ত ফুটবল উপহার দিয়েছেন রামসাঙ্গা (east bengal transfer rumours)।
২১টি ম্যাচে মাঠে নেমে ৩টি গোল করেছেন তিনি
তাছাড়া মাঝমাঠ থেকে বল বাড়ানো এবং আক্রমণ তৈরির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন ২৫ বছর বয়সী এই ফুটবলারটি।
এছাড়া তাঁর নামের পাশে রয়েছে ২টি অ্যাসিস্ট
শোনা যাচ্ছে, সেই রামসাঙ্গাকে দলে নেওয়ার ব্যাপারে ভীষণভাবেই আশাবাদী ইস্টবেঙ্গল (ramsanga tlaichhun east bengal)।
ভারতীয় ক্লাব ফুটবল সম্পর্কে রামসাঙ্গার বেশ ভালো অভিজ্ঞতা রয়েছে
কারণ, রিয়াল কাশ্মীরে সই করার আগে তিনি খেলতেন আইজল এফসি-র হয়ে (east bengal transfer news in bengali)। সূত্র মারফৎ জানা যাচ্ছে, এহেন প্রতিভাবান তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডারটিকেই এবার দলে নিতে আগ্রহী লাল হলুদ টিম ম্যানেজমেন্ট।
রামসাঙ্গা থাইচুন সই করতে পারেন ইস্টবেঙ্গলে
সেক্ষেত্রে লাল হলুদের মাঝমাঠের শক্তি যে অনেকটাই বৃদ্ধি পাবে, সেই কথা বলাই বাহুল্য। তবে এখনও কিছু চূড়ান্তভাবে জানা যায়নি। সেই উত্তর দেবে সময় (east bengal transfer rumours)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।