- Home
- Sports
- Football
- East Bengal Transfer Update: বিপক্ষকে রুখে দিতে ইস্টবেঙ্গলে আসছেন এই বিধ্বংসী ডিফেন্ডার? ছুটবে এবার লাল হলুদ এক্সপ্রেস
East Bengal Transfer Update: বিপক্ষকে রুখে দিতে ইস্টবেঙ্গলে আসছেন এই বিধ্বংসী ডিফেন্ডার? ছুটবে এবার লাল হলুদ এক্সপ্রেস
East Bengal Transfer Update: দলবদলের বাজারে এই ভারতীয় ফুটবলারটিকে নিয়ে অনেকদিন ধরেই চর্চা চলছে। লাল হলুদে রাডারে আছেন তিনি (east bengal transfer news)।
- FB
- TW
- Linkdin
Follow Us
)
শেষের কয়েকটি বছর, ইস্টবেঙ্গলের জন্য একদমই ভালো যায়নি
গত মরশুমে ডুরান্ড কাপ (Durand Cup) এবং আইএসএলে (ISL) হতশ্রী পারফরম্যান্স। তারপর সুপার কাপ (Super Cup 2025) থেকেও বিদায়।
তাই আসন্ন মরশুমে সমর্থকদের মুখে হাসি ফোটানোর জন্য চাই দুরন্ত এবং অসাধারণ ফুটবল
আর সেই জায়গায় দাঁড়িয়েই, দলবদলের বাজার রীতিমতো সরগরম (east bengal player transfer)। প্রতিদিনই নিত্য নতুন আপডেট আসছে।
উল্লেখ্য, এবার ভালোমতোই স্কোয়াড সাজানোর পরিকল্পনা চলছে লাল হলুদের অন্দরে (east bengal)
এমতাবস্থায়, একাধিক নতুন ফুটবলারের দলে আসার সম্ভাবনা প্রবল (East Bengal Transfer News)।
কার্যত, কোমর বেঁধে নেমে পড়েছে টিম ম্যানেজমেন্ট
বলা চলে, ভালো মানের ফুটবলার রিক্রুটমেন্টের দিকেই নজর দিয়েছে ইস্টবেঙ্গল (east bengal news)।
আবারও কি গ্যালারিতে শোনা যাবে সেই চিরাচরিত লাল হলুদ গর্জন?
সেই উত্তর দেবে সময়। কিন্তু কোন নতুন ফুটবলারকে দলে নিতে চাইছে তারা (east bengal news bengali)?
তরুণ এই ফুটবলারটির নাম হল টেকচাম অভিষেক সিং (Tekcham Abhishek Singh)
গত মরশুমে তিনি খেলেন পাঞ্জাব এফসির হয়ে (tekcham abhishek singh east bengal)।
সূত্রের খবর, এই তরুণ ডিফেন্ডারকেই এবার দলে নিতে ঝাঁপাচ্ছে ইস্টবেঙ্গল
গত মরশুমে, মোট ২২টি ম্যাচে মাঠে নেমেছেন তিনি। সবথেকে বড় বিষয়, জাতীয় দলের হয়েও খেলছেন ২০ বছর বয়সী এই লেফট-ব্যাকটি (tekcham abhishek singh games)।
টেকচাম অভিষেক সিং-এর নামের পাশে রয়েছে দুটি ক্লিনশিটও
সেইসঙ্গে, ৪৭টি ইন্টারসেপশন এবং ১৪১টি রিকভারিও রয়েছে তাঁর ঝুলিতে।
শোনা যাচ্ছে, এই প্রতিভাবান ফুটবলারকেই এবার দলে নিতে চাইছে লাল হলুদ ব্রিগেড
এমনকি, তাঁকে দলে নেওয়ার জন্য কথাবার্তাও অনেকটা এগিয়ে নিয়ে গেছে টিম ম্যানেজমেন্ট (east bengal new player update)।
সূত্র মারফৎ জানা যাচ্ছে, টেকচাম অভিষেক সিং আসতে পারেন ইস্টবেঙ্গলে
তবে এখনও পুরো বিষয়টি চূড়ান্ত জায়গায় গিয়ে পৌঁছয়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।