East Bengal: প্লে-অফে ওঠার আশা কি ছেড়ে দিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো? লাল হলুদ আপডেট

Published : Jan 20, 2025, 07:53 PM IST
Oscar Bruzon

সংক্ষিপ্ত

আরব সাগরের তীরে হেরেছে দল। 

ঘুরে দাঁড়ানোর কথা সবাই বলছে, কিন্তু দাঁড়াচ্ছে কোথায়? একগুচ্ছ গোল মিস এবং ডিফেন্সে একাধিক ফাঁকফোকর চোখে পড়ছে।

আরব সাগরের তীরে হেরেছে দল। টানা তিন ম্যাচে পরাজয় অস্কার ব্রুজোর দলের। মোট ১৬ ম্যাচে পয়েন্ট মাত্র ১৪। লিগ টেবিলে তাদের অবস্থান ১১ নম্বরে। এখান থেকে যে প্লে অফ কার্যত অসম্ভব, তা মেনে নিয়েছেন ইস্টবেঙ্গলের কোচও।

আর সেই ম্যাচে হারের পর মুখ খুলেছেন কোচ অস্কার ব্রুজো। তিনি জানিয়েছেন, “এখান থেকে প্লে-অফে ওঠা বেশ কঠিন। এখান থেকে টানা তিনটে ম্যাচ জেতার স্বপ্ন একটু বেশিই বাড়াবাড়ি হয়ে যাবে বলে আমার মনে হয়। আমাদের আরও কার্যকরী এবং ভালো ফুটবল খেলতে হবে।”

তিনি আরও যোগ করেছেন, “প্রতিপক্ষের সবথেকে কম উচ্চতার ফুটবলার আমাদের ডিফেন্ডার এবং গোলকিপারের ফাঁক দিয়ে গোল করে চলে গেল। এটা কিন্তু একেবারেই ঠিক নয়। আমরা ২৮টা ক্রস তুলেও গোল পায়নি। মাত্র ১৫টা সুযোগ তৈরি করতে পেরেছি। এমনকি, স্ট্রাইকাররাও গোল করতে পারেনি। গোটা বিষয়টাই আমাদের জন্য বেশ হতাশাজনক।”

অস্কারের কথায়, “চোট সারিয়ে সবাই ফিরলে আমরা আরও ভালো খেলব। আমরা এখন এমন একটা অবস্থায় রয়েছি, যেখান থেকে প্রতিটা ম্যাচে জিততে হবে আমাদের। আমার বিশ্বাস, পুরো দল পেলে মরশুমটা ভালোভাবেই শেষ করতে পারব আমরা। তাছাড়া আগামী মার্চ মাসে এএফসি-র ম্যাচও রয়েছে। সেটাও তো মাথায় রাখতে হবে।”

কিন্তু এই জায়গা থেকে যে প্লে-অফে ওঠা সত্যিই কঠিন, তা বুঝতে পারছেন খোদ ইস্টবেঙ্গল কোচও।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?