কিন্তু আগামী মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে চাইছে ইস্টবেঙ্গল (east bengal player transfer)।
510
আর সেইজন্যই কার্যত, কোমর বেঁধে নেমে পড়েছে টিম ম্যানেজমেন্ট
কোন নতুন ফুটবলারকে দলে নিতে চাইছেন তারা (east bengal player transfer)?
610
সেই ফুটবলারটির নাম হল বিক্রম প্রতাপ সিং (Vikram Partap Singh)
গত মরশুমে তিনি খেলেন মুম্বই সিটি এফসি-র জার্সিতে এবং যথেষ্ট ভালো ফুটবল উপহার দেন (east bengal transfer rumours)।
710
সূত্রের খবর, ২৩ বছর বয়সী এই তরুণ ফরোয়ার্ডটি সই করতে পারেন লাল হলুদে
প্রসঙ্গত, মুম্বইয়ের হয়ে তিনি ২১টি ম্যাচে মাঠে নেমেছেন। বিক্রম প্রতাপ সিং-এর নামের পাশে রয়েছে ১টি গোল এবং ৬৩টি রিকভারি (east bengal er khobor in bengali)।
810
সবথেকে বড় বিষয়, তিনি জাতীয় দলের হয়ে পারফর্ম করেছেন
শোনা যাচ্ছে, সেই বিক্রম প্রতাপ সিংকেই এবার দলে নেওয়ার ব্যাপারে ভীষণভাবে আগ্রহী ইস্টবেঙ্গল (east bengal news bengali)।
910
অন্যদিকে, তিনি সতীর্থদের দিকে বাড়িয়েছেন ৩০৮টি সফল পাস
মূলত, তিনি খেলেন রাইট উইং পজিশনে। মুম্বই জার্সিতে ১৫টি গোলের সুযোগ তৈরি ছাড়াও তিনি ১৫টি কি পাস বাড়িয়েছেন এবং ১২টি শট বিক্রম পুরোপুরি টার্গেটে রেখেছেন (vikram partap singh east bengal)।
1010
সূত্র মারফত জানা যাচ্ছে, ইস্টবেঙ্গলে তাঁর আসার প্রবল সম্ভাবনা রয়েছে
তবে প্রাথমিক কথাবার্তা চলছে। এখনও চূড়ান্ত পর্যায়ে গিয়ে বিষয়টি পৌঁছয়নি (east bengal transfer update)। তাঁর বেস ভ্যালু ১.৮০ কোটি টাকা।