Published : Jun 16, 2025, 04:10 PM ISTUpdated : Jun 18, 2025, 02:27 AM IST
East Bengal Transfer Update: এই মুহূর্তে দলবদলের বাজার রীতিমতো সরগরম। আর তারই মাঝে চলে এল বড় আপডেট ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য (east bengal transfer news)।
কিন্তু আগামী মরশুমে ঘুরে দাঁড়াতে চাইছে ইস্টবেঙ্গল (east bengal player transfer)।
510
আর সেইজন্যই কার্যত, কোমর বেঁধে নেমে পড়েছে টিম ম্যানেজমেন্ট
কিন্তু কোন নতুন ফুটবলারকে দলে নিতে চাইছেন তারা (east bengal transfer update)?
610
ফুটবলারটির নাম হল কনর শিল্ডস (Connor Shields)
২৭ বছর বয়সী স্কটল্যান্ডের এই ফরোয়ার্ডটি গত মরশুমে খেলেন চেন্নাইয়ান এফসি-র হয়ে।
710
শোনা যাচ্ছে, তিনি এবার আসতে পারেন ইস্টবেঙ্গলে
প্রসঙ্গত, চেন্নাইয়ানের হয়ে তিনি মোট ২১টি ম্যাচে মাঠে নামেন এবং উপহার দেন অসাধারণ ফুটবল (connor shields transfer rumours)।
810
সূত্রের খবর, কনর শিল্ডসকে দলে নিতে রীতিমতো ঝাঁপাচ্ছে লাল হলুদ ব্রিগেড
তাঁর নামের পাশে রয়েছে ১টি গোল এবং ৮টি অ্যাসিস্ট (east bengal er khobor in bengali)।
910
অন্যদিকে, সতীর্থদের দিকে শিল্ডস বাড়িয়েছেন ৩৫৮টি সফল পাস
মূলত, তিনি খেলেন অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে। চেন্নাইয়ের জার্সিতে ৭৬টি গোলের সুযোগ তৈরি ছাড়াও তিনি ৬৮টি কি পাস বাড়িয়েছেন এবং ৪টি শট কনর শিল্ডস পুরোপুরি টার্গেটে রেখেছেন (Connor Shields east bengal)। অর্থাৎ, মাঝমাঠ থেকে আক্রমণ তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারেন এই তরুণ ফুটবলারটি।
1010
তাছাড়া তাঁর নামের পাশে রয়েছে ১০৭টি রিকভারি
সূত্র মারফত জানা যাচ্ছে, সেই কনর শিল্ডসের সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়ে নিয়ে গেছে ইস্টবেঙ্গল। তবে এখনও সরকারিভাবে কিছু জানা যায়নি। বাকিটা উত্তর দেবে সময় (connor shields transfer news)।